সেনাপ্রধানের বক্তব্য ভাতের পাশাপাশি প্রতিদিন আলু খাওয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বানে তার আন্তরিক আগ্রহই যেন গতকাল প্রতিফলিত হয়েছে। সাদা ভাত, রুই মাছের দো-পেঁয়াজা এবং টাটকা সালাদের সঙ্গে আলুর স্যুপ, ফেঞ্চ ফ্রাই, পটেটো কোফতা কারি, পটেটো রোলার গ্রেভি, পটেটো উইথ স্পিনাশ, পটেটো নবরত্না, পটেটো পুদিনা এবং পটেটো পালসের সমারোহ। উপস্থিত মিডিয়া ব্যক্তিত্বরা বেশ চমকিত হয়েছেন আলুর জয়-জয়কারে।
------রিপোর্ট/ আামাদের সময়/ ৯ এপ্রিল ২০০৮ বুধবার
=======================================
ভাতালু
=====
আমাদের কোনো ম্যানু নেই।
আ'লের পাশে আলু ক্ষেতে যে 'বাতুয়া' শাক জন্মে , সিদ্ধ করে
তাকেই বানাই স্পিনাশ। ক'টা আলুপোড়া তুলে রাখি এর পাশে।
অনাহারি ছোট্ট মেয়েটি আগে থেকেই হাত পেতে বসে আছে। তার হাতে তুলে দেবার আগেই নিজের মুখে পুরি !
নবরত্না আখ্যা পেয়ে আলু হয়েছে যাদের লান্চের উপাদেয়,
তাদের প্রতি আমাদের কোনো অনুযোগ নেই। তারা বদল
করছেন খাদ্যাভাস।
আমাদের খাদ্যই ভক্ষন করছে , পাশের দেয়াল।
আজীবন পানি দিয়ে ভাত গিলেছি, এখন স্যুপের
প্রশংসা তাই মাঝে মাঝে বমির উদ্রেক করে !!!
মন্তব্য
অসাধারণ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
গ্রেট
একটা দুর্ধর্ষ কবিতা আর তার এপিগ্রাফ
আলু সস্তা তাই সোনার সাথে আলু মিশিয়ে আমরা এখন অলংকারও বানাতে পারি
আলু দিয়ে সব কিছুই বানানো যায় শুধু ভাতের মাড় বানানো যায় না
তাই মাড় দিয়ে যারা কাপড় কেচে অভ্যস্ত এবং অভাবের সময় যারা ভাতের মাড় খেয়ে দিন পার করে দেবার কথা চিন্তা করেন
তাদেরকে মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে
বেশি না মাত্র কয়েকটা দিন
এর মধ্যেই আশা করি বাঙালি ভাত খাওয়া ভুলে যাবে এবং মাড় তৈরির মতো যথেষ্ট ভাত পাওয়া যাবে যত্রতত্র
হক কথা !!
সাবাশ!
আলু আমার আলু ওগো আলুয় ভুবব ভরা
আলু নয়ন ধোয়া আমার, আলু হৃদয় হরা!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
উত্তম!
আবার লিখবো হয়তো কোন দিন
ওইগুলারে পাবলিকের হাতে ছাইড়া দিলে স্রেফ লাত্থাইয়া আলুসিদ্ধ কইরা দিবে। হালায় এমন একটা দেশ, যার মাথার উপর বসে থাকে কতগুলা বেহায়া বেজন্মা, মাথাবিহীন কুমীর। দেশটারে ধর্ষণ করে, পাবলিকের হোগা মারে আর বেহায়মির চূড়ান্ত করে এইসব বুলি ছাড়ে।
কবিতা ভালো লিখেছেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভালো লাগলো।
বেশী করে আলু খান,ভাতের উপর চাপ কমান...।।
-নিরিবিলি
বিনীত ধন্যবাদ সবাইকে।
হুম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
নতুন মন্তব্য করুন