আমাদের জীবনের কিছু কিছু ক্লেদ নিয়ে মনে
অস্তগামী চাঁদ তবু বসেছিলো তন্দ্রাছোঁয়া বনে।
সাথে আরো একজন ছিল, কবরের বুকে তারো
পড়েছিলো ছায়া- যেন কুঞ্চিত ইলোরার ভ্রু,
ঢের যুগ আগে দূর থেকে যাকে শিউলির ফুলে
বসন্ত চুবানো ভুল গুজেছিনু রাত্রিকালো চুলে।
বহুদিন পরপর চঞ্চল দখিনা হাওয়ার
এলোকেশ দেখে মনে পড়ে- সেই ফুল-কিশোরীর
ফুলের ডালায় পলাশ ফোটাতে কমছে কম
সাত ক্রোশ হেঁয়ালী মাখা পথে হেটে গিয়েছিলাম।
মন্তব্য
দারুন লাগলো পড়ে।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
অসাধারণ
---------------------------------
চোখের পাতায় হাত রেখে ওরা আমাকে স্বপ্ন দেখার যন্ত্রণা দেয়।
ভাল লেগেছে।_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
কনফুসিয়াস, পরিবর্তনশীল এবং জাহিদ হোসেন- সবাইকে ধন্যবাদ!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
অসাধারণ লাগলো।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
চমৎকার!
চমতকার!!!!!!!
চমতকার...............
মন্তব্য কারীঃ কালবেলা
আবারো সবাইকে ধন্যবাদ!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন