যৌথ নিয়ন্ত্রণ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ৩১/০৮/২০০৮ - ১১:১৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঢেকে রাখে অসামান্য আঁধার। যার আসার কথা ছিল, সে দিয়ে
গেছে ফাঁকি। বাকি কিছু নেই, শূণ্যগ্রহ ছাড়া। পাড়া-প্রতিবেশী
কেউই ডাকে না , ও নাম ধরে। ঝরে গেলে হলুদ বকুল ,তাকে
আর কে হাতে নেয় বলো ! জ্বলো এবং জ্বালাও অন্তর। ভরদুপুরে
দাঁড়িয়ে এ ছিল তত্ত্ব তোমার। আমার নিজস্ব কোনো পরিভাষা
ছিল না। অজানা বোধসত্ত্বা করেছে যৌথ নিয়ন্ত্রণ। তখন বন্দী
ছিলাম,গোলকের প্রথম সন্তান।পরাণ কেড়েছে শুধু,আগুনের ধ্যান।


মন্তব্য

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ভাবছি। চেষ্টা করছি গভিরে যেতে। ধন্যবাদ কবি।

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।