গত পরশু থেকে প্রচন্ড জ্বর। কালকে ১০২ এর নীচে নামছিলোই না। বহুদিন পর ঘোরলাগা রাত্রিদিন পার করলাম। সারারাত মাথায় সেঁটে থাকলো ডিফারেনসিয়াল ইক্যুয়েশন- এপাশ থেকে ওপাশে যাই- এই বুঝি সমীকরণের সমাধান উঁকি দেয় মাথায়- তারপর আরো কতক্ষণ কতক্ষণ ঘোর লাগা মগজে স্থান-কালের সীমানা পেরিয়ে স্মৃতির এগলি ওগলি করে আবার পাশ ফিরি- গ্রামের বাড়ি- চারিদিকে ধোয়া- মৌমাছিগুলো দূরে সরে যাচ্ছে- মধু- আবার ডিফারেনসিয়াল ইক্যুয়েশন- কোনো সল্যুশন নেই- ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়াল- আমপাতা জোড়া জোড়া- দুই বলে পাঁচ রান- রান আউট- ভ্যানের পেছনে পা দুলিয়ে দিয়েছি- বাবা পা সাবধান- ছোটো ভাইয়ের চিতকার- আমি খেলতে যাবো ভাইয়ার সাথে- মাথায় চিকন ব্যথা- প্লেনের শব্দ- শো শো শো- প্লেন ভেঙ্গে পড়ে গেল- লস্ট- দীপঙ্কর মাস্টার- রোল কল- আবার ডিফারেনসিয়াল ইক্যুয়েশন। ঘড়ির কাটা এত ধীর কেন? রাত্রি যেন কাটতেই চায় না।
বহুদিন পর এরকম ঘোর লাগা অসুস্থ হলাম।
মন্তব্য
ঘোর লাগিয়ে দিলেন দেখি আমারেও!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
জ্বর না আসলেই হয় আবার !
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আশা করছি এখন ভাল আছেন। মাঝে মাঝে অসুস্থ হওয়া ভাল। অবশ্য বিদেশ বিভুইয়ে অসুস্থ হবার ঝক্কি অনেক!
কি মাঝি? ডরাইলা?
ডাক্তার কোবরেজ করে আজকে একটু ভালো।
মাঝে মাঝে অসুস্থ হওয়া ভাল।
একদম ঠিক বলেছেন।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ভাই কোন দেশে আছেন, এই বৈদেশী কোবরেজ দাদার মেইল এড টা দেন দেহি, ঘোরে কি লিখলেন পইড়া আমারো মাথা ঘুরে, নমস্কার
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নমস্কার পন্ডিতমশায়! একটু রয়ে সয়ে দাদা। সিঙ্গাপুরে জ্বর বাধানোর ঝক্কি অনেক। হাজারো জেরা। একটু এদিক সেদিক বললেই পাঠিয়ে দেবে নির্জন কুঠুরিতে, নিবিড় পর্যবেক্ষণের জন্য। ঘর পোড়া গরু তো, সিঁদুরে মেঘে ডড়ায়। SARS এর পর থেকে জ্বরের নাম শুনলেই হাজারটা প্রশ্ন।
এখন যদি আপনে মেইল কইরা বলেন যে আপনারো কেমন কেমন লাগতেছে তাহলে কিন্তু বিরাট হ্যাপায় পড়বেন ।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
SARসে !!
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ডরাইলেন নি?
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
দারুণ !!
-----------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
এটা জ্বরের ঘোরে সৃষ্টি
নাকি
সৃষ্টির ঘোরে জ্বর?
এখন ভাল তো?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এটা জ্বরের ঘোরের প্রলাপ বলা যাইতে পারে। হা হা হা।
এখন ভালোর দিকে।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
তীরন্দাজ কইলেন কি ! তালি ! তালি !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ও খোদা, আমারেও একটু এই রকম ঘোর লাগাইয়া দ্যাও.... দু'এক লাইন লিখি...
ফারুক ভাই, ভালো আছেন? আমার জন্য একটু দোয়া কইরেন ভাই.... ভালো লেখার অভাবে এখনো অচল হয়ে আছি।
সৈয়দ আখতারুজ্জামান
দু'হাতে লিখে যান। তারপরও সচল না করলে মডুদের একহাত দেখে নেয়া যাবে....
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
- সারা দুনিয়াডাই তো দেহি এক প্যারার মইধ্যে ঢুকায়া দিলেন।
জয় বাবা জ্বরুনাথ।
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আহা! আগে বছরে কমপক্ষে এ ধরনের ঘোরলাগা জ্বর আসতো। আর আসতো হ্যালুসিনেশন। এখন জ্বর আসে না, অন্য কিছু আসে।
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
সেটাই।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আমার একবার বেদম জ্বর হইল, ডাক্তার ভাবল পেটব্যাথা, ভুল চিকিৎসা করল, মইরা গেলাম
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শিমুল, অমিত আর কনফুসিয়াস- এই তিনজনের হাহাকার শুনতে পাচ্ছি। এরম এখখান অণুগল্প পন্ডিতমশায় ছাড়লেন এদ্দিন পর!!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আরে নারে ভাই একটু জ্বর জ্বর লাগতাসিল, কি লিখসি খেয়াল পাই নাই
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
খাইছে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
এখন কেমন আছেন সেইটা কন!
