বাজারের রাস্তায় একটা মালিকছাড়া গরু চরে বেড়াত, হুটহাট এর ওর দোকান থেকে ডালটা, ছোলাটা, শাকটা, সিংগাড়াটা খেয়ে নিতো।
একদিন বাজার কমিটির প্রধান সর্বজনাব খালেক সাহেবের কাছে সব আড়তদার বিচার দিল, হাজী সাহেব, এই গরু তো বস্তা বস্তা চাল নষ্ট করে ফেললো, কিছু করেন, সব সব্জি বিক্রেতা অভিযোগ করলো, মাচালে একটা শাকের ডগাও রাখা যাচ্ছে না, গরু সব খেয়ে ফেললো, কিছু করেন, সব হোটেল মালিক দাবি করলো, বজ্জাত গরু জিলাপি, মিষ্টি, ভাত, তরকারি সব এঁটো করে ফেললো, কাষ্টমার ধরে রাখা যায় না, কিছু করেন, বাজারের ঝাড়ুদার এসে বলল, হুজুর, গরু বাজারের যেখানে সেখানে নাদায়, গোবর পরিস্কার করতে করতে ঝাড়ু দেবার সময় পাইনা, কিছু করেন।
সব শুনেটুনে সর্বজনাব খালেক সাহেব বললেন, গরুর আর কি দোষ, মালিকই নাই, গোয়ালে বেধে রেখে গরুকে খাওয়াবে কে, এই জন্যই সে সবারটা চরে চরে খাচ্ছে।
সবাই বলল, ঠিক ঠিক।
সর্বজনাব খালেক সাহেব তারপর অনেক দাড়িটাড়ি হাতিয়ে চিন্তান্বিত স্বরে বললেন, কি আর করা, বাজার কমিটির প্রধান হিসেবে আমি দায়িত্ব নিলাম এই গরুর, সে যাতে আর বাজারের রাস্তায় না ঘুরে সেজন্য এখন থেকে আমার রাখালই ওকে মাঠে চরাবে, যাতে আড়তদারের চালডাল, দোকানির শাকসব্জি আর হোটেলের খাবারদাবার খেয়ে না ফেলে সেজন্য আমার গোয়ালেই সে খাবে, গোবর আর চোনায় বাজারের পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য আমার গোয়ালেই সে বাধা থাকবে সবসময়।
সবাই বলল, বাহ বাহ, এবং ভাবল, যাক বাঁচা গেল।
কিন্তু প্রতি হাটবার সর্বজনাব খালেক সাহেবের কামলা গরুর দেখভালের খরচ হিসেবে আড়তদারের দোকান থেকে চাল আর ডাল, সব্জির দোকান থেকে সব্জি, আর হোটেল থেকে দইমিষ্টি ঠিকই চান্দা হিসেবে নিতে থাকল। গরুও যে খুব একটা সুখে থাকল তা নয়, ঘুরাঘুরি একদম বন্ধ হয়ে গেল, তার জন্য আসা খাবারের পুরোটাই অন্যে খেয়ে গেল, তাকে নিয়মিত শুকনো খড় খেয়ে থাকতে হল, সারাদিন হাল বাইতে হল, যদিও অন্যদিকে তার নব্যমালিক হিসেব করতে লাগল, আগামী কুরবানীর ঈদে কত টাকায় গরুটাকে বিক্রি করা যেতে পারে।
মন্তব্য
ইসসস বেচারা গরুটা, আগেই তো ভাল ছিল।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হ্যা, বাজারের লোকেরাও কিন্তু বেচারাই রয়ে গেল। তাদের আগে যে ক্ষতি হতো, এখনও তাই। কেবল মাঝে লাভ হলো কার?
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ওহহ আপনার গল্পের ম্যাসেজটা বুঝতে পারলাম, হুমমম আসলেই
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হুমমম আসলেই...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আহা গরুটা! (কে যে আসল গরু সেটাই ভাবছি)
চিন্তা-জাগানিয়া গল্প!
সবজান্তা শুরু করেছেন বটে, তবে আপনি এই গল্পটা না লিখলে আমি "শুয়োর" অনুবাদ করতাম না, হিমু্ "জলহস্তী" লিখতেন না, সচলায়তনও আজ চিড়িয়াখানায় পর্যবসিত হতো না
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অন্য সময় হলে আমি নিজেকে এই চিড়িয়াখানার কেয়ারটেকার দাবি করার চেষ্টা করতাম... কিন্তু আমার চেনা-জানা কেউ (বিশেষত বাপজান) দেখলে প্রথমবারের মত মন্তব্য করেও হলেও কানে ধরে বানরের খাঁচায় ঢুকিয়ে দেবে।
সন্ন্যাসী দা, আমার নিরীহ গরুকে নিয়ে ঘাটাঘাটি! গরু দিয়েই শুরু হয়েছে বটে, কিন্তু ঘাটাঘাটি কে করেছে তা তো সবাই জানে
ইশতি, আপনার প্রাণীটাকেও ঢুকিয়ে দিননা চিড়িয়াখানায় আজকে। বানর না থাকলে চলে!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
চমৎকার লাগল। গল্পের মেসেজটা দারুন।
উত্তম
........................................................
শাহেনশাহ সিমন
_________________
ঝাউবনে লুকোনো যায় না
সেরম!!!
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
- সর্বজনাবের দয়ার শরীর!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
শালার গরূ !!! (এই আক্ষেপ মানুষগুলোর জন্যে)।
লেখা ভালো হইসে ভাই।
গরুর লেজ নামায়ে দিলেন যে!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ঝাক্কাস হয়েছে লেখাটা। রূপকটা জাতীয় পর্যায়ে চমৎকার হবে।
গরুদের দুঃখ কষ্ট আমি একদম সহ্য করতে পারি না!
জটিল!!! এক্কেবারে জট্টিল !!!
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
সুতিব্র ভাবে জটিল........
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
দেবদ্যুতি
চমৎকার!
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন