সেদিন বাসে ফিরছিলাম হারবারফ্রন্ট থেকে, ১০ নম্বর রুটের ভলভোতে চড়ে নীচতলার একটা সিটে বসতেই নজরে পড়লো লেখাটা, 'অন্য যে কোনো পেশার মতই এই বাসের ক্যাপ্টেন আপনার কাছ থেকে যথাযোগ্য সম্মান আশা করে, তাকে তার সম্মান দিন, অন্যথা দেখলে ৯৯৯ নম্বরে ফোন করে জানান'। বাসচালককেও যে ক্যাপ্টেন বলা যায়, সেটা আমার মত বঙ্গসন্তানের কাছে 'আররে, ইন্টারেস্টিং তো'। আমরা ড্রাইভার বলে গালি দিতে অভ্যস্ত, কিংবা ভয় পেলে- ড্রাইবার সাব, দেইখ্যা চালান- এই পর্যন্তই বলতে পারি। তাদের প্রতি আমাদের কখনো অধিনায়কসুলভ শ্রদ্ধা আসে না। কেন?
এখানকার ভোর আর বৃষ্টি দেশের মত নয়। এখানে ভোর বলে কিছু নেই, বৃষ্টি নামলে কেবল একঘেয়ে তুমুল বর্ষণ। দেশে থাকলে গুড়িগুড়ি বৃষ্টিতে মেজাজ চড়ে যেত, এখন মিস করি খুব। এই ফালতু আর একঘেয়ে বৃষ্টির দেশে ঝড় হয় না, গাছের পাতা- পলিথিন- কাগজের ঠোঙা উড়ে না, আসে না আকাশ কালো করে কালবৈশাখি, ঝপঝপ করে বন্ধ হয় না দোকানের শাটারগুলো, পলাতক রিকশাগুলো তুমুল শব্দে ক্রিং ক্রিং বেল টিপতে টিপতে ছুটে যায় না, কোনো মাটির গন্ধই নাকে এসে লাগে না আর।
কেমন যেন দিন দিন বোরিং হয়ে যাচ্ছে জীবন।
সিঙ্গাপুর অফিসিয়ালি ইন রিসেশন। টিভিতে ইদানিং নানানকিছিমের সরকারি বিজ্ঞাপণ শুরু হয়েছে- এই ডাউনটার্নে নিজের মেজাজ ধরে রাখা শিখতে হবে, হাল ছেড়ে দেয়া যাবে না, পারিবারিক বন্ধনের চেয়ে বড় আর কিছু নাই, প্রয়োজনে মনোস্তত্ববিদের সাহায্য নিন, হেনতেন। মাঝখানে আবার দেখলাম ডাক্তারেরা বিভিন্ন টক্ দিয়ে বেড়াচ্ছে কীভাবে টেনশন ফ্রি থাকবেন, কিন্তু শুনতে হলে ডলার ছাড়তে হবে।
আর আছে ম্যারিকা মেড প্রোগ্রাম- ম্যারিকান আইডল, ম্যারিকাস টপ মডেল, সারভাইবাল, ডেসপারেট হাউসওয়াইফ, প্রিজন ব্রেক, ডোন্ট ফরগেট দ্য লিরিকস, আর ইউ স্মার্টার দ্যন এ ফিফথ গ্রেডার, ইত্যাদি ইত্যাদি। এই সব বাদ দিয়ে আমি দেখি ইউটিউবে আদি ও অকৃত্রিম 'ফ্রেন্ডস'। গত পনেরোদিন সিজন সেভেন পর্যন্ত শেষ করে ফেলেছি। চোখের সামনে চ্যান্ডলার, মনিকা, ফিবি, রস, জোয়ি আর রেচেলের বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু হিউমার! আহ্, অতুলনীয়। যে হারে পর্বগুলো দেখছি, এই আনন্দটুকুও শেষ হয়ে যাবে অচিড়েই।
কালকে দেখলাম syriana, তেল-গ্যাস-মধ্যপ্রাচ্য-আরব-ম্যারিকা-সন্ত্রাস-সিআইয়ে শালার কোনোকিছুই বাদ যায় নাই এই ছবিতে। তবে জর্জ ক্লুনি অন্যরকম ছিল, একদমই আলাদা।
আর আজকে কাজের ফাঁকে দেখলাম 'এন আনকনভেনিয়েন্ট ট্রুথ'। মনে হচ্ছে, ঋণের দায়ে ইতিমধ্যেই ভার্চুয়ালি ডুবে যাওয়া পৃথিবী আগামি বিশত্রিশ বছরের মধ্যে বরফগলা সমুদ্রেও ডুবে যাবে। আল-গোর বাংলাদেশের কথাও বলেছেন, পশ্চিমের ভোগবাদি সমাজের চাহিদা মেটাতে গিয়ে ডুববে বাংলাদেশের দক্ষিণাঞ্চল। করার কিচ্ছু নাই।
শালার পুরা পৃথিবীটাই বোরিং হয়া যাইতেছে।
মন্তব্য
এই যে সেই একই চক্র, বোরিং না হয়ে কি উপায় আছে?
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
মনে রেখেছেন দেখছি
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ফা/হা,
এত কম লিখেন কেনো?
এটা আমার খুব প্রিয় একটা সিরিজ। আরও বেশি বেশি লেখা চাই।
এবং, লেখার সাথে ছবি চাই।।
সময়ের অভাব এবং আলস্য - কোনটা যে বেশি দায়ী বলা মুশকিল!
খুব ভালো লাগলো আপনার অনুভূতি জেনে। চেষ্টা করবো বেশি বেশি লিখতে। এবং ছবিও দেব।
ভালো থাকবেন।
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
মানলাম না! বোরিং ভাবতে চাইলেই বোরিং।
চারপাশে এতো হতাশাবাদের চাষ ক্যান, বুজতারি না!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হা হা হা। বিরাট টেনশনে আছিরে ভাই, ডিগ্রি হয়ে যাচ্ছে, কিন্তু দুনিয়ার হালহকিকত ভাল মনে হচ্ছে না। আপাতত তাই হতাশ।
কিংবা আপনার গোলরুটি অনেকদিন পড়া হয় না- সেটাও একটা কারণ হতে পারে
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
অনেকদিন বাদে দেখা দিলেন!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
হ্যা, ব্লগানির ব্যাডপ্যাচ চলছিল
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
খুবই ভাল্লাগলো লেখাটা।
"সিরিয়ানা", "অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ" - দুইটাই আমার বেশ পছন্দের। আর "ফ্রেন্ডস" সম্পর্কে বলার কিছুই নাই। এই একটামাত্র টিভি সিরিজ, যেটা আমি যে কোনো সময়, যতবার খুশি ততবার দেখি। কখনও পুরানো মনে হয় না। খুবই পছন্দ করি এই সিরিজটা, প্রত্যেকটা এপিসোড। কখনও মন খারাপ থাকলে কিছুক্ষণ দেখলেই মন ভালো হয়ে যায়।
আর বোরিং জীবন, বোরিং দুনিয়া সম্পর্কে বলি - এইসব নিয়া ভাইবেন না, মরতে তো একদিন হবেই (কপিরাইট: রায়হান আবীর)
সিরিজটা থামায়েন না
আপনার সাথে দেখি আমার অনেক মিল!
*********************************
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী,
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
নতুন মন্তব্য করুন