দাপ্তরিক কর্মপ্রাণ শেষ হলেই মহামহিম মৃত্যু এসে দাঁড়ায় দরোজায়। ফ্যাকাশে হয়ে পড়ে সার্বভৌম আয়ু। আঙুলের
ভাঁজে ভাঁজে রক্ষিত রেখারা আর কোনো অপেক্ষা করে না।
সোহাগের দায়রঙ চিহ্নিত করে বুঝে নিতে পারি,সরে যাচ্ছে
দ্বিতীয় আকাশ।মাটির তৃতীয় তনু কাছে আসছে বরণ করে নিতে। প্রথমে নিরাকারই ছিলাম। সে সন্ধ্যাই ছিল ভালো।
যেখানে আমি ছাড়া অন্য সবাই , খুঁজে নিতো আলো।
ছবি - গৌতম চক্রবর্তী
মন্তব্য
বাহ্!
২.
মৃত্যু কি সর্বদাই মহামহিম?
ধন্যবাদ আপনাকে।
২
হাঁ, মৃত্যু সব সময়ই মহামহিম।
মানুন আর নাই মানুন।
মৃত্যু মানেই পরমের সাথে মিশে যাওয়া ।
ভালো লাগলো কবিতাটা
ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ আপনাকে
কবিতাটির প্রতিটি লাইনের সাথে রিলেট করতে পারলাম। 'যেখানে আমি ছাড়া অন্য সবাই , খুঁজে নিতো আলো' - এই লাইনে যেন সব বলা হয়ে গেল, তবু জীবনের সমস্ত কৌতুহল শেষ হতে গিয়েও হলোনা। আর এই বোধই হয়তো কবিকে তাড়িয়ে নিয়ে যায় অন্য একটা কবিতায়, আপোষহীনভাবে।
আর এই বোধই হয়তো কবিকে তাড়িয়ে নিয়ে যায় অন্য একটা কবিতায়, আপোষহীনভাবে।
কথাটা আমাকে ও ভাবালো।
থ্যাংকস
অশেষ ধন্যবাদ
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
থ্যাংকস
নতুন মন্তব্য করুন