৭ | লিখেছেন দিগন্ত (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ১০:৩৩পূর্বাহ্ন)
বাড়ির ইন্টারনেটের লাইন গোলমাল করায় কোনো লাইভ আপডেট দিতে পারিনি। এমনিতে এখানে ভোটগণনা হবার আগেই মোটামুটি সবাই জেনে যায় যে ওবামা জিতে যাচ্ছে। তাও, বলে রাখা ভাল আমাদের কাউন্টিতে ওবামা ৭৩% ভোট পেয়েছে ।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
৮ | লিখেছেন নিঝুম (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ১০:৩৩পূর্বাহ্ন)
এইমাত্র মেককেইন তার পরাজয় মেনে নিয়ে জনগণের প্রতি স্পীচ দিলেন । আমি অভিভূত তাঁর কথা শুনে... " ফেইলিউর ইজ মাইন... নট ইউরস্"
অদ্ভুত !!!!!! অসাধারণ!!!! খালেদা -হাসিনার এই কথা হাজারবার শোনা আর বোঝা উচিত...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
১০ | লিখেছেন শামীম (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ১০:৫৪পূর্বাহ্ন)
শাবাস্ আমেরিকা!
এখন আমাদের বকেয়া কাজগুলোও করতে হবে। ভোটে যুদ্ধপরাধীদের যেন জামানত বাজেয়াপ্ত হয়। ________________________________ সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________ সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
১। দ্যা মেসেজ
পৃথিবীর একটা বড় দেশে মানুষ এখন গায়ের রংয়ের বাইরে তাকাতে পারে। রেস, ধর্ম এসব ধীরে ধীলে গৌন হয়ে যাচ্ছে। সারা পৃথিবী বুঝতে পারছে আসল মাপকাঠি হওয়া উচিৎ যোগ্যতা, অন্য কিছু নয়। এ এক অভিনব রেভুলেশ্যন।
২। অর্থনীতি
আমেরিকার অর্থনীতির সাথে পুরো পৃথিবীর অর্থনীতি জড়িত। কয়েকজন ধন কুবেরের হাতে আমেরিকার অর্থনীতি তথা সারা বিশ্বের অর্থনীতি 'আনরেগুলেটেড' ভাবে বন্দী ছিল। এটা ছেড়ে পৃথিবী এখন আগিয়ে যাবে।
৩। পররাষ্ট্রনীতি
বুশ এবং ম্যাকেইন কোন প্রিকনডিশন ছাড়া কারো সাথে কথা বলতে রাজি হত না। কথা বলার আগেই শর্তারোপ করে থাকতো। স্ট্র্যাটিজীকালী মাথা গরম টাইপ লোক এরা। অন্যদিকে ওবামা ঠান্ডা মাথার যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ। ফলে অনেক জটিল আর্ন্তজাতিক সমস্যা সহজ সমাধান হবে আশা করা যায়।
২০ | লিখেছেন বজলুর রহমান (যাচাই করা হয়নি) (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ৫:৫৪অপরাহ্ন)
আমাদের, মানে গোটা বিশ্বের, লাভ এই যে, বারাক চিন্তা করে কাজ কাজ করতে ভালোবাসেন। তাঁর মাথা ঠান্ডা রাখার ক্ষমতা অসাধারণ। আমেরিকা আর অকারণ যুদ্ধ বাধিয়ে নিজের ও পৃথিবীর ক্ষতি করতে উৎসাহী হবে না।
নির্বাচন হবার আগে থেকেই দেখছি সচলের অনেকেই ওবামাকে সমর্থনের ব্যাপারে বেশ সরব। তাদের এধরনের সমর্থনের পিছনে নিশ্চয়ই যুক্তি আছে। একজন অ-আমেরিকাবাসীর কাছে ওবামা বা ম্যাককেইনের মধ্যে আদৌ কী কোন পার্থক্য আছে? এমনকি আমেরিকা প্রবাসী আমাদের স্বজনদের কাছেও কী তা বিশেষ ভিন্ন অর্থ বহন করে? অচ্ছুৎ বলাই-এর মত আমারও দাবী, কেউ একটু বুঝিয়ে বলবেন কি?
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দারুণ। খুব খুশী লাগছে। আলো। হাওয়া। নতুন।
সবকিছু ভালোর দিকে যাক।
কুবেরের কারাগার থেকে কল্যানী লক্ষ্মী বার হয়ে এগিয়ে যাক।
জানি এসব কাব্য, কিন্তু আশা করতে ইচ্ছা করে।
"ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর....
নন্দিত হলো উত্সবমন্দির...."