দ্রুত একদম সুস্থ্ হয়ে ওঠুন
এখন একটু ভালোর দিকে। দিনের পর দিন ঘরে বন্দি থেকে আর ভালো লাগছিলো না, বৌবিহারে একটু হাওয়া খেতে বেড়িয়েছি, এদিকে ফারুক ওয়াসিফ দোআ করে বসে আছেন যাতে আরো কিছুদিন অসুস্থ থাকি (নীচের মন্তব্য দ্রষ্টব্য)।
তাইলে ক্যামনে ভালো থাকি বলেন!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আমার তো মনে হয় অসুস্থ্য থাকারই ফজিলত বেশি। একজনের পোস্ট আরেকজনের অনুগল্প। আল্লাহ আপনাদের অসুস্থ করে রাখুন!
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ওরে মোর আল্লারে! কয় কি!!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
আহারে! কদ্দিন জ্বরে পড়ি না...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- আমারে মনেহয় ধর্তাছে।
উপরের পাটির ঠোঁটের কোণায় কয়েক থোকা জ্বরঠোসা উঁকি দিছে, ঠোঁটের ফিলিংস হইলো, আট ঘন্টা বিমান যাত্রা করার পরে যেমন অনুভূতিহীন হইয়া যায়, অমন। এরকম যাত্রা শেষে আমার ঠোঁট কালো হৈয়া যায়, দেইখা মনেহয় পুইড়া গেছে!
অবস্থা বেশি সুবিধার না!
___________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাব্বাশ গুরু- প্যারাসিটামল, থার্মোমিটার, ফল ফ্রুটস আর বালিশের পাশে শার্লোক হোমস সমগ্র নিয়া রেডী হয়া যান- আপনারে দিয়েই হবে।
সতর্কতা: খবরদার, চোখের আশেপাশে কোথাও কোনো ঘড়ি রাখিবেন না। আইনস্টাইনকে গালি দিয়া বসিতে পারেন- সেটা ঠিক হবে না।
পরামর্শ: মিলা ভাবী কে ঘটনাটা জানিয়ে রাখুন। তাকে পুণ্যবতী সেবিকা হিসেবে বেহেশতে নসীব হবার সুযোগ দিন।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ভাই এইটা কি মৌসুমী জর নাকি? অনেকেরই দেখি জ্বর! গত তিন দিন ধইরা এমনি জ্বর যে উঠে যে বসবো সে জো নেই। ঘন্টা দুয়েক আগে থেকে জ্বর নামলো। জ্বরে লাভের লাভ এইটাই হইলো যে, অনেকদিন পর দু'দিন কাজে যেতে হইনি, যাষ্ট বিছানা, সিনেমা আর খুশবন্ত শিং। এখানে মুশকিল হইলো জিপিরে ফোন দিয়া এপয়েন্টমেন্ট নিতে নিতে আপনার জ্বর যাবে সেরে, সো গত তিন বছর ধরে জিপি'র ছায়াও মারাই না। আশা করি আপনি এখন সুস্থ হয়ে উঠেছেন......
মৌসুমীই মনে হচ্ছে। এখানে চারিদিকে ফ্লু।
আশা করি সুস্থ হয়ে উঠছেন।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সচলের সবার জন্য ফ্রীতে পানি পড়ার অফার রইলো আমার।
-------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আগে বলবেন না যে আপনার কাছে পানিপড়া পাওয়া যায়!
অবশ্য, আপনি তো সবজান্তা, হাহা।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
অনেকদিন এরকম ঠাস বুননের সিনেমাটিক লেখা পড়িনি। হঠাৎ মনে হলো, যেনো সন্দ্বীপন পড়ছি। ...
মাঝে মাঝে জ্বর ছাড়াই এ রকম ঘোর আরো হোক; আমরাও কিছু চমৎকার লেখা পড়ি!
---
গরম জল/চা/কফিতে সামান্য ব্রান্ডি মিশিয়ে খেতে পারেন। এটি জ্বরের জন্য বেশ উপকারী+বলবর্ধক।
---
দ্রুত আরোগ্য কামনা।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
বিপ্লব দা, চায়ের সাথে ব্র্যান্ডি- মন্দ নয়। চালিয়ে দেখা যেতে পারে।
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
কি সুন্দর ঘোর লাগানো লেখা। অসাধারণ টু দি পাওয়ার ইনফিনিটি।
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
মৌসুমি জ্বর মনে হয়।
মানে মৌসুমি আপার সঙ্গে রিলেটেড জ্বর।
সাবধানে থাকেন।
আবার লিখবো হয়তো কোন দিন
সৌরভ, সাবধান করার জন্য ধন্যবাদ। মনে হচ্ছে, এই ব্যাপারে আপনার অভিজ্ঞতার ঝুলি বেশ ভারী!
সেখান থেকে কিছু টিপস দিন না, কীভাবে 'মৌসুমি আপার সঙ্গে রিলেটেড জ্বর' মোকাবিলা করা যায়!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
সুস্থ হয়ে উঠুন।
"জ্বরের প্রলাপ" জম্পেশ হয়েছে।
সুস্থ হয়ে উঠুন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
দাঁড়ান আমি দোয়া কইরা দিই।
আর চিন্তা নাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
আর চিন্তা নাই।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন