ওরা আমার চেয়ে জানে বেশী , প্রবাহিত হতে হতে
রেখে যায় পলির প্রতীক আর মানুষের জন্য উর্বর
ভালোবাসা , জীবনের জৈব রসদ। ওরা আমাকেও
শেখায় , কীভাবে বুকের স্রোতে নিরন্তর সুর্যেরা আলো
ফেলে জাগায় চরের সবুজ , কীভাবে মাঝিমন্ত্র শিখে
নায়ের গলুই ছুটে চলে উত্তরের সন্ধানে , একান্ত দক্ষিণ থেকে
নিরক্ষর নদীগুলো
আমার চেয়ে জানে অনেক কিছু বেশী
এবং আগাম বুঝতেও পারে
কখন আসবে ঝড় , তুফানের তৃতীয় বাহুতে
কতোটা আশ্রিত হয়ে ডুবে যাবে কিশোরীর চোখ।
ঋতুমঙ্গল রীতিতে
নদীগুলো বার বার দিয়ে যায় উৎসের উপাত্ত
যুগল নয়ন ছুঁয়ে , অক্ষরের হিমটুকু নিতে।
ছবি - ওলফম্যান এল
মন্তব্য
দারুন লাগলো। এটা বলার জন্যই লগ ইন করলাম।
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অশেষ ধন্যবাদ
ভালো লাগলো।
বিনীত ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নতুন মন্তব্য করুন