আবার বর্ষা এলে আমিও দাঁড়াবো এসে প্রবর পৃথিবীর কোণে
দেখে যাবো বিভাজন,একদা ছুটে চলা নক্ষত্রের গতি
কীভাবে লুটিয়ে পড়ে জলের ছায়ায়। আর তুমি ভাসো সেই
জলঝাপটার আলোতে, নিতে নিতে নির্মিতি সৌরভ।
আবার শরত এলে আমি কাশফুলের উড়ন্ত আভায়
রেখে যাবো পরিচিত প্রিয়তির মুখ,
নদীর নির্যাসে এঁকে লালফিতার অষ্টম বেনুনি
কিশোরী ভোরের মুখে ফোটে থাকা শালুকের ঘুম।
আবার বসন্ত এলে এভাবেই পলাশ-শিমুলে ঘেরা
আমাদের প্রতিশ্রুত ঘরে, কিছু কিছু বিশ্বাসী মেঘ
জমা হবে। আর বৃষ্টির বৈধ তালুকে কেটে যাবো
অজস্র সাঁতার। ছুঁবো হালকা হাওয়া , দক্ষিণের দীর্ঘ বিরহ।
ছবি - রে নিকি
মন্তব্য
খুবই ভাল্লাগলো কবি, সত্যিই মনটা ভালো হয়ে গেলো।
...............................
নিসর্গ
অশেষ ধন্যবাদ।
ফোটা / ফুটা
ভুলে / ভোলে ---- দুটোই চলছে এখন।
জীবন ভোলে না কিছু / জ্যোতিপ্রকাশ দত্ত
বইটি সেই সাক্ষ্যই দেয় !
আপনার উদাহরণগুলো ঠিকাছে, কিন্তু ফোটা / ফুটা কোনটাই তো ওখানে (কবিতার লাইনের ঐস্থানে) হবে বলে মনে হচ্ছেনা
বা: সুন্দর৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
থ্যাংকস
ভালো লাগলো
*********************************************
*********************************************
ধন্যবাদ
অসাধারণ কবিতা ইলিয়াস ভাই। এরকম কবিতা পড়লে মনটা আপনিতেই আলোতে ভরে যায়।
বিনীত ধন্যবাদ কবি ।
চমৎকার... কী অসাধারণ !
সত্যি সত্যিই উদাস হলাম !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
থ্যাংকস এ লট
মন ভালো হয়ে গেলো এই কবিতা পড়ে। ধন্যবাদ, কবি!
_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
আপনাকেও অশেষ ধন্যবাদ
আন্তজালে চেনার আগে চিনেছিলাম আটপৌড়ে মলাট মোড়া বইয়ে। সেই থেকে একান্ত অনুরাগী আপনার। সেই অনুরাগ প্রিয়তাকে সাথে নিয়ে শ্রদ্ধায় উচ্চারণ আপনার কাছে।
এই 'ব্লগরব্লগর' নাম্মী লেখাটা কি নতুন ধারণার জন্ম প্রয়াস? যেখানে কবিতা, গল্প, অনুগল্প, রম্য রচনা ঠাঁই পায় অবলীলায়। আপনার কাছে ছোট্ট প্রশ্ন 'ব্লগরব্লগর' কি রোজনামচা নয়? রোজনামচা হতেই পারে কবিতা বা গল্প। আর সেই রোজনামচাকে আমরা তুলে রাখতে চাই কবিতা বা গল্পের নিজস্ব স্থানে।
লেখা পড়ে তা নিয়ে জিজ্ঞেস না করে বরং পূর্ব খুঁজতে অস্তগামী সূর্যের পানে ছুটে চলছি! এমন আশ্চয্য মনে হতে পারে অনেকের। তাই অনুধাবনে নিয়ে আপনার দৃষ্টি আকর্ষণ। 'কবিতা' লিখে কোন বিনয়ের তাড়নায় তা শ্রেণীভূক্ত করলেন 'ব্লগরব্লগর' নামে? হয়তো নতুন এক স্থান হলো কবিতা'র নিজস্ব বাড়ি ছেড়ে আধুনিক ফ্লাট জীবনে। সেই 'ব্লগরব্লগর' ফ্লাটে বাস করবে কবিতা, গল্প, উপন্যাস, অনুগল্পসহ সাহিত্যের আর সব শাখা উপশাখা। অন্য কেউ লিখলে এমন প্রশ্নের অবতারণা হয়তো হতো না। আমার কাছে মনে হয়েছে আপনি আপনার লেখাকে শ্রেণীভূক্ত করেছেন সচেতন ভাবেই, তাই নয় কি?
আর তাই হয়তো একটি কবিতা হারিয়ে যাওয়ার কষ্টে কবির কাছে এমন জিজ্ঞাসা।
মরণ রে তুহু মম শ্যাম সমান.....
আসলে সত্যি কি জানেন , আমি কবিতা শিরোনাম টা সিলেক্ট করতে
ভুলে গিয়েছিলাম।
কবিতাটি লিখেছিলাম তাৎক্ষণিক , বৃহস্পতিবার সকাল বেলা।
যাক , এখন আর কবিতা বলছি না।
থাক না ব্লগরব্লগর হিসেবেই।
জীবনের অনেক শব্দ , অনেক অক্ষর তো সুপ্তই থেকে যায় !
আপনার বিনয় আমাকে ঋণী রাখলো ।
অশেষ প্রীতি নিন ।
বাহ্! চমৎকার।
বেশ কয়েকবার আবৃত্তির সুরে পড়লাম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
নতুন মন্তব্য করুন