ফারুক ওয়াসিফ বললেন, মুক্তিযুদ্ধকে আমরা কয়েক শতাব্দী দূরের মনে করছি কেন?

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৪/১২/২০০৮ - ৯:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজ ১৪ ডিসেম্বর ২০০৮। শহীদ বুদ্ধিজীবি দিবস। কিছু কিছু দিন আছে আমি খুব একাকী বসে থাকতে ভালোবাসি। বাইরের জানালার দিকে তাকিয়ে আকাশ দেখি। দেখি আমাকেও। এক ধরনের পলাতক গ্রহের ছায়া এসে আমাকে ঘিরে রাখে।
দেখছিলাম এনটিভি। আজকের সকাল অনুষ্টান টি দেখছিলাম।অতিথি ছিলেন লেখক, প্রাবন্ধিক , কবি ফারুক ওয়াসিফ।
তার স্পষ্ট কথার আমি খুব অনুরাগী। এবার ও ভালো লেগে গেলো তার কথাগুলো।
তিনি বললেন, আমাদের মুক্তিযুদ্ধের বয়স মাত্র ৩৭ বছর, অথচ তার পরও আমরা
কেন মহান মুক্তিসংগ্রাম কে সঠিকভাবে লিখতে পারছি না ?
মুক্তিযুদ্ধকে আমরা কয়েক শতাব্দী দূরের মনে করছি কেন?
আপনাকে অশেষ ধন্যবাদ ফারুক ওয়াসিফ ।
আপনি ঠিকই বলেছেন , আমরা আত্মপ্রতারণার মাধ্যমেই আত্মতৃপ্তি খুঁজছি !


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

আমরা আত্মপ্রতারণার মাধ্যমেই আত্মতৃপ্তি খুঁজছি !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ইশতিয়াক রউফ এর ছবি

দামী কথা...

সাইফুল আকবর খান এর ছবি

হুম।
হাসি
মন খারাপ

-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তামান্না কাজী [অতিথি] এর ছবি

কীভাবে যেন আমাদের সব সময়ই এভাবে শেখানো হয় "যা হবার হয়ে গেছে, তা নিয়ে সময় নষ্ট করার দরকার নেই"। অথচ, যা হয়েছে তা যদি এভাবে না হত তাহলে তো আমার অস্তিত্বই থাকত না। নানা ভাবে মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে বা ভুলে থাকতে বলে আমরা আমাদের অস্তিত্বকেই কী অস্বীকার করছি না?

গৌতম এর ছবি

ফারুক ওয়াসিফের প্রশ্নের উত্তর দুটি।

যারা মুক্তিযুদ্ধের প্রজন্মের মানুষ, তাদের একটি অংশ সবসময় এটাকে অনিবার্য না ভেবে 'আকস্মিক ঘটনা' হিসেবেই ভাবতে পছন্দ করে। অপর অংশটি অধিকাংশ সময়ই নিষ্ক্রিয় থাকে। ফলে সক্রিয়রা মানুষের ওপরই বেশি প্রভাব ফেলতে পারছে। যে কারণে তারা বুঝাচ্ছে মুক্তিযুদ্ধ অনেক আগেকার একটি ঘটনা ছিলো, তাই মানুষও তাই বুঝছে।

যারা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্মের মানুষ, তাদের কাউকে কাউকে মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল ধারণা দেওয়া হয়েছে, কাউকে কাউকে করা হয়েছে বিভ্রান্ত। কাউকে কাউকে তো এ ব্যাপারে কোনো ধারণাই দেওয়া হয় নি। ফলে তাদের একটি অংশ মুক্তিযুদ্ধকে দূরের কিছু বিশেষ করে 'এসব বাপ-দাদাদের ব্যাপার' বলে মনে করে। আর একটি অংশ তো বরাবরের মতোই নীরব!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

'আমরা'-টা কারা?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পুতুল এর ছবি

একটি রক্ষনশীল এলিট (তথাকথিত উচ্চ্ শিক্ষিত) কিন্তু ইনিয়ে বিনিয়ে এটাই বলতে চায়;

আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, তা নিয়ে আমাদের কিছু করার নেই।

সে ঘটনা(?) বাদ দিয়ে এখন দেশ গঠনের কাজে এগিয়ে চলো, এমন তাদের নীতি!
শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকার কারনে, এরাই বেশী বিভ্রান্তি ছড়ায়, অনেকে তা বিশ্বাসও করে!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রণদীপম বসু এর ছবি

সম্ভবত এসব এলিটদের মনস্তত্ত্বটা এমন যে, যদি এরা কেউ অকালে পিতৃ বা মাতৃহারা হয়ে বাবা বা মা কাউকে না দেখে থাকে, তাহলে হয়তো বাবা/মা'কে অস্বীকার করবে !
এদেরকেই রুটলেস বা শেকড়হীন বলে। শেকড়হীনের সবচেয়ে বড় সমস্যা হলো অন্যকে আশ্রয়-স্থিতি দেবে কি, নিজেরাই তো ভেসে চলে ! এদের কোন দেশ থাকেনা, জাতি থাকে না, গোত্র থাকে না।

আমরাও হয়তো দিন দিন শেকড়হীন হয়ে যাচ্ছি...

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

নির্বাক এর ছবি

রবীন্দ্রনাথ বলেছেন “সত্যরে লও সহজে” – আমরা এমনই এক জাতি সত্য সবসময়ই আমাদের কাছে কঠিন বলে মনে হয়। কেন কে জানে...

_________________________________________
তুমি মহারাজ সাধু হলে আজ
আমি আজ চোর বটে!

ঝরাপাতা এর ছবি

হুম, শুধুই দীর্ঘশ্বাস।


নিজের ফুলদানীতে যারা পৃথিবীর সব ফুলকে আঁটাতে চায় তারা মুদি; কবি নয়। কবির কাজ ফুল ফুটিয়ে যাওয়া তার চলার পথে পথে। সে ফুল কাকে গন্ধ দিলো, কার খোঁপায় বা ফুলদানীতে উঠলো তা দেখা তার কাজ নয়।
___________________________ [বুদ্ধদেব গুহ]


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

কবি এর ছবি

হতাশা আর হতাশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।