অক্টোবর

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: রবি, ০৪/১০/২০০৯ - ১২:৫৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখনও কি জোয়ার আসে অক্টোবরে,
হরিণের চোখে কাজলেরা গাঢ় হয়, রাতের ছায়ার মত নৈঃশব্দ
তোমাকে গ্রাস করে, নারী।

লুটেরা জোৎস্নায় বিধ্বস্থ আমার ঘর, লন্ঠনের আলো,
বাইরের হাজারটা নিয়ন।
আমি জানি না এখন কী কাটালের কাল, কোন বছর, কী ঋতু
পৃথিবী কতবার প্রদক্ষিণ করল সূর্যকে
কতটা গলেছে উত্তর মেরু।
রাতের ছায়ায় তন্দ্রাবতী শালুকের দল কেন জলের দিকে
কিংবা সহস্র তারামন্ডিত আকাশ কেন মাটির দিকে
ধাবিত হয়
কেন আসে না ফিরে সেই অক্টোবর

শহরকে অচেনা মনে হয়।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

'ক্যাটেগরী'-তে 'ব্লগর-ব্লগর' না দেখে, 'কবিতা' দেখে ব্যাপক খুশি হইলাম। যাক, অবশেষে সিরাজী ভাইয়ের সুমতি হইসে। দেঁতো হাসি

কবিতা ব্যাপক ভাল্লাগসে।

অক্টোবর নিয়ে বিশেষ কোনো স্মৃতি আছে?

ফারুক হাসান এর ছবি

আজকে এইটা মাথা থেকে নামানোর পর কেন জানি ব্লগরব্লগর ট্যাগ দিতে গিয়েও কবিতা দিয়া দিলাম!
আর অক্টোবর নিয়া সেরকম কোনো স্মৃতি নাই, তবে এই মাসরে কেন জানি আমি ভালা পাই হাসি

অফটপিক: মিসির আলি unsolved পাহিবা মাত্র পড়িতে বাধ্য থাকিয়াছি। সেই মিসির আলি আর এই মিসির আলিতে অনেক তফাৎ!

মামুন হক এর ছবি

আমারও খুব ভাল্লাগছে। ফারুক ভাইয়ের কবিতা আমি বুঝতে পারি, আধুনিক হবার আগেই সেগুলো উত্তরাধুনিক হয়ে যায়না, বেহুদা বিবৃতিবাজী এড়িয়ে যান, আবেগের প্রাধান্যও চোখে পড়েনা।
আরও কবিতা পড়তে দেন ভাই, আপনার সেরাটা এখনও পড়া হয়নি।

ফারুক হাসান এর ছবি

মামুন ভাই, আপনার কমেন্ট সবসময়ই অনুপ্ররণাদায়ী দোষে দুষ্ট চোখ টিপি

অনুপম ত্রিবেদি এর ছবি

বেজায় জটিল। এক্কেলে পুরাই জোশিল্লা। ঝর-ঝরে একটা আরাম পাইলেম।

--------------------------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফারুক হাসান এর ছবি

হাসি

মণিকা রশিদ এর ছবি

আপনার কবিতার সারল্যে মুগ্ধ হই প্রতিবার। এবারও ব্যতিক্রম নয়। ভাল থাকুন।
______________________________
আর সব যুদ্ধের মৃত্যুর মুখে হঠাৎ হাসির মতো ফুটে ওঠা পদ্মহাঁস
সে আমার গোপন আরাধ্য অভিলাষ!
--আবুল হাসান

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

ফারুক হাসান এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে।

delwar এর ছবি

Onekdin por ekta balo kobita porlam.

আশরাফ মাহমুদ এর ছবি

ভাল্লেগেছে।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

তমিজউদদীন লোদী এর ছবি

এখনও কি জোয়ার আসে অক্টোবরে,
হরিণের চোখে কাজলেরা গাঢ় হয়, রাতের ছায়ার মত নৈঃশব্দ
তোমাকে গ্রাস করে, নারী।

ভালো লাগলো কবি।

তমিজ উদদীন লোদী

অতিথি লেখক এর ছবি

কেন আসে না ফিরে সেই অক্টোবর -----কবির আকুতি টের পাওয়া যাচ্ছে প্রতিটা শব্দে।

সুন্দর।

"হামিদা আখতার"

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

নায়ক ফারুক তাইলে এখন কবি হয়া গেলো? চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সুহান রিজওয়ান এর ছবি

কেন আসে না ফিরে সেই অক্টোবর

শহরকে অচেনা মনে হয়।

এই দুইটা চরণেই একটা পুর্ণাঙ্গ গল্প ধরে যায়- উফফ, কবিরা কী খায় আসলে ??

---------------------------------------------------------------------------

মধ্যরাতের কী-বোর্ড চালক

অতিথি লেখক এর ছবি

আহা ! কি সারল্য অথচ সবকটি পঙতি, শব্দ এমনকি বর্ণগুলোও হৃদয় কারার মত।
শুভেচ্ছা রইল দোস্ত।
এস হোসাইন

----------------------------------
"মোর মনো মাঝে মায়ের মুখ।"

মূলত পাঠক এর ছবি

সুন্দর লাগলো। যাক আপনার সুমতি হয়েছে, আজকাল তাই দর্শন পাই মাঝে মাঝে। হাসি

ধুসর গোধূলি এর ছবি
অনিকেত এর ছবি

ফারুক ভাইইইইইইইইই

খুউউউউউব চমৎকার লাগল কবিতাটা।
আপনার কবিতাগুলো এত আপন-আপন লাগে (বলা যায় না, কোন দিন হয়ত নিজের বলে ছাপিয়ে দিতে পারি চোখ টিপি)

খুব সহজ, খুব আন্তরিক, অযথা কথার কাটাকাটি নাই, শব্দের পাঞ্জা কষাকষি নাই----পড়লে কেবল দুইটা জিনিস মনে হতে থাকেঃ

এক) সবাই কেন এইরকম করে লেখে না

আর

দুই) আপ্নে কেম্নে লিখেন এইসব---

ভাল থাকবেন প্রিয় কবি প্রিয় মানুষ----

হিমু এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।