আমাদের অনেক সময়ই হয়ে ওঠে না সঠিক বোঝাপড়া
ওজনহীন মানুষদের দাঁড়টানার দৃশ্যাবলি
দেখতে দেখতে ঠিকই ভুলে যাই আলোর মাত্রা
পেরিয়ে গেছে আমাদের দেউড়ি। ভোর হলেও সূর্য
উঠে নি। অথবা প্রত্যক্ষ করিনি রাত পোহাবার সুবিমল
ভ্রান্তিপর্ব।
দুহাত দিয়ে তালি বাজাতে বাজাতে কিংবা কোনো এক
পড়ন্ত বিকেল কে জোড়াতালি দিতে দিতে
কখনও সানন্দে বলে উঠি, আমাদের আর দিনের
প্রয়োজন নেই। আসুন, সব রাতকানারা রাতকেই ভালো
বাসতে শিখি।
ছবি- পল পুলৎজারটি
মন্তব্য
আমাদের আর দিনের
প্রয়োজন নেই। আসুন, সব রাতকানারা রাতকেই ভালো
বাসতে শিখি।
বিনীত ধন্যবাদ
শেষের মেসেজটুকু একটু ভারি লাগলো, তখন আবার এও মনে হলো কবিতাকে অনুচ্চার হতে হবেই এমনও তো কোনো কথা নেই।
সবচেয়ে সুন্দর লাগলো এই পংক্তিটা: ওজনহীন মানুষদের দাঁড়টানার দৃশ্যাবলি। ঐ লাইনেই আটকে আছি এখনো।
ধন্যবাদ।
অনুচ্চার - এর অর্থ বুঝি নি ।
উচ্চারণহীন, অর্থাৎ কোনো মেসেজ থাকবে না কবিতায়, সে সব দায় নেই কবিতার, এই জাতীয় একটা মতবাদ আছে বাজারে। শ্লোগানধর্মী কবিতার তুলনায় সেই জাতীয় কবিতা আমার বেশি পছন্দের। সেই লাইনেই ভাবছিলাম আপনার কবিতার শেষের মেসেজটা একটু ভারি লাগলো। তারপর মনে হলো, এই সব নিয়মকানুনে কী এসে যায়? ঐ একটা লাইন (যার কথা আগে মন্তব্যে লিখেছি), তার জন্যেই তো ভালো লেগে যায় কবিতাটা।
ইলিয়াস ভাই আমার অনেক ভাল লাগল।
ভাল থাকুন ।
ধন্যবাদ , কবিবর।
ভালো লাগলো।
থ্যাংকস এ লট।
নতুন মন্তব্য করুন