রংধনুর মিথুন বক্রতার ভাঁজে লুকিয়ে রাখা কৌমার্যের ফুল
ফুরিয়ে গেলে আপ্লুত ফাগুন কি করে রোদের ডানায় উড়ে যায়
প্রথম বেদনার পলিমাটি চিড়ে জেগে উঠে কোনো কোনোদিন
ইচ্ছাগুলোরও সাধ হয় আধাশুভ্র ললনা সমভিব্যহারে নৌকাবাইচ দেখে।
অথচ পৃথিবী, প্রতিটা মানুষের বুক এক একটা ঘুর্ণিপাক চাষ করে!
সেই পাকে স্নেহের কাগজ, ভালোবাসাবাসির বোকাটে পাতা
আর ঘাসের ছায়ার মত আলতো হৃদয় ছাই হয়ে নাঁচে, অথচ পৃথিবী
সেই মানুষের বুকে ফাগুনের রোদগুলি
এক একটা টালমাটাল সাইক্লোনের চোখ হয়ে খেলা করে।
মন্তব্য
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
বেশ ভালো কবিতা।
৫।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন