পথ কি কখনও প্রজা ছিল আমাদের প্রথম সকালে
কিংবা নদীর নিকট থেকে কিছু ঢেউ ধার করে ফেলে
আমরাই সাজিয়েছিলাম বেদনার ঢেউ। এমন আখ্যান
আর হেরে যাবার প্রণম্য বিধান
খুঁজে আবার গোনতে বসি ধূলির বিস্তার
ছাপগুলো পরখ করে দ্যাখি ,একটা পর্দা ঝুলে আছে ঠিক তার
বিপরীতে। হাতে নিয়ে পথগুলো লিখিত গন্তব্য ও ঘোর
এটাও জেনে যাই - ছেড়ে যাওয়াই পৃথিবীতে, আনন্দের অনাগত ভোর।
ছবি- মার্টিন হুচিংগস
মন্তব্য
ইলিয়াস ভাই,
ভালা লাগা রেখে যাই।
ভাল থাকুন।
ধন্যবাদ
ইলিয়াস ভাই,
পাঠ হল আপনার কবিতা।
আপনি ভাল থাকুন।
সৈয়দ আফসার
থ্যাংকস এ লট , পোয়েট ।
আপনার লেখা পড়ি এবং মন্তব্য করি কিন্তু আপনে উত্তর দেন কি কম ?
অনেক কথাই যায় না বলা সহজে।
বিনীত ধন্যবাদ আপনাকে।
মন্তব্য পেয়ে আপনাদের ভালোবাসা
হৃদয়ে রাখি ।
বাকরুদ্ধ হই , মাঝে মাঝে ।
ইলিয়াস ভাই,
তারা দেয়ার ক্ষমতা না থাকায় এই মুহূর্তে খারাপ লাগছে। তবু ভালোলাগাটুকু জানিয়ে গেলাম। এইরকম কবিতা বারবার পড়তে মন চায়।
ভাল থাকবেন।
জটিল হইছে।
নতুন মন্তব্য করুন