জানেন, আজকে কেন জানি অনেক আগে একদম ছোটোবেলায় রেডিওতে শোনা "টমকাকার কুটির" মনে পড়ছে। মনে পড়ছে একটা ছবির(পেইনটিং) কথাও, এক কালো মানুষ শিকলে বাধা, সে মালিককে বলছে-"আজ আমায় এমন করছো! দেখো একদিন দেশের প্রেসিডেন্ট হবে আমার মতন কালো একজন।"
মনে পড়ছে খুব ভদ্র বিনীত বন্ধু গারফিল্ড ওয়ারেন এর কথা, চার বছর আগে কী প্রচন্ড দু:খিত ছিলো সে, বুশ ইলেকটেড হওয়ায়।আজ তার আনন্দ দেখতে ইচ্ছা করে, কিন্তু সে এখন থাকে অন্যখানে।
২৪ | লিখেছেন ক্যামেলিয়া আলম (তারিখ: বুধ, ০৫/১১/২০০৮ - ১০:৫২অপরাহ্ন)
একটু আগে মিছিলের শব্দ শুনে ভাবলাম ওবামার মিছিল হচ্ছে-------পরে দেখলাম বিএপি'র ডাইরেক্ট এ্যাকশনের মিছিল। কিন্তু একথা সত্যি যে, বাংলাদেশের ঘরে ঘরে আজ মনে হচ্ছে নিজের দেশের নির্বাচন চলছে।
বিজয়ের (ওবামার) পর চিমটি কাইটা দেখলাম স্বপ্নে জিতল কিনা?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
মন্তব্য
কি যে একটা অসাধারন বিজয় সেটা বলে বোঝাতে পারব না। শুধুমাত্র আমেরিকার জন্য না, সারা পৃথিবীর জন্য এটা একটা বিজয়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নেতার পরিবর্তনে মহা খুশি।
এবার দেখা যাক নীতি কতটুকু বদলায়।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
অভিনন্দন বারাক ওবামা।
কিছুক্ষণ আগেই জানলাম খবরটা। অসম্ভব ভালো লাগছে... দেখা যাক এবার কতোটুকু পরিবর্তন আনতে পারে ওবামা।
শুভেচ্ছা নিন বারাক,
হানাহানির ও'পথ থেকে
বিশ্ব ঘুরে দাড়াক !
সাবাশ ওবামা, সাবাশ আমেরিকা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
বাড়ির ইন্টারনেটের লাইন গোলমাল করায় কোনো লাইভ আপডেট দিতে পারিনি। এমনিতে এখানে ভোটগণনা হবার আগেই মোটামুটি সবাই জেনে যায় যে ওবামা জিতে যাচ্ছে। তাও, বলে রাখা ভাল আমাদের কাউন্টিতে ওবামা ৭৩% ভোট পেয়েছে ।
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
এইমাত্র মেককেইন তার পরাজয় মেনে নিয়ে জনগণের প্রতি স্পীচ দিলেন । আমি অভিভূত তাঁর কথা শুনে... " ফেইলিউর ইজ মাইন... নট ইউরস্"
অদ্ভুত !!!!!! অসাধারণ!!!! খালেদা -হাসিনার এই কথা হাজারবার শোনা আর বোঝা উচিত...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
অভিনন্দনননননন!!!!!!
ইসসসস, একটা অন্যরকম নামের, অন্য রঙের চামড়ার মানুষ আসলো শেষ পর্যন্ত!!! ওবামা কাজে কি করবে জানি না, কিন্তু বড়ই খুশী লাগছে !!!!!
শাবাস্ আমেরিকা!
এখন আমাদের বকেয়া কাজগুলোও করতে হবে। ভোটে যুদ্ধপরাধীদের যেন জামানত বাজেয়াপ্ত হয়।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
খুব ভালো লাগছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বারাক ওবামাকে অভিনন্দন।
সারাহ প্যালিনের জন্যে ভালুবাসা ।
হাঁটুপানির জলদস্যু
বারাক ওবামাকে অভিনন্দন। ( যেমনে কইলাম যেন সে পালটা জবাব দিব)
----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
প্রিয় ওবামা
অভিনন্দন তোমাকে এবং তোমার উদ্দীপক শব্দমালাকে।
তাকিয়ে আছি সূর্যমুখী আমরা, সূর্যের দিকে!
জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা
Welcome, Obama. Great V...!
