দেশ থেকে ফিরে

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ০২/০৭/২০০৮ - ১:৪৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মাটি ফাটা ঠাঠা গরম কোনো এক গ্রীষ্মের আঠালো রোদের দুপুরে বিরান মাঠপ্রান্তর পার হয়ে তারপর কোনো এক শীতল কালো দীঘির জলে ঝাপিয়ে পড়ার মতন গিয়েছিলাম দেশে।
অথচ ছুটির দিনগুলি যেন নিম্নমধ্যবিত্ত যেকোনো কেরাণির বেতনের মতই হাতে পেতে না পেতেই ফুরিয়ে গেল। বেহুলার সুখময় বাসরের আয়ু নিয়ে জন্মানো ছুটির সময়টা যেন রূপকথার পঙ্খীরাজকেও পেছনে ফেলে উড়ে গেল, ফুরিয়ে গেল। একমাস পর আবার তাই বিরক্তিকর ক্লান্তিকর সেই বিপরীত দিকেই ফিরে যাচ্ছি। পেছনে কেবল একটা গা জুড়ানো অনুভূতি- যেন গাঢ় সবুজের কার্পেটে মোড়া ধানি চড়ার বুক চিড়ে শুয়ে থাকা রাস্তার সর্বদখিন কাঠাল ছায়ায় দখিনা হাওয়ার কোলে শুয়ে এক মুহুর্তের জন্য ঘুমিয়ে ছিলাম।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

আসসালামুয়ালাইমুক জনাব।

মাঝে মাঝেই আপনের কথা মনে হয়। শুভাগমন আবার।

---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

ফারুক হাসান এর ছবি

হাসি
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নজমুল আলবাব এর ছবি

বাক্য, উপমা আর দৃশ্যে ঠাসা বুনট।

ভুল সময়ের মর্মাহত বাউল

অতিথি লেখক এর ছবি

চমৎকার ছুটি কাটানোর অনুভুতি।

জিজ্ঞাসু

মুহম্মদ জুবায়ের এর ছবি

...দখিনা হাওয়ার কোলে শুয়ে এক মুহুর্তের জন্য ঘুমিয়ে ছিলাম।

অতঃপর রূঢ় জাগরণ। মন খারাপ

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

ফারুক হাসান এর ছবি

ঠিক তাই!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

মুশফিকা মুমু এর ছবি

যেন গাঢ় সবুজের কার্পেটে মোড়া ধানি চড়ার বুক চিড়ে শুয়ে থাকা রাস্তার সর্বদখিন কাঠাল ছায়ায় দখিনা হাওয়ার কোলে শুয়ে এক মুহুর্তের জন্য ঘুমিয়ে ছিলাম।

খুব সুন্দর বলেছেন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

দ্রোহী এর ছবি

হায় কপাল ! সব পাখি ঘরে ফেরে ! কেবল ফেরা হয় না আমার !


কি মাঝি? ডরাইলা?

ফারুক হাসান এর ছবি

ঘরে আর ফিরলাম কই, ঘর ছাড়লাম আবার!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ধুসর গোধূলি এর ছবি
ফারুক হাসান এর ছবি

হুম। ফেসবুকের বিষন্নবালকের মতই বললেন, এইসব পাখির মত জীবন!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ধুসর গোধূলি এর ছবি

- বিষণ্ণতা একটা ছোঁয়াচে রোগ। এই রোগ ছড়াইতাছে ঐ ব্যাটা বিষণ্ণবালক। দিমুনে ছ্যাঁচা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

মুজিব মেহদী এর ছবি

বাহ! অনুভূতির চমৎকার প্রকাশ।

এর মধ্যেই কি চলে গেলেন আবার?

................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

ফারুক হাসান এর ছবি

জ্বী, চলে এসেছি। দেখা করার ইচ্ছে ছিল, সময় হয়ে উঠেনি একদমই। মন খারাপ
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

আকতার আহমেদ এর ছবি

ফারুক ভাই.. আপনি না বলছিলেন দেশে আসলে দেখা করবেন । এইভাবে এসে চুপচাপ চলে যাওয়াটা কী ঠিক হইলো !

ফারুক হাসান এর ছবি

সত্যি দুঃখিত ভাই। শুধু আপনি না, সচলদের কারো সাথেই দেখা করতে পারি নাই।
নানান ঝামেলা আর ব্যস্ততায় সময় যে কীভাবে শেষ হয়ে গেল বুঝতেই পারি নাই।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।