ভাষা আন্দোলনের প্রথম কবিতার কবি, 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'- ভাষা আর রক্তখেকো শাসকের বিরুদ্ধে বাঙালীর সেই ইস্পাতদৃঢ়তার প্রথম প্রকাশক, ভাষাসৈনিক, কবি মাহবুব উল আলম চৌধুরী আমাদের কে ছেড়ে গতকাল দুপুরে মৃত্যুকে আলিঙ্গন করেছেন।
কবির মৃত্যুর উপর প্রথম আলোর রিপোর্ট ।
ঘূর্ণিঝড় সিডড়ের আঘাত, প্রত্নসম্পদের সফল পাঁচার ও চুরি, একাত্তরের খুনিদের প্রকাশ্য ঘেউঘেউ - জাতির এই গ্রহনের কালে ২০০৭ আবার কেঁড়ে নিলো আরেকটি রত্ন, আবার আমাদেরকে করলো শোকস্তব্ধ।
.
'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'
(কৃতজ্ঞতা: মুহাম্মদ ইফতেখার হোসেন)
মন্তব্য
কবিরে শ্রদ্ধা......
ধন্যবাদ ফারুক হাসান।
ধন্যবাদ আবৃত্তিটি পোস্ট করার জন্যে। এককালের অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন। এখানে কবিতাটির কিয়দংশ আছে। আমার সংগ্রহের 'প্রসঙ্গ: একুশের প্রথম কবিতা' বইটি দেশে আছে না হলে পুরোটা তুলে দিতাম এখানে। অনেকেই এটি সম্পর্কে জানেনা। অথচ কি বলিষ্ঠ ও সত্য উচ্চারন:
"হে আমার মৃত ভাইরা,
সেইদিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর
স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার
ভেসে আসবে
সেইদিন আমাদের দেশের জনতা
খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে
ঝুলাবেই ঝুলাবে
তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।"
এবং এই ভবিষ্যদ্বাণী করা হয়েছিল ১৯৫২ সালে ভেবে দেখুন।
২২ ফেব্রুয়ারি দুপুরের মধ্যে মুদ্রিত ও বাধাই হয়ে পুস্তিকা আকারে প্রকাশিত হয় কবিতাটি।
ওইদিন লালদিঘীর ময়দানে জনসভায় কবিতাটি পাঠের পর এর লেখক মাহবুব উল আলম চৌধুরী, আবৃত্তিকারক চৌধুরী হারুনর রশীদ, কোহিনূর ইলেকট্রিক প্রেসে মুদ্রণের জন্যে কাগজ সরবরাহকারী কামাল উদ্দিন আহমদ বিএ'র নামে হুলিয়া জারি হয়। হারুনর রশীদকে পরে পুলিশ গ্রেপ্তার করে।
পাকিস্তান সরকার পুস্তিকাটি বাজেয়াপ্ত করার পাশাপাশি কোহিনূর ইলেকট্রিক প্রেস বন্ধ করে দেয়। ২৩ ফেব্রুয়ারি কবিতাটি প্রকাশের জন্য ছাপাখানার ব্যবস্থাপক দবির উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি ছয় মাস কারাদণ্ড ভোগ করেন।
মাহবুব উল আলম চৌধুরী এরপর ৮ বছর পালিয়ে ছিলেন, জেল খেটেছেন। তার সাহস দেখলে মাথা নুয়ে আসে।
আজ এই ঘোর অমানিশায় তাদের মতন মানুষ কোথায়?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আমাদের দেশের সাহসী মানুষেরা ক্রমশ হারিয়ে যাচ্ছেন।
এমন মৃত্যু সংবাদ দিয়ে ২০০৭ এ আর একটি দিনও শুরু করতে চাই না।
হাঁটুপানির জলদস্যু
আমি শোকাচ্ছন্ন...
-
--------------------------------------------------------
জায়গায় খাইয়া, জায়গায় ব্রেক...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
কবির প্রতি শ্রদ্ধা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান…
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
মাথা নুয়ে সম্মান জানাচ্ছি এই সত্যিকারের বীরের প্রতি।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
কিছু বিদায় বড় বেশি কষ্টের, বড় বেশি রক্তক্ষরণের। বিনম্র শ্রদ্ধা জানাই কবিকে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন