চারপাশে কয়েকটি জবাফুলের পাপড়ি। ছেঁড়া সুতোয়
জড়ানো স্মৃতি। গোপন চন্দ্রের জ্যোতি নিয়ে টুকরো
চাঁদ। সবটুকুই রেখে দিয়েছি , তুলে -সাজাবো বলে
নবম আস্তানা । খরাঝড়ে মিলিত ঋতুর মোহনায়।
তারপর ঋতুবতী নদীর কাছে জানতে চাইবো
তার ভেসে যাবার সর্বশেষ রহস্য । কিভাবে
আঁকতে হয় লাভার লাস্যময়ী হাসি , জেনে
নেবো পাহাড়ের কাছ থেকে। ভাঙনের সূত্র শিখে।
মন্তব্য
নদীর কাছ থেকে ভেসে যাবার সূত্র
আর পাহাড়ের কাছ থেকে ভাঙনের সূত্র
দারুণ প্রকৃতিপাঠ
অন্য প্রসঙ্গ
......
০১
আপনার বই রেব হচ্ছে না অনেক দিন থেকে
কোনো প্ল্যান করছে না?
০২
বর্তমান আমেরিকান সাহিত্য নিয়ে কিছু লিখেন না
তরুণ লেখকরা কী লিখছে কীভাবে ভাবছে
"ভাঙ্গনের সুত্র" মজার কাব্যিক সৃত্র!
ভাল লাগলো খুব!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
অসাধারন প্রকৃতি বন্দনা...।
-নিরিবিলি
বেশ ভালো-লাগলো।
শুভেচ্ছা ...।
....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ফকির ইলিয়াসের কবিতায় প্রকৃতি প্রেম বরাবরই মুগ্ধতা ছুঁয়ে যায়...
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
খুব ভালো লাগল।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ সবাইকে।
@ মাহবুব লীলেন- বই এর ঘঁষামাজা চলছে। হয়তো হবে আগামীতে।
মার্কিনী নতুন কবিদের নিয়ে লিখবো আরো ।
কিছু লিখেছি এর আগেও ।
ভালো থাকবেন।
নতুন মন্তব্য করুন