প্রতিদিন বাইরের তাপমাত্রা আমাকে ঘরমুখি করে কেন সে প্রশ্ন থাক- তার চেয়ে ভাবতে বসি আমার অধুনা জীবন, পৃথিবীর প্রতিটা লোমকূপে কচ্ছপের মত এক একটা দীর্ঘশ্বাস লুকায়ে যে আজ ঘুমিয়ে পড়েছে পবিত্র শহরে, একদা যেখানে ছিল অরণ্যের ছায়া, শালবনের চাঁদ। অতএব, মায়ের গর্ভে লাথি দিতে দিতে বাড়ছে অনাগত দিন- তবু তোমাকে অভিবাদন।
ভাবছি, এই শহরে কোথায়ো আছি আমি। কোনো এক খাঁজে কম্প্রেসরের শো শো আওয়াজ শুষে নিচ্ছে ফাসির মঞ্চে ঝুলে থাকা আমার নিথর শার্টের ঘাম, চোখের বাষ্প, পায়ের পাতায় লেগে থাকা শেষ আর্দ্রতাটুকু। ভাবছি শহর, তোমারই মত শুধু নিঃসঙ্গ আমি, আমার ঘর। প্রতিদিনকার সুষম বিন্যাস তাই পড়ে থাক দূরপাল্লার বাসের সিটে, অফিসের জানলায়, ঝুলে থাক শুকানো কাপড়ের ক্লিপে। মানুষ নক্ষত্রের মত ঘরছাড়া নয় কেন সে প্রশ্ন আজ থাক।
মন্তব্য
সিরাজী ভাই, অনেকদিন পর... ভালো আছেন তো?
বললেও হয়ত ক্যাটেগরী বদলাবেন না, তাই খালি বলি, এই 'ব্লগরব্লগর'-টা খুব ভাল লাগল। পাণ্ডব'দা আসুক, এইটারে কবিতা বানায়া দিবেনে
দৌড়ের উপ্রে আছিলাম রে ভাই। এখনও কিছুটা আছি, শেষমেষ থিসিসটা মোটামুটি খাড়ায়ে গেছে, এই সপ্তাহে জমা দিবো। তাই এই বাবুইফুরসৎ!
*****
অসাধারণ বললেও এর কেবল নামমাত্র প্রশংসা করা হবে।
এত ভালো কবিতা অনেকদিন পড়িনি। ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ দিনের শুরুটা এমন চমৎকার করে দেয়ার জন্য।
জেনে খুবই ভাল লাগল মামুন ভাই
আরেকটু নিয়মিত লেখা যায়না, ফাহা?
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
কাজের চাপে ছিলাম এতদিন, এখন থেকে নিয়মিত হব আশা রাখি।
- কবে যে পিতা হওয়ার গৌরব অর্জন করবো আর ফাহা'র মতো এরকম ব্লগর ব্লগর লিখতে পারবো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওহ, তাইলে এখনও আপনি কারো শালি বাগাইতে পারেন নাই?
- ক্যান, শালির লগে কি পুলা রেডিমেড আসে নাকি মিয়া? খালি অনৈসলামিক কথাবার্তা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোন যুগে আচেন! এখন তো কেউ রেডিমেড পুলা পায় না, জন্ম দেয়। আফসোস, আপনের লিটারেচার রিভিউ খুব খারাপ, এইজন্যই এখনও কোনো গতি হৈলনা আপনার।
আহা ! ফাহা, আহা !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহ, কবিতাহ!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
এই পুলাডা এইসব লেখে কেম্তে? ফাডা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বিশ লক্ষ তারা, ফারুক ভাই---!!!
খুব ভাল লাগল---
আর থিসিসের জন্যে শুভ কামান
নিরন্তর শুভেচ্ছা----
ব্লগর ক্যাটাগরী দেখে পুরোটা পড়লাম, দেখি কিছুই বুঝি নাই। এরপর আবার পড়ে কবিতার স্বাদ পেলাম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
আমি দোয়া করি আপনি এরকম চাপেই থাকেন আর একটা করে জেম পোস্ট করেন। চাপে না থাকলে এগুলো আসতো কি? কে জানে!
আবৃত্তি করে একবারে সেটাও দিয়ে দিলে ভালো হয়। কবির কন্ঠে কবিতা শোনার আনন্দই আলাদা।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আবৃত্তি!!! সেটা আবার কি? একটু দেখায়া দিলে ভালো হয়
কথকায়তনে আপনার গলায় আবৃত্তি শুনতে চাই!
আবৃত্তি শোনা আমার খুব প্রিয়। মাঝে সাঝে নিজেও চেষ্টা করি। হয়ে যাক একদিন তাহলে সবাই মিলে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুণ! আমি নিশ্চিত সচলে অনেকেই আছেন যারা আবৃত্তি করতে ভালোবাসেন। কেউ একজন শুরু করলে তখন অনেকেই আবৃত্তি পোষ্টাতে লেগে যাবেন। আপনিই বউগ্নি করুন না!
... বড় ভালো লাগলো!
---------------------
নামে কি'বা আসে যায়...
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
নতুন মন্তব্য করুন