গান - ১

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বুধ, ২৩/০৯/২০০৯ - ৮:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

নীলাকাশের অচিন দেশে অজানা কোন শহরে
নীলাম্বরী পরে হয়তো সে বিরাজ করে।।

নীল তাহার চোখেরই মনি
তার মাঝে নীল রৌশনী
কেড়ে নিলো আমার প্রাণি
নীল সোহাগ আর আদরে।

নীল রঙের তরনী বাইয়া
তাতে নীল বাদাম উড়াইয়া
আজ হয়তো ঘুরতেছে যাইয়া
নীল সাগরের তীরে।

নীল স্বপনে হয়ে উদাস
এখন দেখি সব উপহাস
নীল সৌরভে ফকির ইলিয়াস
বিরহী এ সংসারে।

ছবি - জয় ওয়ালফর্ড


মন্তব্য

তানবীরা এর ছবি

নীল সৌরভে ফকির ইলিয়াস
বিরহী এ সংসারে।

বিরহ কেটে যাক, ভালো থাকুন।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তমিজউদদীন লোদী এর ছবি

কবির নতুন পরিচ্য!
গীতি কবিতা আসলে শেকড় স্পর্শ করে।

তমিজ উদদীন লোদী

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।