নতুন মন্ত্রিসভা: নতুন মুখের ভিড়

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: মঙ্গল, ০৬/০১/২০০৯ - ৭:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বিডিনিউজ জানাচ্ছে, ক্যাবিনেট মন্ত্রি হতে যাচ্ছেন মতিয়া চৌধুরী,আবুল মাল আব্দুল মুহিত, এ কে খন্দকার, সৈয়দ আশরাফুল ইসলাম, আব্দুল লতিফ সিদ্দিকী, রাজিউদ্দিন রাজু, এডভোকেট সাহারা খাতুন, খন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, আশারাফুল আমিন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নুরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান, জি এম কাদের, রমেশ চন্দ্র সেন, দিলীপ বড়ুয়া, ব্যারিষ্টার শফিক আহমেদ, ডা: দীপু মনি।

প্রতিমন্ত্রি হচ্ছেন এডভোকেট মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন (অব:) তাজুল ইসলাম, তানজিম আহমেদ সোহেল, হাসান মাহমুদ, মুন্নুজান সুফিয়ান, আহাদ আলি সরকার, স্থপতি ইয়াফিস ওসমান, দীপঙ্কর তালুকদার।

প্রাক্তন অনেক হেভিওয়েট বাদ গেছেন, অভিষেক হতে যাচ্ছে সংখ্যাগরিষ্ঠ নতুন মুখের। আমার কাছে মনে হয়েছে, পরিবর্তিত রাজনৈতিক সদিচ্ছার প্রতিফলন এই নামগুলি। অনেকে পেয়েছেন শেখ হাসিনার প্রতি আনুগত্যের পুরষ্কার, অনেকে এসেছেন প্রতিশ্রুতিশীল কিংবা উদীয়মান তারকা হিসেবে।

মন্ত্রিসভার সদস্যদের নাম দেখে আপনার তাত্ ক্ষণিক প্রতিক্রিয়া কি?

মন্ত্রণালয়:
ডাঃ দিপু মনি - পররাষ্ট্র,
সাহারা খাতুন - স্বরাস্ট্র,
সৈয়দ আশরাফুল- LGRD,
মতিয়া চৌধুরী- কৃ্ষি,
আবুল মাল আব্দুল মুহিত - অর্থ ,
এ কে খন্দকার - পরিকলপনা,
আব্দুল লতিফ সিদ্দিকী - বস্ত্র ও পাট,
রাজিউদ্দিন রাজু- ডাক,
খন্দকার মোশাররফ হোসেন - শ্রম ও প্রবাসী,
রেজাউল করিম হীরা - ভুমি,
আবুল কালাম আজাদ - তথ্য,
আ ফ ম রুহুল হক - স্বাস্থ্য,
আফসারুল আমিন- নৌ পরিবহণ,
আব্দুর রাজ্জাক - খাদ্য,
এনামুল হক মোস্তফা শহীদ -সমাজ কল্যান,
নুরুল ইসলাম নাহিদ -শিক্ষা,
আব্দুল লতিফ বিশ্বাস - মত্.স্য,
সৈয়দ আবুল হোসেন - যোগাযোগ,
ফারুক খান - বাণিজ্য,
জি এম কাদের - বিমান ও পর্যটন,
রমেশ চন্দ্র সেন- পানি সম্পদ,
দিলীপ বড়ুয়া -শিল্প


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

কমরেড দিলীপ বড়ুয়া পূর্নমন্ত্রী, আওয়ামীলীগ সরকারের । চমক বোধ হয় এরেই বলে হাসি
নূরুল ইসলাম নাহিদ ও আবুল মাল আব্দুল মুহিত- এই দুজনের ব্যক্তিগত সততায় পূর্ন আস্থা ।
( আব্দুর রাজ্জাক কিন্তু হেভীওয়েট আব্দুর রাজ্জাক নয় । ইনি ডঃ আব্দুর রাজ্জাক)
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

৯১ সালে বড়ভাইদের পেছনে পেছনে ঘুরে 'দীলিপ বড়ুয়ার কাস্তে' প্রতীকের পোস্টার লাগানো বালক এই সংবাদে একটু খুশি। চোখ টিপি
কী করে না করে সেটা দেখার অপেক্ষায়...

মুস্তাফিজ এর ছবি

কঠিন। ভালো লোকের সংখ্যা বেশী।

...........................
Every Picture Tells a Story

লীন এর ছবি

"বদলে যাও, বদলে দাও" এর বাস্তবায়ন! হচ্ছে

______________________________________
লীন

সাধু এর ছবি

সত্ লোকের শাসন চাই- শ্লোগানটা হয়তো সার্থক হতে চলেছে ।
মানুষ আশাবাদী । তবে সবকিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপর ।
ধন্যবাদ ফারুখ হাছান লেখার জন্য ।।

ফাহিম এর ছবি

প্রথম দৃষ্টিতে ভালোই মনে হচ্ছে নতুন মন্ত্রি-পরিষদ। মতিয়া চৌধুরী মনে হচ্ছে আবার কৃষি পাবেন, ভালোই হবে। তবে এই পরিষদ নাকি কলেবরে বাড়বে?

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

ফারুক হাসান এর ছবি

মতিয়া চৌধুরী মনে হচ্ছে আবার কৃষি পাবেন, ভালোই হবে।
'মানুষ সার খুঁজবে না, সারে মানুষ খুঁজবে'- তিনি নিজেও বোধহয় এই হিন্ট দিয়েছিলেন। হাসি

সবজান্তা এর ছবি

খুশি। কাকে কোন মন্ত্রনালয় দেওয়া হয়েছে, তা কি জানা গিয়েছে ?

ব্যক্তিগতভাবে আনন্দিত হতাম মতিয়া চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রনালয় দেওয়া হলে।

গুজন শুনেছিলাম আমার এলাকার এমপি ফজলে নূর তাপস মন্ত্রী হচ্ছেন। নাম না দেখে বিস্মিত হলাম !


অলমিতি বিস্তারেণ

ফাহিম এর ছবি

ঠিক, মতিয়া চৌধুরীকে স্বরাষ্ট্র দিলেও হয়। মহিলা শক্ত প্রকৃতির আছেন, সামাল দিতে পারবেন।

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

বকলম [অতিথি] এর ছবি

যিনি সৎ এবং সমর্থ, তাঁকে যা-ই দেন তিনি তাতেই ভালো করবেন। ৩/৪ টা মতিয়া চৌধুরী থাকলে ভালো হোত। আশা করতে দোষ নেই - নতুনদের থেকে কিছু মতিয়া বের হয়ে আসুক।

অতিথি লেখক এর ছবি

পরিচ্ছন্ন নেতৃত্বের পাশাপাশি আত্মীয় স্বজনকে ক্ষমতায় না আনাই ভাল।

হিমু এর ছবি

মোটমাট ৩১ জন। এত জন কি আদৌ লাগে?

আচ্ছা, এককাক্ষিক সংসদ আছে এমন অন্যান্য দেশে মন্ত্রীপরিষদের আকার কেমন? এ নিয়ে কি কেউ একটা গবেষণা চালাতে পারেন?

জি এম কাদের এরশাদের ভাই হলেও আমি তাঁকে পছন্দ করি। তিনি সুবক্তা, এবং যতদূর শুনেছি একজন সৎ মানুষ।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

গুড পার্লামেন্টারিয়ান ইনি ।

অনিশ্চিত এর ছবি

গোবরে পদ্মফুল বলে যে কথাটা আছে জি এম কাদেরের ক্ষেত্রে সেটা পুরোপুরিই সত্যি।
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

আপন [অতিথি] এর ছবি

আমাদের জনসংখ্যা অনুপাতে মনে হয়, সংখাটা ঠিকই আছে, যেহেতু আমাদের একটাই কেন্দ্রীয় সরকার। প্রাদেশিক শাসন কাঠামো থাকলে হয়ত কম হলেও চলতো। আরো কিছু বাড়লেও মনে হয়, অসুবিধা নেই।

আরিফ জেবতিক এর ছবি

মতিয়া চৌধুরী,
আবুল মাল আব্দুল মুহিত,
সৈয়দ আশরাফুল ইসলাম,
নুরুল ইসলাম নাহিদ,
ডা: দীপু মনি

×××××××× এদের সততায় ও যোগ্যতায় আস্থা রাখি ।

এ কে খন্দকার,
এডভোকেট সাহারা খাতুন,
জি এম কাদের,
দিলীপ বড়ুয়া,

××××××× গুড চয়েস এরাও । দেখা যাক কতোটুকু কাজ দেখাতে পারেন । সাহারা খাতুন আর দিলীপ বড়ুয়া ব্যক্তিজীবনে সৎ থাকলেও এফিসিয়েন্সী কতোটুকু সেটা সময়ে দেখা যাবে ।

খন্দকার মোশাররফ হোসেন,

×××××××××× উনি হয়তো যোগ্য লোকই ( আমি জানি না ) তবে বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধু উত্তরসূরী পরিবারের একমাত্র বাংলাদেশী বেয়াইকে মন্ত্রীসভায় না নেয়াটাই ভালো দেখাতো ।

রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, আশারাফুল আমিন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান, রমেশ চন্দ্র সেন, ব্যারিষ্টার শফিক আহমেদ, আব্দুল লতিফ সিদ্দিকী, রাজিউদ্দিন রাজু ।

××××××× লেটস সি ।

জিজ্ঞাসু এর ছবি

খন্দকার মোশাররফ হোসেন,

উনি হয়তো যোগ্য লোকই ( আমি জানি না ) তবে বৃহত্তর স্বার্থে বঙ্গবন্ধু উত্তরসূরী পরিবারের একমাত্র বাংলাদেশী বেয়াইকে মন্ত্রীসভায় না নেয়াটাই ভালো দেখাতো।

একমত

___________________
সহজ কথা যায়না বলা সহজে

রেজওয়ান এর ছবি

বেয়াই সম্পর্কে নিন্মের তথ্য পেয়েছি এখানে:
http://www.e-bangladesh.org/2009/01/06/live-discussion-on-the-reactions-to-the-new-cabinet/

Khondker Mosharaf Hossain, did his masters in civil engineering from Stratclyde University in Glasgow. He was the Chief Engineer for LGD (now LGRD) right after the war. He worked for the ILO (International Labor Organization) from 1980 to 1993. Yes, he is Sheikh Hasina’s daughters father-in-law, but do you think Sheikh Hasina would get her daughter married to just any family…I promise you he is one of the most experienced, honest and forward looking men of this era. Watch him carefully, the Labor Ministry will be one of the most successful one’s, because his development projects across Africa have been highly successful, and he is used as an example in the ILO, his experience cannot be matched, because he was a hands on worker, not just one who sat in the office and dictated letters.

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

হযবরল এর ছবি

শুকরিয়া।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ন্যায় পঁয়ষট্টি সদস্যের মন্ত্রী পরিষদ করেনি বলে, আবার শুকরিয়া। উটমন্ত্রী, পটমন্ত্রী এবং বটমন্ত্রী নামক কিছু আশা করি এবার আর থাকবেনা।

বেয়াই সাহেব বাদে শেখ হাসিনার প্রতিটা পদক্ষেপই বেশ সাবধানী মনে হচ্ছে। শুভকামনা। এইবার হবে।

হিমু এর ছবি

নবীন মন্ত্রীপ্রতিমন্ত্রীদের প্রতি অনুরোধ, তাঁরা যেন বাস্তবিক ইতিবাচক পরিবর্তনের পথ দেখান। তাঁদের পূর্বসূরী "হেভিওয়েট"দের নবীন সংস্করণ যেন না হন, কিংবা এমন কীর্তি যেন না রাখেন যাতে লোকে সেই "হেভিওয়েট"দের তুলনামূলকভাবে ভালো বলে।


হাঁটুপানির জলদস্যু

ফারুক হাসান এর ছবি

সহমত। নতুনদের সমস্যা হচ্ছে তাদের প্রশাসনিক অভিজ্ঞতার অভাব। সেটা পূরণ/সম্পূরণ করতে পূর্বসূরীদের পথ অবলম্বন না করলেই হয়!

আপন [অতিথি] এর ছবি

নুরুল ইসলাম নাহিদকে 'শিক্ষা' দেয়া হউক।

ফারুক হাসান এর ছবি

দেঁতো হাসি
আসাদুজ্জামান নূরকে 'তথ্য'টা দিলেও দিতে পারতো!

নিঝুম এর ছবি

ডুবাইত ...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তানভীর এর ছবি

বুয়েট আরকিটেকচার থেকে পাশ করা একজন আছে দেখছি- ই্য়াফেস ওসমান। এক বনধু লিগের নেতা ছিল বিধায় ওসমান সাহেবের সাথে কয়েকবার দেখা হয়েছে। হাসিনা মনে হয় একানত loyal-দের মাঝখান থেকে মন্ত্রিসভা বাছাই করেছেন। ঘাড়তেড়াদের জায়গা হয় নি।

(bangla font ছাড়া টাইপ করা দেখি মেলা ঝামেলা মন খারাপ )

শান্ত [অতিথি] এর ছবি

গুড চয়েস।

রণদীপম বসু এর ছবি

সৎ, প্রতিশ্রুতিশীল ও বাছাই করা নতুন মুখদের কাছ থেকে আমরা হয়তো ভালো কিছু আশা করতেই পারি।
দিন বদলের সনদে সবাই স্বাক্ষর রাখুক মনে প্রাণে তাই কামনা করি....

