আমার জানালায়

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ২০/০৫/২০০৯ - ১১:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমার জানালায় ঝুলে আছে একটি রাত
একটা সিড়ি, টিউবলাইট, একটা এক্সিট ডোর
সিড়িটা চাইছে দোরটা খুলুক, লাইটটা অন্ধকার খুঁজছে,
দরজাটা ঘর।

সভ্যতার আলোয় মরচে ধরা আকাশ, আকাশটা কালো নয়
সাগরটা যুদ্ধবাজ হতে চাইছে, কাঁচের দেয়ালে
পেটফোলা মাকড়সারা সারি সারি বুনছে পাপের ফল
বাতাসটা আগুন চাইছে, আকাশটা জল।

ওপাশেও জানালা খুলে হাত নাড়ার বদলে
মতিভ্রম, শুকাতে দেয়া নিকোটিনের চাঁদ ধরে টানাটানি
লাইটটা খুঁজছে অন্ধকার, হ্যাঙ্গারে ঝুলানো গ্লানি,
ক্লিপটা ছুটতে চাইছে, হ্যাঙ্গারটা বল।


মন্তব্য

পান্থ রহমান রেজা এর ছবি

কবিতা পড়ে খাওয়ার পরে একটা সিগারেট খাওয়ার মতো দারুণ তৃপ্তি পাইলাম। এই তৃপ্তির দাম তারা দিয়া মাপা যায় না। তবুও পাঁচ তারা হাকাইলাম।

ফারুক হাসান এর ছবি

খাওয়ার পরে একটা সিগারেট ধরানো, আহ্!
***
আপনার মন্তব্যে ফুলে গেছি। যাই একটা টেনে আসি।

মূলত পাঠক এর ছবি

চাওয়াচাওয়ির কবিতাখানা খুব ব্যক্তিগত সুখ দিলো, শুধু মাঝে ঐ সভ্যতা আর যুদ্ধবাজ এসে এটাকে রাষ্ট্রের কবিতার বানাতে চাইছিলো। সে বস্তু স্বাদ স্বাস্থ্য কিছুই দেয় না, পৃথিবীর উপকারেও যে লাগে না সে তো দেখাই গেছে। তবে আপনার কলমের জোরই বলতে হবে, তারপরেও কবিতাটা উন্মার্গগামী হয় নি, ঐ পান্থের ভাষায় ব্যক্তিগত সুখ দিয়ে গেলো। আরো লিখুন এই রকম দুর্দান্ত লাইন সব:

বাতাসটা আগুন চাইছে, আকাশটা জল

ফারুক হাসান এর ছবি

রাষ্ট্র বিষয়টা কাঠখোট্টা আর অস্বাস্থ্যকর মনে হৈলেও তারও বোধহয় অবস্থান আছে আমাদের জীবনে, চাই বা না চাই। তবে আপনার জবাব নেই মূ.পা., লেখার সবচেয়ে অযুতসই দুই শব্দ ধরেই টান দিয়েছেন!

মূলত পাঠক এর ছবি

জীবনে অবস্থান নিয়ে তো প্রশ্নই ওঠে না। এমনকি কবিতাতেও ব্যবহার করা বারণ তাও বলি না। তবে যে কবিতা স্লোগান না তা কবিতা নয় এই হাস্যকর কথাও শোনা যায় কি না, তাতেই আপত্তি। আপনার কবিতায় ঐ সব উৎপাতের প্রয়োজন দেখি না, সে নিজের গুণেই সার্থক হয়, তাই কথাটা তুললাম।

পরের কবিতাটার প্রতীক্ষা রইল।

রেনেট এর ছবি

আমি কবিতা খুব একটা বুঝি না, তাই পড়িও না। কিন্তু আপনার কবিতাটা পড়লাম, বুঝলাম, এবং ভালো লাগলো।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

নাজনীন খলিল এর ছবি

খুব ভাল লাগল।শুভেচ্ছা।

অবাঞ্ছিত এর ছবি

দুর্দান্ত লাগলো।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

দ্রোহী এর ছবি

বাহ্ !!!!!!!!!!!

জুলফিকার কবিরাজ এর ছবি

চমৎকার কবিতা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।