ব্যর্থকাব্য ২

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ০২/১০/২০০৯ - ২:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এইগুলান আজাইরা কথা, ফালতু কাব্য। যাহাদের টাইম নাই, পইড়েন না, আর যাহারা পড়িবেন, যুক্তি সহকারে গাইলাইবেন। এদের কোনো অর্থ খুঁজিতে যাইবেন না, ইহারা আদতে ব্যর্থ কাব্য।

৫.
মানুষের জীবনটা এমন
পাশে বউ শুইয়ে কল্পনা করে অন্য কোনো নারী
ভাবতে বসে সুখ, সাহস, কাম, ভালবাসা
যাহা কিছু পাইবার ছিল, যা কিছু হলো না পাওয়া।

৬.
সাজানো খোঁপায় সেজুতির দল
সৌম স্নিগ্ধ গ্রীবা, সৌখিন সাজ
স্বপ্নের মত তুমি, সহজ
তুমি বড় সুন্দর, সুলেখা!

৭.
মানো না মানো, সে ফর্মুলায় যাব না
বাইরে বৃষ্টি, চুমু ছাড়া কিছু খাব না।

৮.
মানুষের জীবনটা এমন
কোন কোন ভাষ্কর্যের মত, বিমূর্ত
বোঝা যায়, যায় না,
তবু শালা চৌরাস্তার মোড় দখল নিয়ে দাড়িয়ে থাকে।

৯.
পৃথিবীটা দুলছে, দুলবে
কাঁছাটাই খুলছে, খুলবে
ইতিহাস ভুলছে, ভুলবে
বিচারটা ঝুলছে, ঝুলবে
অসহ্য করে তুলছে, তুলবে
কোন শালাই কিছু বলছে না।

ব্যর্থকাব্য ১


মন্তব্য

সুমন চৌধুরী এর ছবি

৯ নম্বরটা বেস্ট



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

সাত নাম্বারটা বিপ্লব ঘটানোর মতো। নয় নম্বরটা বেশ ভালো।

**************************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

আমার ভোট আট নম্বরে-----

ভাল থাকেন ফারুক ভাই!

ফারুক হাসান এর ছবি

আপনিও ভাল থাকবেন অনিকেত দা

স্বপ্নহারা এর ছবি

মারাত্মক লাগলো দোস্ত। কিন্তু বিবাহিত মানুষ এইসব কইলে ত ভাবি পিটন দিবো...দেঁতো হাসি
৮ আর ৯ ফাটাফাটি!
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

ফারুক হাসান এর ছবি

থ্যাংকু দোস্ত। ভাবি টেনশন নিতেছে না, আমার দৌড় কদ্দুর সেইটা সে জানে মন খারাপ

মণিকা রশিদ এর ছবি

৯.
পৃথিবীটা দুলছে, দুলবে
কাঁছাটাই খুলছে, খুলবে
ইতিহাস ভুলছে, ভুলবে
বিচারটা ঝুলছে, ঝুলবে
অসহ্য করে তুলছে, তুলবে
কোন শালাই কিছু বলছে না।

দারুণ! খুব ভাল লেগেছে!

_______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

আহমেদুর রশীদ এর ছবি

ভাবগুলা কিন্তু জবর।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফারুক হাসান এর ছবি

ভাব কদ্দিন থাকে সেইটা ভাব্দেছি ‍

মামুন হক এর ছবি

আপনার কবিতা আমার বরাবরই ভালো লাগে। এবারো লাগলো।
আপনি আসলে একজন কবি মানুষ।

ফারুক হাসান এর ছবি

মামুন ভাই, কৈছি না যে যুক্তি সহকারে গালি দিবেন চোখ টিপি

রানা মেহের এর ছবি

৭ আর ৯ টা ভালো লাগল
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সুহান রিজওয়ান এর ছবি

৭ নাম্বারে গালি দিলাম দেঁতো হাসি
...ব্যর্থ কবিদের আমি ভালু পাই।

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ফাটাফাটি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

'ব্যর্থ' মনে হইল না তো! দেঁতো হাসি

ফারুক হাসান এর ছবি

কস্কি মমিন!

রেনেট এর ছবি

কিসে ব্যর্থ হইলেন? চোখ টিপি
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ফারুক হাসান এর ছবি

চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।