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

হযবরল এর ছবি

একটা বিষয় লক্ষ্য করবার মত। প্রধানমন্ত্রী বাদে মন্ত্রীসভার ১২.৫% মন্ত্রী মহিলা। মুন্নুজান সুফিয়ান এবং দীপু মনি একেবারেই নতুন মুখ আমজনতার কাছে। প্রধানমন্ত্রী এনার্জি-পাওয়ার এবং হাউজিং এর মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিজের কাছে রাখার সাথে সাথে ধর্ম এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় নিজের কাছে রেখেছেন মন্ত্রীসভার সাইজ ছোট রাখবার জন্য। বিচক্ষণ বলতে হয় আপা'কে।

দ্রোহী এর ছবি

প্রস্তাবিত মন্ত্রীসভার অনেককেই চিনি না। আশা করছি তাদের কাছ থেকে ভালো কিছুই পাবো।

একজন [অতিথি] এর ছবি

শেখ হাসিনার মানুষ পছন্দ খুব খারাপ হয় নি, তবে মন্ত্রনালয় বন্টন কিছু বুঝে পেলাম না। ডাঃ দিপু মনি পররাষ্ট্র, সাহারা খাতুন স্বরাস্ট্র, সৈয়দ আশরাফুল- LGRD,
বাকীরা পেলেন -
মতিয়া চৌধুরী- কৃ্ষি,আবুল মাল আব্দুল মুহিতআ - অর্থ , এ কে খন্দকার - পরিকলপনা, , আব্দুল লতিফ সিদ্দিকী - বস্ত্র ও পাট, রাজিউদ্দিন রাজু- ডাক, , খন্দকার মোশাররফ হোসেন - শ্রম ও প্রবাসী, রেজাউল করিম হীরা - ভুমি, আবুল কালাম আজাদ - তথ্য, আ ফ ম রুহুল হক - স্বাস্থ্য, আফসারুল আমিন- নৌ পরিবহণ, আব্দুর রাজ্জাক - খাদ্য, এনামুল হক মোস্তফা শহীদ -সমাজ কল্যান, নুরুল ইসলাম নাহিদ -শিক্ষা, আব্দুল লতিফ বিশ্বাস - মৎ্স্য, সৈয়দ আবুল হোসেন - যোগাযোগ, ফারুক খান - বাণিজ্য, জি এম কাদের - বিমান ও পর্যটন, রমেশ চন্দ্র সেন- পানি সম্পদ, দিলীপ বড়ুয়া -শিল্প,

ফারুক হাসান এর ছবি

অনেক ধন্যবাদ অতিথি একজন'কে। সবার সুবিধার্থে আপনার দেয়া মন্ত্রণালয় বন্টন লিস্ট টি পোষ্টে যোগ করলাম।
***
আসল চমক বোধহয় মন্ত্রণালয় বন্টনেই দেখা গেল। পররাষ্ট্র কিংবা স্বরাষ্ট্রের মত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নতুন মুখের মনোনয়ন চমকানোর মত হলেও অস্বাভাবিক নয়। যেহেতু মতিয়া চৌধুরী 'কৃষি' (এটিও গুরুত্বপূর্ণ) পেলেন, সুতরাং শেখ হাসিনা ছাড়া আর যিনিই লিস্ট থেকে আসুন না কেন, ব্যাপারটা একই দাড়াতো।

অতীতের মত আল্লার মাল আল্লায় না নিলেই হবে।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

আমার ও মনে প্রশ্ন দীপু মনিকে পররাষ্ট্র মন্ত্রনালয়ে কেন দেযা হল?
নতুন মুখ ভাল লাগছে। এবার এদের মাথা ঠিক থাকলেই হয়।
আবার নতুনদের অনভিজ্ঞতার সুযোগে সরকারী সিদ্ধান্তগুলো আমলা নির্ভর হয়ে পড়ে কিনা এটাও ভাববার বিষয়। আজকে একটা টক শো তে এরকম আশংকার কথা বলা হচ্ছিল। তবে কয়েকজন উপদেষ্টা আছেন। তারা হয়ত এসব ক্ষেত্রে ভূমিকা রাখবেন।
যাই হোক দিন বদলের শুরুতে সব আশংকা মিথ্যা প্রমানিত হোক এটাই চাই।

ইশতিয়াক রউফ এর ছবি

প্রধানমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিমন্ত্রী

সব নারী সাংসদ। গর্বের ব্যাপারই বলা যায়। শুধু অর্থ মন্ত্রনালয় বাইরে, যদিও কৃষির উপর সব নির্ভর করছে।

ডঃ দীপু মণি কে নিয়ে অনেক কথা শুনেছি। আমাদের এলাকা থেকে নির্বাচিত। তবে প্রথম বার নির্বাচিত কাউকে পররাষ্ট্র দেওয়া ঠিক কিনা ভাবছি। অন্যদিকে, এঁদের না দিলেই পুরনোগুলোর মধ্যে মারামারি লেগে যেত।

রেজওয়ান এর ছবি

http://dipumoni.com/

Dipu Moni

MBBS (DMC), MPH (Johns Hopkins), LLB (NU), LLM (London)

Dr. Dipu Moni is Secretary for Women’s Affairs of the Bangladesh Awami League, historically Bangladesh’s largest political party and a Member of the Foreign Affairs Sub-Committee of the Party.

