এবারের বই মেলায় আমার একটা গল্পের বই
বের হচ্ছে । এগারোটি গল্প আছে বইটিতে।
অভিবাসী জীবনের বিভিন্নকথা নিয়ে লেখা।
বইটি প্রকাশ করছে - ভাষাচিত্র / ঢাকা
প্রচ্ছদ - তৌহিন হাসান ।
১ | লিখেছেন তিথীডোর (তারিখ: শুক্র, ০৫/০২/২০১০ - ১২:১৩অপরাহ্ন)
অভিনন্দন ও শুভ কামনা!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________ "আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
মন্তব্য
অভিনন্দন ও শুভ কামনা!
--------------------------------------------------
"আমি তো থাকবোই, শুধু মাঝে মাঝে পাতা থাকবে সাদা/
এই ইচ্ছেমৃত্যু আমি জেনেছি তিথির মতো..."
*সমরেন্দ্র সেনগুপ্ত
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অশেষ ধন্যবাদ
প্রচ্ছদের সাথে এ পোস্টে একটা গল্প পেলে মন্দ হতো না।
শুভকামনা।
দেবো , সময় করে।
থ্যাংকস এ লট ।
অভিনন্দন ইলিয়াস ভাই
বইটা কি চলে এসছে?
অশেষ ধন্যবাদ।
আসবে আশা করছি , শীঘ্রই ।
থাকি বিদেশে । আপানারা ঢাকায় থাকেন।
তাই আপনাদের বই আগে আসে !!!!
আমরা হলাম , পরবাসী গরীব মানুষ ।
নতুন মন্তব্য করুন