সাধুসঙ্গ

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ০৬/১০/২০০৯ - ৮:০০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাধুসঙ্গ
ফকির ইলিয়াস
-------------------
আমাকেও সঙ্গে নাও নিতাই। একটা ভোর খুঁজে পার হবো নদী।
বাদী রিপুর দেশ ছেড়ে যাবো নীলসীমান্তে। অন্তে রেখে যাবো
এই ছিন্ন ভাবের প্রদেশ। রেশ থেকে যাবে জানি,পথের দশম
প্রবাহে। সহে যে কাঁটার শাসন, সে ই জানে- কেমন ছিল শুরুর
সামন্ত। ভ্রান্ত চাঁদের নীচে এতোদিন শোয়েছিল যে জমিন , আজ
তাকেও নিয়ে যাবো সাথে। আমাকেও সঙ্গে নাও নিতাই। যাই
চলো , অন্য ভুমন্ডলে। এখানে পাপ ফোটে মোহের বিলাসে।
পাশে দাঁড়িয়ে থাকে যারা , তারাও কংকাল দেখে বার বার হাসে!

ছবি - ইয়েন জো


মন্তব্য

নুরুজ্জামান মানিক এর ছবি

এখানে পাপ ফোটে মোহের বিলাসে।
পাশে দাঁড়িয়ে থাকে যারা , তারাও কংকাল দেখে বার বার হাসে!

দারুন ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ আপনাকে ।

জি.এম.তানিম এর ছবি

চলুক
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস

ফকির লালন এর ছবি

দারুন। নিতাইয়ের সংগে যেতে ইচ্ছে হচ্ছে, আমারো।

ফকির ইলিয়াস এর ছবি

আমার ও

অনিকেত এর ছবি

আহা আহা----জমিয়ে দিয়েছেন বস----
খুব ভাল লাগল ইলিয়াস ভাই।

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ

সুমন সুপান্থ এর ছবি

বাক্যের শেষ আর পরের বাক্যের শুরুর শব্দের অন্ত্যমিল দিয়ে লেখা কবিতাগুলো আপনার, খুব ভালো লাগে, ভালো লাগে ছন্দ নিয়ে আপনার এই `পাগলামী`ও ।
ভালো থাকবেন ইলিয়াস ভাই ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

ফকির ইলিয়াস এর ছবি

ভাঙচুর করা আর কি !

কেমন আছেন ? আপনাদের সাহিত্য সংগঠন টির খবর কি ?

নাজনীন খলিল এর ছবি

রেশ থেকে যাবে জানি,পথের দশম
প্রবাহে। সহে যে কাঁটার শাসন, সে ই জানে- কেমন ছিল শুরুর
সামন্ত।

অনেক শুভেচ্ছা।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।