Educated at the Johns Hopkins University School of Public Health (MPH), Dhaka Medical College, the country’s premier Medical School (MBBS), and at the University of London (LLM), Dipu Moni has undertaken specialised courses at Johns Hopkins and a course at Harvard on Negotiations and Conflict Resolution.

Dr. Dipu Moni is the daughter of the late M. A. Wadud, a close associate of Bangabandhu and H. S. Suhrawardy, and a founding member of the Awami League, known especially for his role in the Language Movement and for his opposition to successive military governments spanning four decades.

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হ্যাটস্ অফ টু দিপুমনি।

ধুসর গোধূলি এর ছবি

- ডা. দীপু মনি'র শিক্ষাগত রেকর্ড নিঃসন্দেহে স্টাউট। একটা পার্টির বিদেশী রাস্ট্র বিষয়ক সাব-কমিটির সদস্য হিসেবে হয়তো কিছুটা অভিজ্ঞতা থেকে থাকবে তাঁর। কিন্তু সেটা একটি রাস্ট্রের ক্ষেত্রে কতোটা কার্যকর হয় সেটা বোধহয় এখনই বলা যাচ্ছে না!

কিছুদিন পরপর মন্ত্রণালয় পরিবর্তনের সংস্কৃতি যেনো চালু না হয় সরকারের। তাহলে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর একটা প্রতিযোগিতা শুরু হয়ে যাবে।

যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। আশাকরি, এই বচনকে এই মন্ত্রিসভা ভুল প্রমাণিত করবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হাসান মোরশেদ এর ছবি

চমৎকার । পররাষ্ট্রমন্ত্রী হওয়ার আগেই তার নিজস্ব ওয়েবসাইট । ডিজিটাল হবার আসলেই আর দেরী নাই হাসি

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

কথা হচ্ছে, বঞ্চিত হেভিওয়েটরা এটাকে কীভাবে নেবে!

অতিথি লেখক এর ছবি

হেভিওয়েট রা ওজনের ভারে ডুবে গেছে।

অর্থ, কৃষি, আইন, শিক্ষা মন্ত্রনালয়ে সঠিক লোক দায়িত্ব পেয়েছেন। কিছু রিশাফল হবে, অল্প কিছু যোগ হবে।

বকলম [অতিথি] এর ছবি

ভারে কাটা লোক দিয়ে চলবে না, চাই ধারে কাটা লোক।

বিপ্রতীপ এর ছবি

সবচেয়ে বড় চমক সম্ভবত কমরেড দিলীপ বড়ুয়া। পররাষ্ট্র ও স্বরাষ্ট্রের মতো দুটি মন্ত্রণালয় শক্তিশালী মন্ত্রণালয়ের জন্য নারী সাংসদ নির্বাচন করাটাও ইতিবাচক মনে করছি...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...

রেজওয়ান এর ছবি

* Sheikh Hasina - Defence, Parliamentary, Religion, Women Affairs, Energy, Housing, Works
* Motia Chowdhury - Agriculture
* Syed Ashraful Islam - LGRD
* AMA Muhit - Finance
* AK Khandker -Planning
* Nurul Islam Nahid - Education
* Abul Kalam Azad - Information
* Dr. Abdur Razzak - Food and Relief
* Khandaker Mosharraf Hossain (father in law of Hasina’s daughter Saima Wajed) - labour and employment and expatriate welfare
* Dilip Barua - Industries (technocrat quota)
* GM Quader - Civil Aviation and Tourism
* Barrister Shafiq Ahmed - Law (technocrat quota)
* Raziuddin Ahmed Razu - Telecommunications
* Dr. AFM Ruhul Haq - health
* Col Faruq Khan - Commerce
* Abdul Latif Siddiqui - Jute and Textiles
* Ramesh Chandra Sen - Water Resources
* Enamul Huq Mustafa Shahid - Social Welfare
* Rezaul Karim Hira - Land
* Afsarul Amin - Shipping
* Abdul Latif Biswas - Fisheries and Livestock
* Syed Abul Hossain - Communication
* Dr. Dipu Moni - Foreign
* Advocate Sahara Khatun - Home

