কয়েক বছর আগের ঘটনা। নিউইয়র্কে বইমেলা চলছে।
মেলায় আড্ডা দিচ্ছি। আগামী প্রকাশনীর স্টল। প্রকাশক
ওসমান গনি দাঁড়িয়ে বই বিক্রি করছেন।স্টলে শেখ হাসিনার
কয়েকটি বই। '' ওরা টোকাই কেন ", '' নয়ন জলে ভাসি''।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এগিয়ে আসেন। আমার সাথে হাত মেলান। আমি গনি ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। গনি ভাই বলেন , আপনাদের নেত্রীর বেশ কটা বই আছে।
নেতা কিছুটা বিস্মিত হন !
আমি বলি , বইগুলো কিনুন। আপনাদের নেত্রীর বই।
ঐ নেতা কিছুটা পিছু হটতে চান।
আমি আবারও বলি , বই কিনুন। গনি ভাই হেসে ফেলেন।
গনি ভাই বলেন , আপনি কাকে কি বলছেন ফকির ইলিয়াস ?
এরা যদি তাদের নেত্রীর লেখা বই কিনতো, তবে বই চলতো
এক কোটি ! কারণ বাংলাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মী
তো কয়েক কোটি।
আামার ভাবনা বাড়ে। ঠিক ই তো !
রাজনীতিকরা কতোটা পঠন পাঠন করেন বাংলাদেশে ?
মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি বলেছিলেন, আমি
রাজনীতিক নই , আমি রাজনীতি পাঠ করি।
'' আই এ্যাম নট এ পলিটিশিয়ান , আই রীড পলিটিক্স ।"
আহা ! আমাদের রাজনীতি পাঠ যদি তেমন হতো !!!!!!!
মন্তব্য
আমাদের রাজনীতিকদের কয়জন পড়াশোনা (সত্যিকার অর্থে) জানেন? এদের যা চিকনবুদ্ধি, তাতে পড়াশোনা লাগেও না।
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ঠিকই বলেছেন।
ঢালাওভাবে রাজনীতিবিদদের দোষ দেয়ার পক্ষপাতি না আমি
পড়া কিংবা স্টাডি মানেই যে বই খুলে পড়া এটা আমি বিশ্বাস করি না
স্টাডির একটা প্রধান অংশ হলো জেনারেশন কোচিং
আমাদের দেশে যারা রাজনীতি করেন তারা সবাই কিন্তু জেনারেশন কোচিং থেকে নিজেদেরকে শিক্ষিত করে তোলেন
এবং তাদের জন্য প্রয়োজনীয় বিষয়ে তারা আমাদের থেকেও অনেক অনেক বেশি খোঁজ খবর রাখেন
সাহিত্য তার পড়ার দরকার কী? আর আমরাই বা কয়জন বৃক্ষরোপণ কিংবা মাছ চাষ বিষয়ে বই পড়ি? আমরা পড়ি আমাদের যে বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে সেগুলো
কিন্তু মনে করি যে আমি যে বইটা পড়ি কিংবা পছন্দ করি সেগুলো দুনিয়ার সবার পড়া উচিত
০২
শেখ হাসিনার বইগুলো কিন্তু পদের না....
কিন্তু জানতে হলে তো পড়তে হবে। বিষয় যাই হোক ।
তাতো বটেই। তাতো বটেই।
যেমন মাহবুব লীলেন শেখ হাসিনার বই পড়েই জানিয়েছেন যে সেগুলো পদের না।
-----------------------------------------------
Those who write clearly have readers, those who write obscurely have commentators.--Albert Camus
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
তাই নাকি !!!
মাহবুব লীলেনের সাথে একমত হয়ে বলছি , শেখ হাসিনার দলের সমর্থক হলেই তাকে তার রচিত বই কিনতে হবে না কিনলে তার পঠন পাঠন নিয়ে সন্দেহ করব এমন কি উচিত?
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
না , সে কথা আমি ও বলি না।
তবে মার্কস - লেনিন - মাও - চে ----- কে জানতে , তাদের
আদর্শ খুঁজতে আমরা তাদের কে পাঠ করি ।
যদি তাই হয় , তবে হাসিনার রাজনীতি করলে, করতে হলে
তার লেখা দলিল গুলো ও পড়ে দেখা জরুরী নয় কি ???
অবান্তর কৌতূহল... বাংলাদেশের বৃহত্তম পার্টিগুলোর সদস্যসংখ্যা কত? আর, সম্মিলিত সামরিক বাহিনীর মোট সদস্যসংখ্যা কত? কারো জানা আছে?
দেশের বড় রাজনৈতিক দলগুলো পুরো দেশবাসীকেই তাদের
দলের সদস্য মনে করে । নাহলে , এমন
মন গড়া মতবাদ চাপিয়ে দিতো না।
না , সম্মিলিত সামরিক সংখ্যা আমার জানা নেই।
মনে হয় - বামপন্থী দল এবং শিবিরের কর্মীদের পাঠাভ্যাস তুলনামূলকভাবে বেশি।
পার্থক্য একটাই শিবিরের কর্মীদের পাঠাভ্যাস গন্ডীবদ্ধ । সীমার বাইরে তাই তাদের মাথা কাজ করতে চায় না।
সত্যি বলতে কি , আমার জানা মতে এক সময়ের কৃতি পাঠকরাজ
ছাত্র ইউনিয়ন কে ছাড়িয়ে গেছে এখনকার রগকাটা শিবির।
তবে তারা আবার মউদুদি পনথি বই পড়লেও তলে তলে সব কিছু
পড়ে এবং তুলনামূলক আলোচনায় অংশ নেয়।
যে দৃশ্য এখন অন্যান্য ছাত্র সংগঠনে দুর্লভ !
নতুন মন্তব্য করুন