কৌলিন্য
কষ্টের নীল খোঁপা
প্রথম প্রেম
আভরণ
চাইছি তোমার বন্ধুতা
বিবিধ লন্ঠন
অপরাজেয়
চাঁদের আলোয় কয়েকজন যুবক
লজ্জাবনত
প্রিয়াংশুর জন্য প্রার্থনা
কৌমার্য
শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব- সফল জীবনে
স্বপ্নলতাগুলি
তিন প্রজন্ম
মিছিল-১ (স্লোগান)
মিছিল-২ (জনতা)
মিছিল-৩ (উত্ সাহী)
মিছিল-৪ (বিসর্জন/ রক্তিম রাজপথ)
মিছিল-৫ (শ্লোগানে কথোপকথন)
ডায়াগনাল
Vanda Miss Joaquim- জাতীয় ফুল (সিঙ্গাপুর)
পরিবার
অভিবাদন
দ্য রোড নট টেকেন
হৃদয়ের স্যাঁটে (শিক কাবাব)
ধমনী
মন্তব্য
ফুলকিশোরীর ডালায় ভরে দেবো বলে শখের বশে তোলা। তাই দেখে বিপ্লব দা বললেন, হবে নাকি। আমি ভাবলাম, সে আর বলতে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
শাবাশ! আমি তো ফেইসবুকেই ছবি দেখে (বিপ্লব) দিয়েছি। এখানেও দিলাম।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
অতি উত্তম !!
নাম করণ ফাটাফাটি!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
যেমন ছবি তেমন নামকরণ! অসামান্য।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
বাহ্। বেশ সুন্দর নামকরণ তো!!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
দারুণ !
- নাম দেখেই তো কাইৎ! ফটুক দেখে একটু সোজা হইছি বটে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমাগো খালেদা ম্যাডাম যেই অর্কিড টা লাগাইছিলো হেইডার ফটুক দিলেননা যে??
নাম করন সুন্দর। তবে পাশাপাশি ইংরেজী নামগুলো জানতে পারলে ভালো হতো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
আমি তো ফ্রন্ট পেজে দেখে কবিতা মনে করেছিলাম। জটিল বস।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
অসাধারণ সব ছবি...soothing!
সবচেয়ে ভাল লেগেছে বিসর্জন/রক্তিম রাজপথ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বছর তিনেক আগে এই স্থানে আমি কিছুক্ষন বইসা ছিলাম... তখন ভালো লাগছিলো...
আজকা এই ছবি আর নামকরণ দেইখা মনে হইলো আমার হালায় চোখই নাই। কিচ্ছু দেখি নাই। আসলেও দেখনের চোখ বড় প্রয়োজন।
দারুণ বস...
______________________________________
পথই আমার পথের আড়াল
ফাটাফাটি ছবি সব...
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;
এই পোস্ট আগে দেখিনি তো! চমৎকার সব ছবি।
...............................
নিসর্গ
আরেহ! গতকালই আমি ঘুরে এলাম এই অর্কিড বাগান থেকে!
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
নতুন মন্তব্য করুন