জন্মের অধিক যদি

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ১৭/০৩/২০০৯ - ৭:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

জন্মের অধিক যদি থাকে কোনো অমর বিস্ময়
সবুজের পুস্পকোষে আলোরেখা ঢেউ তুলে বলে
এ মাটির স্মৃতিভূমে তাঁর ছায়া দীপ হয়ে জ্বলে
এখনো আকাশ নুয়ে বলে জয় - বাংলার জয়।

লগ্ন রোদের মন পোড়ে , আর পোড়ায় আষাঢ়
পরিচয় খুঁজে খুঁজে নদী যায় দক্ষিণের বনে
ফিরে এলে দেখা হবে মানচিত্রে, গ্রহের মৈথুনে
বুকের উত্তাপে বাড়া উদ্ভাসিত প্রজন্মের হাড়।

ঋতুর বৈচিত্র্যে লেখা যে জীবন মানুষের গানে
ভরে ওঠে প্রতিদিন সুখে-দু:খে খাল বিল মাঠে
ধানের রোপণে আর শিশুদের প্রিয় শব্দপাঠে
স্বপ্ন স্বাধীন হাওয়া বয় ধীরে , মেঘ -প্রাণে প্রানে।

যে নাম থেকেই যাবে বাংলায় , গোটা বিশ্বলোকে
'মুজিব' 'মুজিব' বলে মুক্তিকামী মানুষের ডাকে।


মন্তব্য

নাজনীন খলিল এর ছবি

"শোন একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি..........................................................."

হাসান মোরশেদ এর ছবি

' যেদিন মহান
বিজয়ী সে বীর দূর দেশ থেকে স্বদেশে এলেন ফিরে।
শুনেছি সেদিন জয়ঢাক আর জন-উল্লাস;
পথে-প্রান্তরে তাঁরই কীর্তন, তিনিই মুক্তিদূত।

বিদেশী মাটিতে ঝরেনি রক্ত; নিজ বাসভূমে,
নিজ বাসগৃহে নিরস্ত্র তাঁকে সহসা হেনেছে ওরা।'

-শামসুর রাহমান

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

জুলফিকার কবিরাজ [অতিথি] এর ছবি

চমৎকার

অম্লান অভি এর ছবি

কীর্তি মহান স্বাধীনতা, আর কীর্তি নায়ক আমাদের একজন। বঙ্গবন্ধু তোমাকে সালাম-নির্জনতায়, চাটুকারের চোখের আড়ালে।

@ ইলিয়াস ভাই আপনার কবিতায় তাঁকে রূপায়ণ- ...........

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

মাল্যবান এর ছবি

খুব সুন্দর কবিতা । যেমন তার বিষয় তেমন তার কথনভঙ্গিমা,শরীর ও শব্দের ব্যবহার।
বঙ্গবন্ধু আমার কৈশোরের স্মৃতির সাথে জড়িত,আজও তার সেই বজ্রকন্ঠের বক্তৃতা কানে বাজে । সেই বক্তৃতা আমার সংগ্রহে আছে । আছে সেই গানের রেকর্ড " শোনো একটি মুজিবরের কন্ঠ থেকে " । আমার এক ঘনিষ্ঠ আত্মীয়ের পুত্রসন্তান ওই উত্তাল সময়ে জন্ম। তিনি তার নাম রেখেছিলেন "মুজিবর" ।

ফকির ইলিয়াস এর ছবি

যারা পড়লেন , সবাইকে বিনীত ধন্যবাদ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ধন্যবাদ কবি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।