ঘোরছত্র

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: রবি, ১৩/১২/২০০৯ - ৯:৫৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কবিরা নামতা পড়ে শূন্য এক কালের ভেতরে। কবিতার
গ্রীবা ছুঁয়ে দেখে মুখ রাতের মরমে। কলতান প্রিয় মাঠে
শস্যও সুধায় কুশল। মানুষের ঘরজুড়ে ছবিগুলো ঝুলে
অনিবার। কার মুখ , কার হস্ত - ছাপের কর্তৃত্ব বাড়ায় !
কে এসে এই ঘরে রেখে যায় সলতের আলো। তাহাকেও
চিনে কবি, আর চিনে দীঘির যৌবন। টলমল জল নিয়ে
কতসুখে কাটায় দুপুর। যেভাবে মানুষও পারে ঢেকে যেতে
বনের আড়ালে। ভোগবাদী দিনগুলো ছেড়ে দিয়ে জলের
গভীরে। কবিতার মর্মঘোর, এভাবেই ভিড়ে চন্দ্রতীরে।

ছবি - এরিকা এন


মন্তব্য

অম্লান অভি এর ছবি

কে এসে এই ঘরে রেখে যায় সলতের আলো। তাহাকেও
চিনে কবি, ..........

কিন্তু কবিকে তার সময়ে বসে চেনে না অনেকে, যারা চেনে তারা কবিসহ পাগল বনে যায়। যেমন জীবনান্দকে তাঁর সময়ে চেনেনি কেউই প্রায়। ভালো লাগল কবি ও কবিতার বর্ণনায় প্রকৃতি ও বাস্তবতাকে ছুঁয়ে দেয়ার পঙক্তিমালা।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

নাগর_শরীফ [অতিথি] এর ছবি

ভালো থাকবেন কবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।