ভেতরে কিছুই নেই -মুদ্রা ,মধু ,মেঘ
নেই ঝরা কিংবা ওড়ার আধিপত্যবাদ
আয়তন কমে এলে মাঘও দুপুরে, বাড়ায় উষ্ণতার প্রবাদ।
চোখ মেলে দেখি কাল, পরশুর নিবিষ্ট প্রবাহ
ঘুনপোকো হাঁটে , ফড়িঙ একাকী সন্ধ্যায়
একটা দোয়েলও আসে কাছে , প্রাণ ভরে যতো গান গায়।
আমিও গাইতে চাই তোমাদের খুব কোলাহলে
শোনবে না গানকলি , ছুঁয়ে দেখে বেদনার আঁচল
যেভাবে বিরহপ্রথা ,আঁকি ভোরে- পাশে রেখে যমুনার জল।
ছবি - এসতি কোভস
মন্তব্য
কবি, সুন্দর কবিতা।
মাঘ ও
আমি ও
দোয়েল ও
এগুলো কি এবং অর্থে, নাকি আমিও, মাঘও, দোয়েলও অর্থে? জানিনা, জিজ্ঞেস করতে গিয়ে নিজেই ভুল লিখলাম কিনা
শোনবে না গানকলি-- এখানে কি শুনবে বুঝিয়েছেন?
থ্যাংকস , ডিয়ার পোয়েট
ঠিক করেছি ।
শোনবে=শুনবে
ভুলে= ভোলে
এভাবেও ও লেখা হচ্ছে , আজকাল।
ভালো থাকুন ।
ভালো লাগলো কবি।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অশেষ ধন্যবাদ
কবিতা সুন্দর মনোরম লাগলো। কিছু বানান ঠিক করার প্রয়োজন চোখে পড়লো:
ঘুনপুকো: ঘুনপোকা
দোয়েল ও: দোয়েলও
আমি ও: আমিও
ঠিক করেছি।
বিনীত ধন্যবাদ
"ভেতরে কিছুই নেই -মুদ্রা ,মধু ,মেঘ"
মুদ্রা, মধু, মেঘ- ঝংকারটা বেশ লাগল।
মহসীন রেজা
আমিও গাইতে চাই তোমাদের খুব কোলাহলে'
যখন অন্যের সাথে মিলতে ইচ্ছা করে তখন আপনার এই লাইনটি গুণ গুণ করবে মনে।
নতুন মন্তব্য করুন