বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি চ্যানেল ,এনটিভি তে
''সাময়িকী'' অনুষ্টানে ১০ জুন ২০০৮ মংগলবার , বাংলাদেশ
সময় রাত ৯ টায় ( নিউইয়র্ক সময় মংগলবার সকাল ১১টা, লন্ডন সময় মংগলবার বিকাল ৪ টা) আমার একটা কবিতা
প্রচারিত হবে। এটি আবৃত্তি করবেন জনপ্রিয় আবৃত্তিকার
সাগর সেন। ড: আজফার হোসেনের উপস্থাপনায় এ অনুষ্টানটির
প্রযোজক কবি আলফ্রেড খোকন।
সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
মন্তব্য
ধন্যবাদ ফকির ইলিয়াস ভাই আগাম খবরের জন্য
শালা লোলশেডিং এর জন্য কিছুই আন্দাজ করা যায় না
দেখা হবে কি হবে না
তাই তা' রেকর্ড করে ইউ টিউব লিন্ক
সচলায়তন এ দিলে ভাল হয়
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
আমি এসব কারিগরিতে খুব নাজুক। পারবো বলে মনে হয় না।
ধন্যবাদ।
অভিনন্দন!
আফসোস, এনটিভি নাই
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ধন্যবাদ আপনাকে ও
দেখার চেষ্টা করব। বাসায় ডিশের লাইন নাই...
শুক্রবার "কালের খেয়া" - তে আজফার হোসেন এর একটা দারুন লেখা পড়লাম "জীবনান্দঃ কোথায় ছুটছে চিহ্নের ঘোড়া?"
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ড আজফার হোসেনের আরেকটি লেখা পড়ুন।খুব ভালো লেখা।http://www.dainikdestiny.com/ND.aspx?SID=7040&NID=60003
যারা বিদেশে থাকেন http://www.murchona.com এ NTV দেখার চেষ্টা করতে পারেন।
ধন্যবাদ আপনাকে
আপনার জন্যে অভিনন্দন ও শুভকামনা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
থ্যাংকস এ লট
দেখব ইনশাল্লাহ।
অশেষ ধন্যবাদ
আপনাকে অভিনন্দন ইলিয়াস ভাই।
আমি দেখার চেষ্টা করব।
আগাম জানাবার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ
অভিনন্দন!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ আপনাকে
হয়তো দেখতে পারবনা। ব্যাবস্থা নেই।
আপনার জন্য শুভ কামনা।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আগ্রহের জন্য ধন্যবাদ
অভিনন্দন। দেখার সৌভাগ্য হবে না বলে আফসোস হচ্ছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
শুভেচ্ছা ও ধন্যবাদ
নতুন মন্তব্য করুন