ঘ্রাণের গণিত

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৩/০৪/২০০৮ - ৯:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘ্রাণের গণিত
ফকির ইলিয়াস
=========
ডাকো মেঘকেও আরো কাছে। প্রভাত প্রসূত বৈশাখের ডানা
হয়ে উড়ে যাবো আমরা তিনজন। তুমি, আমি , মেঘ।
একদিন বজ্র ভাস্কর্য হয়ে তারপর ঝরে পড়বো শিলং
শহরে। হয়তো কেউ কুড়িয়ে নেবে- পালক ভেবে, তুলে
রাখবে বিস্মৃত বিরহে। জানো তো , মেঘ ও বিরহী বলে
আজন্ম উড়ে যায় নিসর্গ নির্মাণে , স্পর্শের উপমা হয়ে।

তারপর সাজায় স্তর।শুন্যে,সৌরাশীষ হয়ে জেগে থাকে রাত।
ঘ্রাণের গণিত থেকে অংক শিখে পৃথিবীর তাবৎ প্রেমিক প্রেমিকা
যেমন জেগেছিল সাঁঝরাতে। যেতে চেয়েও পারেনি ছেড়ে যেতে
এইসব স্রোতগ্রহপুঞ্জ । শুধুই উন্মোচন করে গেছে সবুজ পাতার
ধমনী ,অভিধান খুলে খুলে। আমরাও অভিষিক্ত হবো আপাততঃ
আর কোনো দুঃখ কুড়াবো না। গোণে দেখবো সঞ্চয় সিরিজ।


মন্তব্য

শাহীন হাসান এর ছবি

..... উড়ে যাবো আমরা তিনজন। তুমি, আমি , মেঘ।
ভালো ...।

....................................
বনের বেঞ্চিতে ওম শান্তি!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মাহবুব লীলেন এর ছবি

আপাততঃ
আর কোনো দুঃখ কুড়াবো না। গোণে দেখবো সঞ্চয় সিরিজ।

দারুণ.......

ফকির ইলিয়াস এর ছবি

শুভ নববর্ষ- ১৪১৫
কুসুমাস্তীর্ণ হোক পুরো বছর।

ঝরাপাতা এর ছবি

গ্রেট। আরো কবিতা হোক।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

ডাকো মেঘকেও আরো কাছে...
চমৎকার !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।