শরীরে দৈত্যের ছায়া

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শনি, ৩০/০৮/২০০৮ - ১২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ভূমধ্যসাগরের হাওয়ায় ভাসতে ভাসতে
ব্যথা আর বিষাদময় ঘুম কাটিয়ে, ভ্রমণের আগে ও পরে
এবং ফাঁকে ফাঁকে, লাস্যময়ী বালিকার হাতে ধরা যাবতীয় সুখ
আর সম্ভ্রান্ত যৌবন গিলতে গিলতে বুঝলাম
শরীরে দৈত্যের ছায়া,
ঝিঁ ঝিঁ ডাকা মধ্যদুপুরে বনের ধার ঘেষে নৌকোর
গলুইতে বসে থাকা বকের যেমন ছায়া
পড়েছিলো নদীর বুকে,
শিকার ও শিকারীর যেখানে মনস্তত্ত মিশে ঢেউ খেলেছিলো
হৃদয়ে নাব্যতার কমতি ছুঁয়েছিলো সভ্যতার পাপ।

এভাবেই বুঝি একদিন সবার শরীরে
ফ্যাকাসে মেঘের একঘেয়ে কঙ্কালের মতন
পড়ে
দৈত্যের ছায়া
অথবা গুহায় লুকানো হায়েনা শাবক
দেখে সূর্যের মুখ, ততটা সময় কি করে বেঁচে থাকে
ফলবতী ঋতু
যতটা দূরত্বে সুন্দর আর সৌন্দর্য্যের
কিংবা সত্য আর অহমিকায় উদ্ধত সদ্য বিবাহিত কনের চিবুক

হয়ে যায় লীন!


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

ভালো লাগল হাসি
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

হাসান মোরশেদ এর ছবি

আমার আগ্রহ হয় জানতে কবিতার জন্ম মুহুর্ত , মানে ঠিক কোন প্রতিবেশে এইসব কবিতা জন্ম নেয় ।
প্রতিটি কবিতার পেছনে এক একটা গল্প থাকে,নাকি?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

কম্পিউটারের সামনে বসেছিলাম। হঠাত অনেকদিন পর সেই অনুভূতি ফিরে এল। প্রথমবার যেবার একই রকম হয়েছিল, সেবার প্লেনে ফিরছিলাম। চোখের সামনে হাজার হাজার লাল নীল বেলুন, বুদবুদ, দরদর করে ঘেমে যাওয়া শরীর, ব্লাড প্রেসার হাই, মনে হচ্ছিল, বুঝি মরণের কাছাকাছি চলে যাচ্ছি।
মাঝে আরেকদিন হয়েছিল।
আর এই আজ আবার। সেই একই কষ্টের মধ্যে দিয়ে ভ্রমণ। মনে হয় যেন কোনো এক দৈত্য ধীরে ধীরে গ্রাস করছে পুরো দেহ, আর তার ছায়া পড়ছে, ক্রমশই বড় থেকে বড় হচ্ছে।

এই তো।

হাসান মোরশেদ এর ছবি

এই কষ্ট আমাকে জাপটে ধরছেনা, অনেক দিন ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

দেশ এর ছবি

লাস্যময়ী বালিকার হাতে ধরা যাবতীয় সুখ
আর সম্ভ্রান্ত যৌবন গিলতে গিলতে বুঝলাম
শরীরে দৈত্যের ছায়া

(তালিয়া)

তারেক এর ছবি

ভালো লেগেছে ফারুক ভাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

পরিবর্তনশীল এর ছবি

ইদানীং কবিতা পইড়া খুব মজা পাইতাসি। কষ্ট কম। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

ফারুক হাসান এর ছবি

হাহাহা, তা যা বলেছেন।
তবে ব্যতিক্রমও আছেন যারা আবার কবিতাকেই অহেতুক কষ্টকর পাঠ্য বলে মনে করেন। এক সময় আমারও এমন হয়েছে।
যাইহোক, মজা পেয়েছেন জেনে ভালো লাগলো।

সচেতনা এর ছবি

বাহ, খুব সুন্দর লিখেছেন। বিশেষ করে এই লাইনটা, হৃদয়ে নাব্যতার কমতি ছুঁয়েছিলো সভ্যতার পাপ'- অসাধারণ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।