State Ministers:
* Mostafizur Rahman - Environment
* ABM Tajul Islam - Liberation War Affairs
* Tanjim Ahmed Sohel Taj -Home
* Dr Hasan Mahmood - Foreign
* Begum Munnujan Sufian - Labor
* Dipankar Talukder - CHT
* Ahad Ali Sarkar - Sports
* Yafes Osman -Science

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

ফরিদ এর ছবি

আমাগো জাতির মা-বাপ যারা নির্বাচিত হয়েছেন, তাগোর সবার নামে এক একটা উইকি খুইলা ফেলা যায়না? তাইলে আগামী পাঁচসাল দেশ ও জাতিকে তারা কি উপহার দেবেন তার রেগুলার ফিরিস্তি থাকত হগগলের সামনে।

হিমু এর ছবি

এটা একটা খুবই চমৎকার প্রস্তাব চলুক

পাশাপাশি বিগত সরকারের মন্ত্রিসভার সদস্য এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নামেও উইকি খোলার ব্যাপারটি উদ্যোগী উইকিপিডিয়ানদের বিবেচনা করতে অনুরোধ করবো।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

মন্ত্রীর সমান মর্যাদা দিয়ে চারজন উপদেষ্টাও নিয়োগ করা হচ্ছে।


হাঁটুপানির জলদস্যু

ফারুক হাসান এর ছবি

উপদেষ্টাদের স্পেসিফিক কাজ কি?

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

নি:সন্দেহে মন্ত্রীসভা শেখ হাসিনার পছন্দের ও বিশ্বাসের ব্যক্তিদের নিয়েই গঠিত হয়েছে।
তবে বাদ গেছেন যারা বিতর্কিত ও যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে।
সংস্কারপন্থীরা নিজেই সংস্কারিত হয়ে গেছেন। সেটা হয়তো আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিষয়। তাছাড়া নেতা অবশ্যই বিশ্বস্ত সহযোদ্ধা চাইবেন - যুদ্ধটা বিশেষ করে যখন খুব কঠিন।

সাহারা খাতুনকে কাছ থেকে দেখেছি। খুবই কর্মঠ। কিন্তু কতটা ট্যাকটিকাল হতে পারবেন তা নিয়ে সন্দেহ আছে। স্বরাষ্ট্রের মত মন্ত্রণালয় যেখানে পান থেকে চুন খসলে সমস্যা দেখা দেয় সেখানে তিনি সব সামাল দিতে পারবেন বলে মনে হয় না। জটিল ও কঠিন পরিস্থিতিতে তিনি যথেষ্ট কৌশলী হতে পারলে সাফল্য পাবেন। সততা ও দৃঢ়চেতা ভাব আছে - এটাকে পুজিঁ করে আর পরিশ্রমের গুণে পার পেতে পারবেন যদি পাশে সঠিক সরকারী কর্মকর্তাদের বাছাই করে আনতে পারেন।

ডা: দীপুমনির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে একটু ভারীই মনে হয়। পেশায় ডাক্তার ছিলেন। জনস্বাস্থ্যে মাস্টার্স করেছেন। পরে আইনশাস্ত্রেও মাস্টার্স হয়েছেন। রাজনীতির অভিজ্ঞতাও আছে। সফল হওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। মিটিংয়ের আগে বা ফাইলে ডিসিশন দেয়ার আগে অনেক হোমওয়ার্ক করতে হবে। নতুন দিকনির্দেশনা দেয়া বা নতুন কৌশলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চালানোর মত প্রস্তুতি তার নাই বলেই অনুমান করি।

তবে শেখ হাসিনা যে সাহসের পরিচয় দিয়েছেন তা অনেক তরুণ নেতার পক্ষেও করা সম্ভব হতো না।
সবকিছুর পরে আমি মনে করি যে নতুন যারা মন্ত্রী হয়েছেন তাদের জন্য মন্ত্রণালয় চালানো সম্পর্কে কিছু পরামর্শ-উপদেশনার আয়োজন করা উচিত। যাতে চাপের মুখে তারা বেহাল হয়ে না পড়েন।

নতুন মন্ত্রিসভার জন্য শুভকামনা।
শুভ হোক গণতন্ত্রের পুনর্যাত্রা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তবে শেখ হাসিনা যে সাহসের পরিচয় দিয়েছেন তা অনেক তরুণ নেতার পক্ষেও করা সম্ভব হতো না।

আমিও তাই ভাবছিলাম। দেখা যাক পরিবর্তন আসে না কি এইবার।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