দ্রোহীকে অভিনন্দন
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অভিনন্দন
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হলে আমাদের লাভ কি এই বিষয়ে কেউ একটু ডিটেলসে একটা পোস্ট দেন।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
সময় কম। শর্টকাটে বলি।
১। দ্যা মেসেজ
পৃথিবীর একটা বড় দেশে মানুষ এখন গায়ের রংয়ের বাইরে তাকাতে পারে। রেস, ধর্ম এসব ধীরে ধীলে গৌন হয়ে যাচ্ছে। সারা পৃথিবী বুঝতে পারছে আসল মাপকাঠি হওয়া উচিৎ যোগ্যতা, অন্য কিছু নয়। এ এক অভিনব রেভুলেশ্যন।
২। অর্থনীতি
আমেরিকার অর্থনীতির সাথে পুরো পৃথিবীর অর্থনীতি জড়িত। কয়েকজন ধন কুবেরের হাতে আমেরিকার অর্থনীতি তথা সারা বিশ্বের অর্থনীতি 'আনরেগুলেটেড' ভাবে বন্দী ছিল। এটা ছেড়ে পৃথিবী এখন আগিয়ে যাবে।
৩। পররাষ্ট্রনীতি
বুশ এবং ম্যাকেইন কোন প্রিকনডিশন ছাড়া কারো সাথে কথা বলতে রাজি হত না। কথা বলার আগেই শর্তারোপ করে থাকতো। স্ট্র্যাটিজীকালী মাথা গরম টাইপ লোক এরা। অন্যদিকে ওবামা ঠান্ডা মাথার যুক্তিবুদ্ধি সম্পন্ন মানুষ। ফলে অনেক জটিল আর্ন্তজাতিক সমস্যা সহজ সমাধান হবে আশা করা যায়।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমাদের, মানে গোটা বিশ্বের, লাভ এই যে, বারাক চিন্তা করে কাজ কাজ করতে ভালোবাসেন। তাঁর মাথা ঠান্ডা রাখার ক্ষমতা অসাধারণ। আমেরিকা আর অকারণ যুদ্ধ বাধিয়ে নিজের ও পৃথিবীর ক্ষতি করতে উৎসাহী হবে না।
নির্বাচন হবার আগে থেকেই দেখছি সচলের অনেকেই ওবামাকে সমর্থনের ব্যাপারে বেশ সরব। তাদের এধরনের সমর্থনের পিছনে নিশ্চয়ই যুক্তি আছে। একজন অ-আমেরিকাবাসীর কাছে ওবামা বা ম্যাককেইনের মধ্যে আদৌ কী কোন পার্থক্য আছে? এমনকি আমেরিকা প্রবাসী আমাদের স্বজনদের কাছেও কী তা বিশেষ ভিন্ন অর্থ বহন করে? অচ্ছুৎ বলাই-এর মত আমারও দাবী, কেউ একটু বুঝিয়ে বলবেন কি?
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
ধন্যবাদ সবাইকে , মতামত শেয়ার করার জন্য।
দারুণ। খুব খুশী লাগছে। আলো। হাওয়া। নতুন।
সবকিছু ভালোর দিকে যাক।
কুবেরের কারাগার থেকে কল্যানী লক্ষ্মী বার হয়ে এগিয়ে যাক।
জানি এসব কাব্য, কিন্তু আশা করতে ইচ্ছা করে।
"ছিন্ন হয়েছে বন্ধন বন্দীর....
নন্দিত হলো উত্সবমন্দির...."
জানেন, আজকে কেন জানি অনেক আগে একদম ছোটোবেলায় রেডিওতে শোনা "টমকাকার কুটির" মনে পড়ছে। মনে পড়ছে একটা ছবির(পেইনটিং) কথাও, এক কালো মানুষ শিকলে বাধা, সে মালিককে বলছে-"আজ আমায় এমন করছো! দেখো একদিন দেশের প্রেসিডেন্ট হবে আমার মতন কালো একজন।"
মনে পড়ছে খুব ভদ্র বিনীত বন্ধু গারফিল্ড ওয়ারেন এর কথা, চার বছর আগে কী প্রচন্ড দু:খিত ছিলো সে, বুশ ইলেকটেড হওয়ায়।আজ তার আনন্দ দেখতে ইচ্ছা করে, কিন্তু সে এখন থাকে অন্যখানে।
একটু আগে মিছিলের শব্দ শুনে ভাবলাম ওবামার মিছিল হচ্ছে-------পরে দেখলাম বিএপি'র ডাইরেক্ট এ্যাকশনের মিছিল। কিন্তু একথা সত্যি যে, বাংলাদেশের ঘরে ঘরে আজ মনে হচ্ছে নিজের দেশের নির্বাচন চলছে।
বিজয়ের (ওবামার) পর চিমটি কাইটা দেখলাম স্বপ্নে জিতল কিনা?
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
সবকিছু ভাল হবে এমন আশা করতেই ভাল লাগে।
তবে ক্ষমতায় যাওয়ার পর ওবামা কতটুকু নিজেকে বুশদের থেকে আলাদা রাখতে পারবেন সেটাই দেখার বিষয়।
নতুন মন্তব্য করুন