রোদমহল

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ২৪/০৩/২০০৯ - ৬:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

একটি হরিণ বুকের ভেতর পুষি
একটি শালুক জলহাওরের মূলে
একটি শালিক রোদমহলে ওড়ে
একটি সাগর পোহায় নগ্ননিশি

কার বয়নে বিকোয় চাঁদের ছায়া
কে ভুবনে রাখে ঋতুর স্মৃতি
ঘোরের ঘাসে ভোরের ছবি দেখে
দূরে হাসে শুক্লা ও অদিতি !

যাবার আগে স্রোতের আয়ু জানে
মাঘ মিশেছে মন্ত্রদের উজানে !


মন্তব্য

s-s এর ছবি

ঘোরের ঘাসে ভোরের ছবি দেখে
দূরে হাসে শুক্লা ও অদিতি !

খুব মিষ্টি লাগলো।

পুরো লেখাটাই খুব ছোট্ট শান্তিময় , সুন্দর। শ্রদ্ধা আপনাকে।

আদৌ কি পরিপাটি হয় কোনো ক্লেদ?ঋণ শুধু শরীরেরই, মন ঋণহীন??

তুলিরেখা এর ছবি

ভারী সুন্দর। আপনার কবিতা নাড়া দেয়, খুব ভিতরে কোথাও। কবিতার পংক্তিগুলো ছুঁতে গেলে জলশঙ্খের স্নিগ্ধ স্পর্শের মতন মায়াময়, কানে দিলে সমুদ্রের শব্দ এসে ডেকে যায়।
ভালো থাকবেন কবি।

-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

কীর্তিনাশা এর ছবি

বস্ কি কবিতা দিলেন..

পড়ে স্তব্ধ হয়ে গেলাম.............

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

ভীষণ মিষ্টি লাগলো।

Lina Fardows

তীরন্দাজ এর ছবি

খুব সুন্দর আর নিবিড় একটি কবিতা। ভালো লাগলো খুব!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

নাজনীন খলিল এর ছবি

যাবার আগে স্রোতের আয়ু জানে
মাঘ মিশেছে মন্ত্রদের উজানে !

চমৎকার!

অনেক শুভেচ্ছা।

ফারুক ওয়াসিফ এর ছবি

একটি ছোট্ট মনোরম কবিতা। যেন ভোরবেলার বেহাগ।

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

সুমন সুপান্থ এর ছবি

স্রেফ সুপার্ব !
খুব খুব ছুঁয়ে গেলো, নাড়িয়ে গেলো ইলিয়াস ভাই ।
অনেকগুলো তারা দেয়া দরকার ছিলো ! আছে তো মাত্র ৫ !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

সবটা বুঝিনি। তবে পড়তে ভারি আরামবোধ হলো।

শুধু একটা কথা:
একটি শালিক রোদমহলে উড়ে
"উড়ে" নয়, "ওড়ে" হবে, বোধ হয়।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ সবাইকে।

@ সংসারে এক সন্ন্যাসী -'' ওড়ে '' করে দিলাম।
থ্যাংকস এ লট ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।