শংখচীল এর ছবি

দিপু মনি পররাষট্র মন্ত্রি। ব্যাপারটা অনেক লবন-মরিচ দিয়েও খেতে কষ্ট হোচ্ছে।
ভীষণ খেলো একটা ডিসিশন। আমার যারা উনার এম,বি, বি, এস পাস করার দীর্ঘ পেরেসানির কথা জানি, তাদের কাছে উনি খুব মেধাবি নন।
তবে, উনি পারিবারিকভাবে "পলিটিক্স" এবং কুনুই দিয়ে "জায়গা করে নেয়ার তরিকাটা ভালো বুঝেন।
মহিলা মন্ত্রানলয়ের দায়িতব দিলে, উনার প্রতি সুবিচার করা হোত।

হিমু এর ছবি

দীর্ঘ পেরেশানি নিয়ে বিশদ বলেন। আপনারা কারা সেটাও বুঝতে সুবিধা হবে।


হাঁটুপানির জলদস্যু

রানা মেহের এর ছবি

নতুনদের প্রতি শুভকামনা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নিঝুম এর ছবি

বুড়ো দাঁড়কাক দের ষড়যন্ত্র শুরু হলে অবাক হব না । তবে নেত্রীকে মানসিক ভাবে খুব স্ট্রং থাকতে হবে । কেন জানি বিপদ আসন্ন মনে হচ্ছে ।

তারপরেও... শুভ কামনা রইল ।

--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

স্নিগ্ধা এর ছবি

কিছুদিন আগেই নারী বিষয়ক বিল খতিবকে দিয়ে রিভিউ করানো হয়েছে, আর এখন দুই নারী স্বরাষ্ট্র আর পররাষ্ট্র মন্ত্রনালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটো দায়িত্ব পেয়েছে ! হুরররেএ এ এ এ হাসি

বজলুর রহমান এর ছবি

বশংবদ মন্ত্রীসভা। এবার শুরু হবে নির্বিঘ্নে স্বৈরাচার ও লুটপাট।

একজনও সমাজতন্ত্রী নেই, সবাই সেই দেশের দালাল। বিশেষত দিপু, তাই পররাষ্ট্র।

রেহানা আবার কে? আওয়ামী লীগের সদস্যও নয় বোধ হয়। অথচ ভাবখানা উপপ্রধানমন্ত্রী জাতীয় কিছু। বেয়াই তো গেলবার কানাডার রাষ্ট্রদূত হতে গিয়ে মিডিয়ার কাছে নাকানিচোবানী খেয়ে পালালেন।

পরিবারতন্ত্র। Absolute power corrupts absolutely.

মজার মজার খবর পাবেন।
অপেক্ষা করুন।

ফারুক হাসান এর ছবি

আপনার সমীকরণ মতই যদি পররাষ্ট্র দেয়া হয়, তবে তো দিপুর তা পাওয়ারই কথা নয়।

আরিফ জেবতিক এর ছবি

দীপুমনির কাছে পররাষ্ট্র মন্ত্রনালয় দেয়াটা একটু বেশি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত । বিশেষ করে বর্তমান গ্লোবাল গ্যাঞ্জামের সময় যখন বাংলাদেশের ভৌগলিক অবস্থান অনেকেরই হিসেবের খাতায় আছে ।

আর সাহারা খাতুন স্বরাষ্ট্র চালানোর মতো ক্ষমতা রাখেন না , এখানে মতিয়াকে পেলে আমি সবচাইতে খুশী হতাম , নাহিদও যোগ্য ছিলেন । সৎ মানুষ আর দক্ষ মানুষ , এটি দুই ভিন্ন ক্রাইটেরিয়া । সাহারা খাতুন সৎ কিন্তু এর মানে এই নয় যে উনি গুড ম্যানেজার । ( তাছাড়া তিনি অসৎ হওয়ার কোন সুযোগও অতীতে পাননি বটে !)

তরুণ মানেই ভালো , এটাও বোধহয় ঠিক নয় । জাতি এক তরুনের নেতৃত্বে আস্থা রেখে গতবার যে বাম্বু খেয়েছিল সেটা কিন্তু পুরা খাম্বা ছিল । সেই তরুনের ভাইবেরাদরইয়ারদোস্ত তরুনরা যে যে মন্ত্রনালয় কিংবা বিভাগে গেছে , একেবারে তলা ফুটো করে পাইপ লাগিয়ে টেনে নিয়ে গেছে ।

ধাড়িদের বাদ দেয়াটা সাহসী সিদ্ধান্ত , তবে ধাড়িদের দাঁতও খুব শক্ত হয় , সুতরাং হুশিয়ার থাকতে হবে প্রাইমমিনিস্টারকে ।

