কোন কোন এমন দিনে

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: রবি, ১৩/০১/২০০৮ - ২:৫৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোন কোন এমন দিনে
ভেসে যাওয়া তুলোর মতন হালকা হয় কর্তব্যের ভার
নদীর ঢেউ জাগে বুকে।
ঘর নিয়ে স্বপ্ন হাতানোর ক্ষণ আর
হাতে নিয়ে কুয়াশার ফুল
আমাকে বিদায় জানাতে ব্যাকুল
হয়ে চেয়ে থাকে একটা মেঘলা দিন।

এইসব আধ্যাত্বিকতার বিছানো জালে
ভর করে কেন যে গলিত মন
আটকে গিয়ে ফড়িং ডানায়
তারপর চুঁয়ে চুঁয়ে পড়ে-
হাজার বছরের না বলা কথার একআধখানা ভুল।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

প্রতিনির্জনের তীর্থযাত্রা...কোন কোন এমন দিনে
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

দ্বিতীয় প্যারার ভাবনায় শব্দগুলো দারুণ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মৃন্ময় আহমেদ এর ছবি

পড়লাম।

====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

মুজিব মেহদী এর ছবি

হাজার বছরের না বলা কথার একআধখানা ভুল।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।