বুট বিষয়ক চিঠি : সুরিতাকে

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: মঙ্গল, ১০/১১/২০০৯ - ৭:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

প্রিয় সুরিতা ,
তোমাদের বারান্দায় আমি শুনতে পাচ্ছি আরো কিছু বুটের আওয়াজ। কিছু ঘাতক
হন্য হয়ে চলছে ঠিক সেই পুকুরটির দিকে। যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আমরা
করেছিলাম ছায়া বিনিময়।
আমি শুনতে পাচ্ছি , সেই হুইসেল, যা বাজিয়ে ঘাতকরা ঝাঁপিয়ে পড়েছিল
২৫ মার্চের কালোরাতে। ১৫ আগস্টের ধানমন্ডিতে কিংবা ৩রা নভেম্বর লাল ইটে
ঘেরা জেলখানার প্রাচীরে।
আমি শুনতে পাচ্ছি সেই স্প্রিন্টার বিঁধে যাবার শব্দ। একজন আইভি রহমান।
একটি ২১শে আগস্ট। একজন ঘাতক উজিরের হাত বদল হয়ে যাওয়া বোমার
গন্তব্য।
আমি দেখতে পাচ্ছি , কিছু হায়েনা আবারও দিচ্ছে মহড়া ; মতিঝিলে -মুরাদনগরে,
আগারগাঁও অথবা আন্দরকিল্লায়।

আমি বড় ভয়ে আছি সুরিতা। বড় ভয়ে আছি। একজন কবির আপাতত: ভীত
হওয়া ছাড়া কিছুই করার নেই বলে। একটি পায়রার মুখোমখি দাঁড়িয়ে নিচ্ছি
শংকিত নিঃশ্বাস !


মন্তব্য

অনার্য সঙ্গীত এর ছবি

খুব ভাল্লাগলো...
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ

তুলিরেখা এর ছবি

ভালো লাগলো, কবি।
-----------------------------------------------
কোন্‌ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

ফকির ইলিয়াস এর ছবি

ধন্যবাদ আপনাকে

নুরুজ্জামান মানিক এর ছবি

একজন কবির আপাতত: ভীত
হওয়া ছাড়া কিছুই করার নেই বলে। একটি পায়রার মুখোমখি দাঁড়িয়ে নিচ্ছি
শংকিত নিঃশ্বাস !

চলুক

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ফকির ইলিয়াস এর ছবি

বড় হায়েনা সময় ধেয়ে আসছে !
ভালো থাকুন , সুজনেষু

পান্থ রহমান রেজা এর ছবি

চলুক
..................................................................

আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস

রাহিন হায়দার এর ছবি

দারুণ। বিশেষ করে শেষের তিন লাইন অসাধারণ।

...............................
অন্ধকারে অন্ধ নদী
ছুটে চলে নিরবধি

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ

কনফুসিয়াস এর ছবি

বেশ ভাল লাগলো কবিতাটা। আপনি অনেক যত্ন করে লেখেন বলে মনে হলো।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফকির ইলিয়াস এর ছবি

লিখতে চেয়েছিলাম একটা প্রতিবাদী গদ্য , প্রিয় কনফুসিয়াস ।

তা লিখতে না পেরেই এই লেখাটি লিখতে হলো।
জানি না , কবিতার কোটায় পড়লো কি না ।

বুট ওয়ালারা আবার শিরোনাম।
বড় খারাপ সংবাদ ।

ভালো থাকুন ।

অম্লান অভি এর ছবি

যাপিত সময়কে স্বাক্ষ্য রেখে নিরন্তন লিখতে পারে লেখক। পারে অতীতকে তুলে আনতে বর্তমানের ঘটনার পাশে। পারে আগামীর বার্তা রেখে যেতে সতর্কতার তিক্ষ্ণ সুরে। তাই তা গদ্য না পদ্য তারচেয়ে বড় কথা তা উৎক্ষিপত সুর আমাদের মননের।
ভালো লাগল একজনকে অবলম্বন করে জাতিকে কবি শুনালেন তার প্রতিবাদ ভয়ার্ত সুরে। বেশ কয়েক বার উচ্চারণ করলাম। সেই সাথে নিজস্ব সংগ্রহে কপি করলাম, সাময়িক উচ্চারণের আশায়।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

ফকির ইলিয়াস এর ছবি

বিনীত ধন্যবাদ আপনাকে।

সময়টা বড় খারাপ । খুনীরা বিদেশে থেকে একজন ক্ষমতাসীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী র
কাছে জানতে চেয়েছিল , একটি দলের প্রধান নেত্রী বোমা হামলা থেকে বেঁচে
গেলেন কি করে !!!!!!!!

কোন পথে চলেছে বাংলাদেশ ?

একটি রাষ্ট্রের সর্বোচ্চ বাহিনীর সদস্যরাও কি কোনো গুপ্ত হামলায় অংশ নেবে ?
নিতে পারে ?

এসবের প্রতিবাদ সকলেরই করা দরকার ।

ভালো থাকুন ।

নিবিড় এর ছবি

ভাল লাগল কবিতাটা চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

ফকির ইলিয়াস এর ছবি

থ্যাংকস

নাহার মনিকা এর ছবি

কবিতা ভালো লাগলো।

ফকির ইলিয়াস এর ছবি

অশেষ ধন্যবাদ

সুমিন শাওন এর ছবি

বেশ লাগলো কবিতা,,
সমকালের কাছে একজন কবির জবানবন্দী,,
সুরিতা আর সমকাল এখানে এক ও একাকার,,

সালাম কবি!

'কবি তাঁর স্বপ্নের চেয়েও বড়'

'কবি তাঁর স্বপ্নের চেয়েও বড়'

ফকির ইলিয়াস এর ছবি

শুভেচ্ছা নিন ।
ভালো থাকুন , ভালো লিখুন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।