সমুদ্রের কাছে উচ্ছ্বাস চেয়েছিলাম কিংবা নদীর কাছে ঢেউ
এমন সাক্ষী আমার বিরুদ্ধে কেউ
দিতে পারবে বলে আমি মানি না , মানি না আরো অনেক ঘোরবিশ্লেষণ
যেমন ---
প্রেমের বার্তা নিয়ে কোনো নীলখামের উড়াউড়ি
অথবা কোনো হস্তছাপে ভরা লালঘুড়ি
শুধুই ছড়াবে বিরহ !
তবে ভালোবাসার অন্যনাম কেন হয়নি , বেদনাগ্রহ
আর সেই নভোমন্ডলে
কিছুটা কৌতুক আর কিছুটা বনভোজনের ছলে
আমরাও বুনে যেতে পারতাম আরো কিছু দুঃখবীজ
মূলতঃ স্পর্শের খোঁজে গোপন খনিজ
যেভাবে মানুষের অর্জন হয়
আবার ফিরবে বলে , ঘর ছাড়ে ; বুকের প্রলয়।
ছবি- টমিস্লাভ ড'জগায
মন্তব্য
বিষবৃক্ষ হয়ে তা মধুমাখা দুঃখই ছড়াতো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
অশেষ ধন্যবাদ । শারদীয়া শুভেচ্ছা
ভালো লাগলো কবিতাখান
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ । ভালো থাকুন।
ভালো লাগল, ইলিয়াস ভাই।
----------------------------------------
বাসে অনেক ঘুম জমে
ভিতরে ভুলে যাই শস্যের চমক
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
থ্যাংকস এ লট ।
ভালো লাগলো কবিতাটি।
ভালো থাকুন,কবি।
তমিজ উদদীন লোদী
আপনি ও ভালো থাকুন।
শুভেচ্ছা
নতুন মন্তব্য করুন