জাতিসংঘে বর্তমানে স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান।তার বয়স ৫০ বছর। তিনি প্রেমে পড়েছেন নেদারল্যান্ডের এক নাগরিকের।
এবার বিবাহে আবদ্ধ হতে চান। অনুমতি চেয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের। না , তিনি অনুমতি পান নি।
কুটনীতির রীতি অনুযায়ী কোনো কুটনীতিক কোনো বিদেশীকে বিয়ে করতে পারেন না। এতে রাষ্ট্রের , রাষ্ট্রীয় গোপন
তথ্য ফাঁস হয়ে যেতে পারে। আন্তর্জাতিক কুটনীতিক আইন এই
বিধিবিধান প্রযোজ্য করে রেখেছে। দেখা যাচ্ছে , আমরা মুখে
যতোই ব্যক্তিগত স্বাধীনতার কথা বলি না কেন ,তা সকল ক্ষেত্রে
প্রযোজ্য নয় ।
প্রশ্ন হচ্ছে , তা হলে তো ব্যক্তি স্বাধীনতার উপর ই হস্তক্ষেপ করা
হলো। তবে কি কুটনীতি ব্যক্তিগত জীবন ও নিয়ন্ত্রণ করবে ?
মন্তব্য
ঘটনা বুঝলাম না।
একানব্বই সালে যখন অপটিক্যাল ফাইবার এর কানেকশন নেবার কথা উঠলো তখন আমাদের মাননীয় মন্ত্রী বললেন, "এতে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস হয়ে যাবে।"
দুই হাজার আট সালে এসে ইসমত জাহান যদি কোন ডাচ নাগরিককে বিয়ে করেন তাহলেও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাবার ঝুঁকি রয়েছে।
তাহলে ব্যাপারটা কি দাড়ালো? ইসমত জাহান আর অপটিক্যাল ফাইবারের মাঝে কোন বিভেদ নাই।
কি বিচিত্র এই সভ্যতা!!!!!!!!!!!!!!
কি মাঝি? ডরাইলা?
যাহার ওজন আছে ও যাহা জায়গা দখল করে তাহাকে বস্তু বলা হয়।
এটাই বাংলাদেশী তথ্যতত্ব । দুটিই সমান !
ঘটনা এই খানেই প্যাঁচ খাইছে, গুরু! এই বয়সে ভাব প্রকাশে স্বরের পাশাপাশি কিছু ব্যাঞ্জন বর্ণেরও প্রয়োজন পড়ে। জাতীয় নিরাপত্তা নিয়ে এই কারণেই ভয়। বুঝতে হবে...
প্রেম তো এই বয়সেই পোক্ত হয়! রাহমান ভাই (শামসুর রাহমান)
বলতেন তিনি প্রেমের প্রকৃত স্বাদ পেয়েছিলেন ৫১ বছর বয়সে !
এটা বোধহয় ঠিকই আছে।
ডিপ্লোম্যাটরা নিশ্চয় এটি মেনে নিয়েই জয়েন করেন। রাষ্ট্রীয় গোপন তথ্যের ব্যাপার ফাঁস হয়ে যাওয়ার ব্যপার একেবারেই অমূলক না। অবশ্য বিয়ে অবশ্যই তথ্য পাচারের নিশ্চয়তা দেয় না, সেটা বিয়ে ছাড়াও হতে পারে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
খুব সত্য কথা। তাহলে বিয়ে আটকিয়ে লাভ কি ?তথ্য তো প্রেমিক-প্রেমিকা কেও কেউ দিতে পারে ।
প্রেম বোধহয় রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
জাতীয় প্রেমনীতি ( বিশেষ অধ্যাদেশ বলে)
ঘোষনার জোর দাবী জানাই ।
আইনটি উদ্ভট কি না, জানি না, তবে কারণটি একবারেই হাস্যকর।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হাসেন , তার আগে বলেন - জয় কুটনীতি ।
রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস কতোভাবেই তো হচ্ছে।
..বিয়ে আর এমন বাধা কি?
