আজ ২৬ মে বুরুংগা গণহত্যা দিবস

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: সোম, ২৬/০৫/২০০৮ - ৮:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ ২৬ মে বুরুংগা গণহত্যা দিবস। সিলেটের বালাগন্জ থানার
বুরুংগা গ্রামে ৭৮ জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করে
হানাদার বাহিনী ও তার দোসর রা, এই দিনে।
আজ ২৬ মে ২০০৮ সোমবার ( বাংলাদেশ সময় সকাল সাড়ে
সাতটায় ) এ স্মৃতি নিয়ে রিপোর্ট দেখছিলাম চ্যানেল আই - তে।
রিপোর্ট করছিলেন চ্যানেল আই এর সিলেট প্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক,আমার সুহৃদ বন্ধুবর আল আজাদ।
আল আজাদ সেই বধ্যভূমিতে দাঁড়িয়ে আমাদেরকে আবারো
স্মরণ করিয়ে দিচ্ছিলেন আমাদের মহান স্বাধীনতা কতোটা
রক্তাক্ত ছিল ।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

বুরুংগা গ্রামে শহীদদের শ্রদ্ধা জানাই। পোষ্টের জন্যে আপনাকে ধন্যবাদ!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অনিন্দিতা এর ছবি

বুরুঙ্গা গণহত্যা দিবস টি স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ধুসর গোধূলি এর ছবি
পুতুল এর ছবি

শ্রদ্ধা জানাই শহীদদের।
পাক হানাদার আর দালালদের ঘৃণা!
পোস্টের জন্য ধন্যবাদ আপনাকে।

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

হাসান মোরশেদ এর ছবি

তাজুল মোহাম্মদের 'সিলেটে গনহত্যা' বইয়ে প্রথম পড়েছিলাম বুরুংগার কথা ।

অফটপিক@আল-আজাদ আপনার বন্ধু নাকি?
----x----
...অথবা সময় ছিলো;আমারই অস্তিত্ব ছিলোনা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ, হাসান মোরশেদ।
আমাদের বন্ধুবর তাজুল মোহাম্মদকে আমরা বলি ,
''চলমান মুক্তিযুদ্ধ উপাত্ত ''। তিনি সিলেটের গ্রামে -গন্জে
পায়ে হেঁটে এসব উপাত্ত সংগ্রহ করে ওই বইটি
লিখেছিলেন।

অফটপিক - হাঁ ।

শাহীন হাসান এর ছবি

স্মরণ করছি সেইসব শহীদদের। ধন্যবাদ।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ধন্যবাদ ।

অনিন্দিতা এর ছবি

সুনামগঞ্জের নারায়ণতলায় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্য নির্মিত স্মৃতিসৌধের পেছনেও সম্ভবত সেজায়গার গণহত্যার ঘটনা জড়িয়ে রয়েছে।
এ বিষয়ে কি ইলিয়াস ভাই বা কেউ বিস্তারিত জানাতে পারেন?

ফকির ইলিয়াস এর ছবি

সুনামগন্জে , সৈয়দপুরেও এরকম বধ্যভূমি রয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কিছুই বলার নাই... শুধু শুনি যে এই দেশে নাকি কোনও যুদ্ধাপরাধী নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফকির ইলিয়াস এর ছবি

ধিক সেসব রাজাকার দেরকে।

মৃদুল আহমেদ এর ছবি

আমাদের ঘৃণাগুলো কবে আগুন হবে?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

ফকির ইলিয়াস এর ছবি

কখনো মনে হয় মানববোমা হয়েই জ্বলে উঠি।

অতিথি লেখক এর ছবি

ন্যাতানো বারুদে ঠাসা কোটি ঝিনুকের প্রয়োজন একটু উত্তাপ; শেষবারের মতন জ্বলে উঠবার আগে।
কিন্তু এখনকার সূর্য বড়ই তেজদীপ্তহীন।
দুর্বিনীত হায়েনার বিষাক্ত নিঃশ্বাসে
তার আলো আজ ম্লান।
তবুও সবাই কেন বোঝে না
"আমাদের মহান স্বাধীনতা কতোটা রক্তাক্ত ছিল । "?
-জুলিয়ান সিদ্দিকী

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ , সবাইকে।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।