সুপ্রিয় ব্লগারবৃন্দ,
আজ বৃহস্পতিবার বিকেল ৩:৪৫ এর সময় আমার কথা হয়েছে
'' পেন '' এর
নিউইয়র্কস্থ ডিরেক্টর অব প্রোগ্রাম অব রাইট মি লেরী সিমস এর
সাথে। তিনি সকল প্রকার সহযোগিতা দেবার আশ্বাস দিয়েছেন।
আমি মডারেটর(পরিচালক) দেরকে বিস্তারিত জানিয়ে তাকে
ইমেইল করার অনুরোধ জানাচ্ছি।
কিভাবে ব্যান করা হয়েছে, কখন , সাইটের বিবরণ জানিয়ে
ইমেইল করুন প্লিজ।
আমার বিশ্বাস Mr. Lerry Siems আমাদেরকে সব সহযোগিতা
করে যাবেন।
অথবা আমি সে টা করবো কি না , আমাকে জানান প্লিজ ।
মন্তব্য
পেন তো অনেক বড় পত্রিকা। খুবই বিখ্যাত। এটি যদি সাহায্য করে, তাহলে খুবই ভাল হয়।
ধন্যবাদ ফকির ইলিয়াস! খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছেন!
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করে বলি , আপনারা দয়া করে আমাকে
জানান কি করবো । আমি কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস এর সাথেও
যোগাযোগ করে সাহায্য নিতে চাই। এন্ড আই উইল ডু ইট এজ
সোন এজ পসিবল।
একটা মেসেজ পাঠিয়েছি ইলিয়াস ভাই।
হাঁটুপানির জলদস্যু
সুসংবাদ
ইলিয়াস ভাইকে ধন্যবাদ।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
কী ব্লগার? ডরাইলা?
আমরা যদি কোন সাহায্য করতে পারি জানান, প্লিজ। বাংলাদেশটা হায়নাদের নয়, এখানে মানুষ বাস করে, আর তাই সচলায়তন মুক্ত হোক এই দাবী আমাদের সবার। সচলায়তন বন্ধ করে কোন লাভ নেই, যেখানেই মানুষ থাকবে সেখানেই সচলায়তনের সৃষ্টি হবে।
বুদ্ধিদীপ্ত উদ্যোগে সাধুবাদ।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
ফ.ই আপনার সহযোগিতায় এখনও কোন উত্তর নেই ক্যান ম\'দের! আশা করি তারা আরো কোন ভালো কাজে ব্যস্ত হবে বৈকি!তবে আমরা খুব কষ্টে আছি এই ভেবে সব মুক্তের সময় অবমুক্ত হোক সচলায়তন আহ্বান জানাতে হচেছ। আবার কোন আ. পাঠক প্রশ্ন ছুড়ে দেন আপনি ঢুকলেন ক্যামন করে? অন্যের প্রাণ বৎাচাতে না কি মিথ্যা বলা যায়েজ! তাই একটি ভালো লাগার, ভালোবাসার আর ভয় শুন্য জায়গার জন্য চুরি করে ঢুকেছি। ক্ষমা করো মোরে ..............
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আপনার ও সবার শুভ প্রচেষ্টা সফল হোক!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ইলিয়াস ভাই কে ধন্যবাদ এরকম একটি উদ্যোগ নেয়ার জন্য । পেন এর সাথে যোগাযোগের ফলাফল শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখার অপেক্ষায় রইলাম । আশা করি মডুরা অচিরেই সেই ব্যাপারে একটি আপডেট পোস্ট করবেন ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
ফকির ইলিয়াসের উদ্যোগকে সাধুবাদ জানাই।
সকল দূর্যোগে আমরা সচলের পাশে আছি।
--------------------------------------------------------
নতুন মন্তব্য করুন