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে সে দেশের নাগরিক হওয়াই যথেষ্ট নয়, জন্মও সেখানে হতে হবে। হয়তো জন্মভূমির ওপরে মানুষের বিশেষ টান থাকে বলে। সুকি-কে মিয়ান্মারের প্রধান মন্ত্রীর পদ দিতে সেখানকার জান্টার আপত্তি আছে, এক সময় তিনি বিদেশী বিয়ে করেছিলেন বলে। দ্বৈত নাগরিকত্ব থাকায় বাংলাদেশে অনেকে মন্ত্রী/উপদেষ্টা হতে পারেন নি।
গুরুত্বপূর্ণ অবস্থানে ডিভাইডেড লয়্যালটির সম্ভাব্য বিরূপ ফলাফল সম্পর্কে অনেকের বৈধ উৎকন্ঠা থাকতে পারে। সেটা শুধু রাষ্ট্রীয় গোপন তথ্য সংক্রান্ত না, বৈদেশিক নীতি, বাণিজ্য ইত্যাদি আরো গুরুত্ববাহী বিষয়ে হতে পারে।
প্রথম কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নারী স্পাইরা সাধারণত প্রেমের অভিনয় করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের থেকে গোপন তথ্য সংগ্রহ করতো। গোপন তথ্য সংগ্রহের জন্য যে বিয়ে করা লাগে সেটা এই প্রথম শুনলাম।
খাইছে!
আমাদের রাষ্ট্রীয় গোপন তথ্য বোধহয় ইসমত জাহানের শরীরের গোপন ত্রিভুজে থাকে , তাই বিদেশী বিয়ে করলে সেই স্থান উন্মুক্ত হওয়ার মাধ্যমে রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় দেখা যায় ।
একটা ফাজিল আইন ছাড়া এটা আর কিছুই নয় ।
ভালো করে টাকা দিতে পারলে খোদ পররাষ্ট্রমন্ত্রী নিজে সব গোপন তথ্য একসাথে করে বাধাই করে উপরে নাম লিখে বিদেশীদের কাছে তুলে দেবে , এর জন্য বিয়েশাদী করা লাগবে না ।
-----------------------------
কালের ইতিহাসের পাতা
সবাইকে কি দেন বিধাতা?
আমি লিখি সত্য যা তা,
রাজার ভয়ে গীত ভনি না।
আপনি বললেন- আন্তর্জাতিক কুটনীতিক আইন এই
বিধিবিধান প্রযোজ্য করে রেখেছে।
তাই যদি হয় তাইলে হুদাই এই সরকারের উপরে ক্ষেইপা লাভ কি?
কিন্তু আন্তর্জাতিক কুটনীতিক আইন কি এইরকম কিছু? জানি না... তবে শোনা কথা বর্তমানে ব্যাবসা রাজা আনিসুল হকের স্ত্রী একজন কানাডিয়ান কূটনীতিকরে বিয়া করছিলেন... আনিসুল হকের উপহার দেওয়া বাড়ি তার কাছেই বেইচা তিনি কানাডায় গেছিলেন... পরে আবার নাকি ফেরতও আসছেন... অবশ্য সত্যাসত্য জানি না... গুজবে শুনি...
______________________________________
পথই আমার পথের আড়াল
প্রেম, বিয়ে, দ্বৈত নাগরিকত ছাড়াই আমাদের পলিসি মেকারদের জন্মভূমির ওপরে যে টান...
পুরা আজগুবি এক আইন! বিয়ে করলে তথ্য ফাঁস হয়ে যাবে, খুবই হাস্যকর একটা যুক্তি!
বেশ মজার ব্যাপার তো!
ফেরারী ফেরদৌস
লিভ টুগেদার জিন্দাবাদ
---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
নতুন মন্তব্য করুন