বিবিধ বসন্তের ছাপ
==============
আবার দেখা না ও হতে পারে। অথবা না ও হতে পারে ফুল কুড়ানো
ফালগুনের সাথে গভীর মিত্রতা। কোনো কোকিল কিংবা কর্তব্যরত
সেবিকার এ্যপ্রোনে না ও লেগে থাকতে পারে বিরহী সুরের লালাচিহ্ন।
একটা গানের উত্থান থেমে যেতে পারে এভাবেই।পূবাল হাওয়ার চোখে
উদাসী চাঁদ দেখে আমাদের দরোজা থেকে ফিরে যেতে পারে এইসব
নবীন বসন্ত। তারপরও একদিন স্রোত ছিল শ্রাবণের ঘ্রাণে, ছিল
জোয়ারের জৈববাহু , সেই রপ্তরাগ ছুঁয়ে আমি কেবলই গেয়ে যাবো
সখী স্মৃতিদের গান। আবার বসন্ত এলে মুছে দেবো তুলোর আগুন
আর নেবো তুলে মেঘ , চৈত্রের পরিযায়ী ভ্রূণ।
ছবি - বেলিন জালাক
মন্তব্য
ভালো লাগল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অশেষ ধন্যবাদ
তারপরও একদিন স্রোত ছিল শ্রাবণের ঘ্রাণে, ছিল
জোয়ারের জৈববাহু , সেই রপ্তরাগ ছুঁয়ে আমি কেবলই গেয়ে যাবো
সখী স্মৃতিদের গান। আবার বসন্ত এলে মুছে দেবো তুলোর আগুন
আর নেবো তুলে মেঘ , চৈত্রের পরিযায়ী ভ্রূণ।
চমৎকার কবি!
খুব ভালো লাগলো।
ভালো লেগেছে।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
কেমন নিরাসক্ত বিষাদমাখা মধুর কবিতা।
ভালো থাকবেন, কবি।
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
অশেষ ধন্যবাদ
নতুন মন্তব্য করুন