সিঙ্গাপুরে আবার সেই বাজে, ভেজা আর অবিরাম বর্ষণ সিক্ত দিনরাত্রি শুরু হয়েছে।
এখানে সারাবছরই ঝরঝরঝর বৃষ্টি। অন্য সময় তবু মানা যায়। দিনের ফাঁকে ফাঁকে চিলতে চিলতে তেরছা রোদ হানা দেয় ঘরের দেয়ালে, বাস স্টপে কিংবা বিকালের মাঠে। হিউমিড রোদ। তবু মানা যায়।
অথচ গত কয়েকদিন কেবল যখন তখন মেজাজ চুপসে দেয়া বৃষ্টি, ভেজা কাপড়ের গন্ধ, মৃত আলোর মত প্রতিটা দিন, গাড়িতে ক্লান্ত ওয়াইপার, ড্যাম্প হয়ে যাওয়া রিসার্চ- আর কিছু নেই। ডিসেম্বর-জানুয়ারি এলে তাই আমার ভেতর বাহির স্যাতসেতে হয়ে থাকে প্রতিবার।
ঝরা পাতার চেয়েও ম্লান ইপত্রিকার পাতায় চোখ রাখলে বোঝা যায়- বাংলাদেশে শীত এসে গেছে। ছবিতে সোয়েটার পড়া সদ্য মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষক, চাদর পড়া রমণী, সাজসজ্জার পাতায় পাতায় জ্যাকেট, পুলওভার পরিহিত মত্.স চোখা তরুণ। দেশে এসেছে প্রিয় শীত।
ফেইসবুকে এমেরিকানাডা প্রবাসী বন্ধুদের প্রথম তুষারকেলি দেখে দেখে আসিয়ান জলফোটাকে ভালোবাসতে চাই। আর চাই নাদেখার বিরহ।
তবু থামেনা এই থুত্থুরে বৃষ্টি।
২.
ছুটির আমেজ ছড়িয়ে ছিটিয়ে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সপ্তাহগুলো ফুরিয়েছে, কমেছে আউটলুকে মেইলের চাপ। বছর শেষের হিসেব, ছুটিতে যাবার বেলায় নতুন বছরের অগ্রিম গ্রিটিংস, এখানে ওখানে ক্রিসমাস ট্রি, পত্রিকায় বড়দিনের মূল্যহ্রাস আর পরিচিতজনদের শীতের পাখির মত দেশের দিকে উড়াল দেবার ব্যস্ততা দেখে দেখে ভাবি-
কোথাও যাওয়া যাক।
মালয়েশিয়া?-- তাহলে তো দেশেই যাওয়া যেত।
সেন্তোসা?--হালি দুয়েকবারের ভ্রমণে বোরিং।
উইকএন্ডে বার্ড পার্ক কিংবা কুসু আইল্যান্ড ?-- ঝুম বৃষ্টি।
বৃষ্টি এবং বৃষ্টি!
ক্লান্তিহীন।
মন্তব্য
লেখাটি ভালো লাগলো।...ছবিটিও খুব মন-মেদুর। ধন্যবাদ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লবদা, আপনাকেও ধন্যবাদ।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
'দূরবাসী মেঘ কেনো দূরে দূরে,আরো দূরে সরে যাও?'
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
পড়ে ভাল্লাগ্লো।
সিঙ্গাপুরে গেছি বারতিনেক। খুব ভালো লেগেছে দেশটিকে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আর বৃষ্টিতে ভিজেন না, এর থেকে দেশে চইল্যা আসেন... কয়দিন থাইকা যান...
..হৃদি ভেসে যায় অলকানন্দার জলে...
দেশে আসতে তো চাইছিলামই।
কিন্তু কাজ আটকে দিলো
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন