সকালের মেঘাচ্ছন্ন মাঠ আর কর্দমাক্ত আকাশ। এরকম কঠিন পরিস্থিতিতে নটআউট থাকা সহজ কথা না। সেট হয়েও কত ব্যাটসম্যান আউট হয়ে যায়! কিন্তু তাকে আউট করা যাচ্ছে না। একেবারে ঘাম ছুটিয়ে ছাড়ছে বলা যায়।
লাঞ্চে গেলেন নটআউট অবস্থায়।
এদিকে ক্যাপ্টেনের চিন্তিত মুখ, কপালের পাশে ঘামের চিকন রেখা। এর ওর কাছ থেকে টিপস নিচ্ছেন কীভাবে এই শক্ত লাইনআপকে লুজ মোশনের মত ঝেড়ে ফেলা যায়। বারবার পজিশন বদলেছেন, বিভিন্নভাবে কয়েকবার চাপ সৃষ্টি করেছেন- কিন্তু যে লাউ সেই কদু। ফাস্ট, স্পিন, মিডিয়াম, স্লো, রাউন্ড দ্য উইকেট, কোনোটাতেই কাজ হচ্ছে না।
একেবারে পরিশ্রান্ত অবস্থা। লাঞ্চে তাই ঠেসে খাওয়া হলো। পেট ভরা থাকলে এনার্জিও থাকবে, চাপতেও পারবেন অনেকক্ষণ, বলা যায় না, আউট হলেও হতে পারে। কিন্তু এই স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে দেখা দেয়ায় টি ব্রেকেও কোনো আউট হলো না।
সারা দিনেও না।
পরদিন সকাল সকাল অলআউট করতে না পারলে খবর আছে। কীভাবে আউট করবেন সেই চিন্তায় ক্যাপ্টেনের রাতে ঘুম হলো না।
হা কপাল, সেদিনও কেউ আউট হলো না।
এমনকি তার পরদিনও না!
ক্যাপ্টেনের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? হে খোদা, কি পাপে এত বড় শাস্তি? এর চেয়ে যে মরণ ভালো! এত কষ্ট, এত কষ্ট! ক্যাপ্টেনের মনে হচ্ছে চিত্ কার করে কেঁদে উঠেন। তিনদিনেও আউট করতে পারলেন না। বিশ্বরেকর্ড হয়ে গেছে মনে হয়। মনে হচ্ছে বুকের নীচে ফেটে যাবে, এত কষ্ট। কোন সাংবাদিককে বলবেন এই বেদনার কথা? আশেপাশে শুভ্র ভাই থাকলে হয়ত তাকে বলা যেত, তিনি বুঝতেন।
তৃতীয় দিন রাতে আর থাকতে না পেরে ফিজিওর রুমে গিয়ে ঢুকড়ে কেঁদে উঠলেন। ফিজিও সে রাতের মত তার পানপর্ব সেরে উঠি উঠি করছিলেন। সব শুনে মুচকি হেসে ক্যাপ্টেনের হাতে ধরিয়ে দিলেন একটা বোতল। আজীবন সংগ্রামী খেলোয়াড় এক দৃষ্টিতে কিছুক্ষণ একবার বোতলের পানে আরেকবার ফিজিওর পানে চেয়ে বেদনার্ত দেবদাসের মত ঢকঢক করে গলায় ঢেলে দিলেন বোতলের সবটুকু তরল।
কেমন যেন মোচড় দিয়ে উঠলো পেটে। হঠাত্ ই বাধভাঙ্গার শব্দ শুনতে পেলেন যেন, বারবার বারবার। পা টলছে। কিন্তু একি, কোথা থেকে যেন রাজ্যের আত্মবিশ্বাস এসে ফুলে ঢোল বানিয়ে দিয়ে গেল তাকে।
এগুতে লাগলেন তিনি, যেন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে বিধ্বংসী বোলার, ছোট্ট একটা লাফে ক্রিজে ল্যান্ড করলেন যেন রিচার্ড হ্যাডলি। ওভার দ্য উইকেট পজিশনে, বুক ভরে একটা নিশ্বাস টেনে নিয়ে, চোখ বুঁজে, মুঠি বন্ধ করে, সর্বশক্তি দিয়ে দিলেন একটা চাপ।
এবং আবার।
তারপর আবার। বয়কটেরও সাধ্য নেই সেই চাপে আঁকড়ে পড়ে থাকার। ধসে গেল সকল প্রতিরোধ। খোদাবক্স চিত্ কার করে উঠলেন, 'এএএএববববং আউট'!
মনে পড়লো, ফিজিওর হাত থেকে নেয়া বোতলের গায়ে লেখা ছিলো, 'জোলাপ,আধাঘন্টায় অলআউট'!
তিনদিন চেপে থাকার দুঃসহ স্মৃতি খালাস করতে করতে ক্যাপ্টেনের মনে হলো, ত্যাগেই প্রকৃত সুখ। প্রশান্তমুখে টয়লেট সেরে বের হলেন তিনি।
মন্তব্য
এটা কী-!!!!
একটি টেস্ট ম্যাচের ধারাবিবরণী।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
বেশ!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হাউজ দ্যাট!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হা হা ......
অসাধারণ, (বিপ্লব)
---------------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
-
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভাইজান চিন্তিত যে? ভাবছেন, ঘরের কথা পরে জানলো ক্যামনে?
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
- হেহ হেহ হেহ-
এই মন্তব্যে জা'ঝা না দিয়ে পারা গেলো না আর।
তবে চিন্তাটা হৈতাছিলো অন্যজাগায়।
আমি কি তবে মদন হইলাম?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কষা গল্প!
হাঁটুপানির জলদস্যু
মজাদার
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি একগামী পুরুষ। একমাত্র নারীদের ভালোবাসি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
সবার মাথায় খালি দুষ্টামী ...
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
সেইরকম টাইট একটা গল্প পড়লাম। হা হা হা হা হা। নিশ্চয়ই আপনার জন্য পরকালে রহিয়াছে জাঝার ব্যবস্থা।
কোন জিনিসরে কই নিয়া গেলেন রে ভাই !
জটিল হইছে !!
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমি অনেক সময় লেখা পড়ে যা না বুঝি-------দ্রুত মন্তব্যে চোখ বুলিয়ে বুঝে ফেলি---------হাঃ হাঃ হাঃ হাঃ ----------------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
রূপক গল্প ভালই লেখেন...
রিজভী
----------------------------------
কেউ যাহা জানে নাই- কোনো এক বাণী-
আমি বহে আনি;
হায় হায়
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::
অফলাইনে একবার পইড়া মন্তব্য দিসিলাম। এখন আবার পড়লাম এবং মন্তব্য করলাম।
আসলেই হাগার কষ্ট বড় কষ্ট।
ইশশ্! আপনে বহুত ঝামেলার ভেতর দিয়ে যাইতেছেন। সেদিন অণুগল্পে বললেন কি জানি করতে গিয়া ভাবীর হাতে ধরা খাইলেন!
আইজ আবার বললেন হাগা হয় না। কি যে দিন পড়ছে আপনার।
কি মাঝি? ডরাইলা?
ফাহা ভাইয়ের জন্য সমবেদনা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
দ্রোহী বলেছেন
তাই নাকি?
গল্পটা আমি লিখলেও অভিজ্ঞতা না থাকায়, বুঝতে পারছিলাম না, কষ্টটা ঠিক মত ফুটিয়ে তোলা গেছে কি না। আপনার মন্তব্যে নিশ্চিন্ত হলাম। হাজার হোক অভিজ্ঞ লোক আপনি!
আর হ্যা, ক্যাপ্টেন কিন্তু আমি না, চিন্তিত ধূগো হইলেও হইতে পারে।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ভাল হইছে।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন