সিঙ্গাপুর বোটানিক গার্ডেনের অর্কিডগুলি

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: মঙ্গল, ১৮/০৩/২০০৮ - ৮:৫৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

IMG_4642
কৌলিন্য

IMG_4469
কষ্টের নীল খোঁপা

IMG_4521
প্রথম প্রেম

IMG_4645
আভরণ

IMG_4532
চাইছি তোমার বন্ধুতা

IMG_4716
বিবিধ লন্ঠন

IMG_4550
অপরাজেয়

4
চাঁদের আলোয় কয়েকজন যুবক

IMG_4531
লজ্জাবনত

IMG_4536
প্রিয়াংশুর জন্য প্রার্থনা

IMG_4545
কৌমার্য

IMG_4560
শান্তি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব- সফল জীবনে

IMG_4566
স্বপ্নলতাগুলি

IMG_4594
তিন প্রজন্ম

IMG_4613
মিছিল-১ (স্লোগান)

IMG_4627
মিছিল-২ (জনতা)

IMG_4619
মিছিল-৩ (উত্ সাহী)

IMG_4654
মিছিল-৪ (বিসর্জন/ রক্তিম রাজপথ)

IMG_4688
মিছিল-৫ (শ্লোগানে কথোপকথন)

IMG_4598
ডায়াগনাল

IMG_4651
Vanda Miss Joaquim- জাতীয় ফুল (সিঙ্গাপুর)

IMG_4702
পরিবার

IMG_4718
অভিবাদন

IMG_4715
দ্য রোড নট টেকেন

IMG_4783
হৃদয়ের স্যাঁটে (শিক কাবাব)

IMG_4726
ধমনী


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

ফুলকিশোরীর ডালায় ভরে দেবো বলে শখের বশে তোলা। তাই দেখে বিপ্লব দা বললেন, হবে নাকি। আমি ভাবলাম, সে আর বলতে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

বিপ্লব রহমান এর ছবি

শাবাশ! আমি তো ফেইসবুকেই ছবি দেখে (বিপ্লব) দিয়েছি। এখানেও দিলাম। হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

অতি উত্তম !!

কনফুসিয়াস এর ছবি

নাম করণ ফাটাফাটি!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

মুহম্মদ জুবায়ের এর ছবি

যেমন ছবি তেমন নামকরণ! অসামান্য।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

শেখ জলিল এর ছবি

বাহ্। বেশ সুন্দর নামকরণ তো!!

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

দারুণ !

ধুসর গোধূলি এর ছবি

- নাম দেখেই তো কাইৎ! ফটুক দেখে একটু সোজা হইছি বটে। চোখ টিপি
_________________________________
<সযতনে বেখেয়াল>

থার্ড আই এর ছবি

আমাগো খালেদা ম্যাডাম যেই অর্কিড টা লাগাইছিলো হেইডার ফটুক দিলেননা যে??
নাম করন সুন্দর। তবে পাশাপাশি ইংরেজী নামগুলো জানতে পারলে ভালো হতো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ঝরাপাতা এর ছবি

আমি তো ফ্রন্ট পেজে দেখে কবিতা মনে করেছিলাম। জটিল বস।


রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তারেক এর ছবি

অসাধারণ সব ছবি...soothing!
সবচেয়ে ভাল লেগেছে বিসর্জন/রক্তিম রাজপথ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বছর তিনেক আগে এই স্থানে আমি কিছুক্ষন বইসা ছিলাম... তখন ভালো লাগছিলো...
আজকা এই ছবি আর নামকরণ দেইখা মনে হইলো আমার হালায় চোখই নাই। কিচ্ছু দেখি নাই। আসলেও দেখনের চোখ বড় প্রয়োজন।
দারুণ বস...

______________________________________
পথই আমার পথের আড়াল

ফাহিম এর ছবি

ফাটাফাটি ছবি সব... চলুক

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এই পোস্ট আগে দেখিনি তো! চমৎকার সব ছবি।
...............................
নিসর্গ

স্পর্শ এর ছবি

আরেহ! গতকালই আমি ঘুরে এলাম এই অর্কিড বাগান থেকে!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।