নিরাপত্তার দিকটি বিবেচনা করে শেখ হাসিনা এবং শেখ রেহানাকে একসাথে ঘুরাঘুরি কম করার জন্যই অনুরোধ জানাব ।
গত কয়দিন তাঁরা যেভাবে প্রকাশ্যে একসাথে আসছেন সেটি পুনর্বিবেচনার প্রয়োজন মনে করি ।

ফারুক হাসান এর ছবি

তাহলে এই দাড়াচ্ছে যে,
১. নতুন মুখের অন্তর্ভুক্তিতে সংখ্যাগরিষ্ঠ মতামত তাদের পক্ষেই।
২. সবাই আশা করছেন যে তারা পুরাতনদের মত দেশকে বঞ্চিত করবেন না, বরং নতুন উদ্যমে সাহসী কিছু উপহার দেবেন
৩. সামনে তাদের একটা ক্রিটিক্যাল একটা সময় পার করতে হবে যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হবার জন্য,
৪. তবে অনেকেই আশংকা করছেন, এবং দ্বিধান্বিত যে নতুনদের অনভিজ্ঞতার কারণে যাকে যে মন্ত্রণালয় দেয়া হয়েছে তিনি তা ঠিকমত পালন করতে পারবেন না। সেক্ষেত্রে সামনে আবার অদলবদল হতে পারে। (/ পুরাতনদের ফেরত আসার সম্ভাবনা থাকে)

আপন [অতিথি] এর ছবি

তরুণ মন্ত্রীসভাকে স্বাগত জানাই। তারা যদি মনে প্রাণে চান, তাহলে অচিরেই কর্মদক্ষ হয়ে উঠবেন। মন্ত্রীদের কাজ ঠিক লোককে দিয়ে ঠিক কাজটা করানো। লোক নির্বাচনে ভুল না হলেই হল। তবে ভয় হচ্ছে, তারা যদি বিগড়ে যান, সম্পদ আর ক্ষমতার মোহ তাদের পেয়ে বসে, পুরানো দলীয়করণের ভুত ওদের উপর চেপে বসে, তাহলেই সর্বনাশ। আমও যাবে, ছালাও যাবে। আশা করছি, তা কখনোই হবে না। তারা প্রাণান্ত চেষ্টা করবেন এবং আমাদের রাজনৈতিক ও সরকার পরিচালনার সংস্কৃতিতে পরিবর্তন আনবেন। আর সে উদ্দেশেই তো নতুনদের দেওয়া। তাদের অগ্রযাত্রা শুভ হউক।

শঙ্খচীল এর ছবি

প্রশ্নঃ "দীর্ঘ পেরেশানি নিয়ে বিশদ বলেন। আপনারা কারা সেটাও বুঝতে সুবিধা হবে।"
উত্তরঃ মহাজটের বিজয়ে উল্লাসিত আমাদের আড্ডায় উনার মেডিকেলের এক সহপাঠির মাধ্যমে জানা গেল যে ডাঃ দীপু মনির যথাসময়ে মেডিকেল পাশ করা হয়নাই। ঢাকা মেডিকেলে পড়ার সময় উনি যে একাডেমিকালী তূখোড় ছিলেন না সেটা জানতাম। তবে তার পাশ করতে বিলম্বের (আমার লেখাতে পেরেশানি) আসল কারনটি মেধা ঘাটতি না অন্য কারনে সেটা নিশ্চিত হতে পারিনাই।
যতটুকু পুর্ব পরিচয় তাতে, সামগ্রিকভাবে আমি তার কেপাবিলিটির ব্যপারে বেশ উচ্চ ধারনা পোষন করি। তবে তার রাজনৈ্তিক উত্থানের অস্বাভাবিক দ্রুততা এবং চটাং করে পররাষ্ট্র মন্ত্রীত্ব লাভটাই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। এটার জন্যিই "উনার কনুই দিয়ে জায়গা করে নেয়ার" ক্ষমতা প্রবল বলে আমার মনে হয়েছে।
উনার রাজনৈতিক কেরিয়ারের মাত্র শুরু। অন্য মন্ত্রানলয় দিয়েও তো শুরু করা যেত! আমার ভাবনা মতে, পররাষ্ট্র মন্ত্রানলয় ইন্টারনিশীপের জায়গা নয়, এবং সেখানে কাঊকে পুর্ন মন্ত্রি হিসাবে জব ইন ট্রেইনিঙ্গে ব্যবস্থা করে দেওয়াটাও খুব রাষট্রনায়ক সুলভ আচরন নয়। আমার সব ভাল কামনা থাকবে উনার জন্য। তবে, সমস্যাটা হলো এটার সাথে সাথে যে দেশের কথাও ভাবতে হয়!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।