বেঁচে থাকা

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: মঙ্গল, ১০/১১/২০০৯ - ৬:০১অপরাহ্ন)
ক্যাটেগরি:

বেঁচে থাকার মানে কম তো কিছু নয়,
জীবিকার ঘ্রাণ, সকালের ঘুম, মায়াবতীর চোখে
চোখ রাখা, ভান, বেঁচে থাকার সুখ
কিংবা আলস্য, সময়ের অপচয়।

বেঁচে থাকার মানে কম তো কিছু নয়,
মিলন, গল্প, প্রজাপতির ডানায় ডানায় আলোর সঙ্গম
নিয়ত আবর্তনশীল পৃথিবী, তার ঘাসে মুখ রাখা ফড়িংয়ের দল
কিংবা কীরকমভাবে বেঁচে থাকে এক একটা শালিক
বুকে নিয়ে হাজার সংশয়।

বেঁচে থাকার মানে কম তো কিছু নয়,
তবু কারো কারো চোখে ঘুম মৃতঘোড়া হয়ে থাকে,
কেন- সে প্রশ্ন থাক, শুধু
ক্লান্ত পায় দীর্ঘরাত পাড়ি দিয়ে যখন আসে অসমতল ভোর
তার কাছে বড় একঘেয়ে লাগে বেঁচে থাকা।

মনের ভাড়ার কেবলি শুন্য মনে হয়।


মন্তব্য

গৌতম এর ছবি

ফারুক ভাই, কবিতাটা অসম্ভব ভালো লাগলো। বেঁচে থাকা আসলেই কম কিছু নয়— তবে ওই যে, শেষদিকে যা বলেছেন, মাঝেমাঝে বৃষ্টি হয়ে যাওয়ার পর ধূসর সন্ধ্যায় বেঁচে থাকা কেমন যেনো অর্থহীন ঠেকে। মনের ভাড়ার শূন্য হয়ে যাওয়ার চেয়ে মনের অস্তিত্ব নিয়েই সংশয়ে জেগে উঠে সে সময়টায়!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ফারুক হাসান এর ছবি

বৃষ্টি হয়ে যাওয়ার পর ধূসর সন্ধ্যায় বেঁচে থাকা কেমন যেনো অর্থহীন ঠেকে
ঠিক তাই।
আবার উল্টোটাও কিন্তু হয়, যেমনটা জীবনবাবু আপনার স্ট্যাটাসে বলে গেছেন!

গৌতম এর ছবি

জীবনে জীবন্দাই অধিকাংশ সময় রাজত্ব করেন। বাদবাকি সময়ে বৃষ্টিস্নাত ধূসর সন্ধ্যাগুলো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনুপম ত্রিবেদি এর ছবি

বেঁচে থাকার মানে তো কম কিছু নয়
অপার আকাশে তারাদের ঘুম চোখে তাকিয়ে থাকা
আর নিশাচর বাতাসে বলে যাওয়া মন ভোলানো গান।
টুকরো টুকরো ঘাসেদের ভালোবাসা বুকে নিয়ে
শিশিরের স্পন্দন শুনে যাওয়া।

ভায়া, আপনার কোবতে পড়ে নিজেও একটা ফেঁদে বসলাম।

কোবতেটা চরম জোশিলা হইছে।

-----------------------------------------------------------
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

ফারুক হাসান এর ছবি

ওরে বাপ্স! ভালো লিখেছেন ভায়া।

টুকরো টুকরো ঘাসেদের ভালোবাসা বুকে নিয়ে
শিশিরের স্পন্দন শুনে যাওয়া।
এইটুকু বেশি চমৎকার লাগলো।

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব ভালো লেগেছে কবিতাটা... হাসি

ফারুক হাসান এর ছবি

এই যে আমার রেগুলার পাঠক!

অতিথি লেখক এর ছবি

এমনিতে কোবতে আমার খুউব ভালা লাগে,
এইটাও লাগলো খুউউব ভালা।

মজনুভাই

ফারুক হাসান এর ছবি

কোবতে আমারও খুউব ভালা লাগে হাসি

স্পর্শ এর ছবি

অসাধারণ!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফারুক হাসান এর ছবি

তোমার ভুনা খিচুড়ির মত?

জি.এম.তানিম এর ছবি

দারুণ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ফারুক হাসান এর ছবি

তোমার (ইয়ে, তুমি করে বলে ফেল্লাম!) 'কেউ কথা রাখেনি' প্যারডি তো ব্যাপক হিট! কালকে এখানকার এক প্রফেসর মেইলে সেটা আমাকে ফরোয়ার্ড করলেন!

জি.এম.তানিম এর ছবি

ফারুক ভাই, লজ্জায় ফেললেন। লইজ্জা লাগে সত্যিই অনেক আপ্লুত হয়ে গেছি অনেক মানুষের ভালোবাসা পেয়ে... গুরু গুরু
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মাশীদ এর ছবি

বেঁচে থাকার মানে কম তো কিছু নয়,
তুই কুদ্দুস, আমি কুলসুম -
আহা! কি দারুণ অভিনয়!

চোখ টিপি

তোর কবিতাটা ভাল লাগল খুব।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

ফারুক হাসান এর ছবি

হে হে হে, আবার দেখলাম আমাদের অমর প্রেমকাহিনী। শুভ্রর অভিনয় দেখে ওকে অস্কার দিতে ইচ্ছে হচ্ছে।

মাশীদ এর ছবি

আমি যতবার দেখি ততবারই তোকে আর শুভ্র - দুইজনকেই অস্কার দিতে ইচ্ছা করে। খাইছে


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অনিকেত এর ছবি

আহা আহা, ফাহা ভাই
খুব ভাল লাগল...
এত সহজ কথায় আমাদের চেনা অনুভূতিগুলোকে তুলে আনেন, কী আর বলব!

ভাল থাকুন প্রিয় লেখক, প্রিয় কবি
কবিতা শুধু সত্য হোক, মিথ্যে আর সবি----

ফারুক হাসান এর ছবি

থ্যাংকু অনিকেত দা!

কনফুসিয়াস এর ছবি

খুব ভাল লাগলো। এইরকম করে প্রায়শই ভাবি। প্রতিদিন একই রুটিনে একটা জীবন কোনমতে কাটিয়ে যাচ্ছি শুধু, এইভাবে বেঁচে থাকার কোন অর্থ খুঁজে পাই না।

-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

ফারুক হাসান এর ছবি

হুমম!

অতিথি লেখক এর ছবি

কবিতা ভাল্লাগছে ফারুক ভাই।
---------------
আরাফাত

ফারুক হাসান এর ছবি

আররে, আরাফাত নাকি!

মামুন হক এর ছবি

ফারুক ভাই আপনার কবিতাটা ইচ্ছে করেই আগে পড়িনি, ধীরে সুস্থ্যে বাড়ি গিয়ে নিরিবিলি পড়বো ভেবে। কিন্তু কপালের নাম গোপাল, নানা ঝামেলায় শেষ পর্যন্ত অফিসের যান্ত্রিক পরিবেশের মধ্যেই পড়তে হলো। আপনি আমার প্রিয় কবিদের একজন। এই কবিতাটাও অসম্ভব ভালো লাগলো। আমার কথাগুলোই বলে দিয়েছেন আপনি, কৃতজ্ঞতা জানবেন।

ফারুক হাসান এর ছবি

মামুন ভাই, কৃতজ্ঞতা তো জানবেন আপনি, আপনার অনিঃশেষ অনুপ্রেরণার জন্য। আশা করি, তাড়াতাড়ি সব ঝামেলা মিটে যাবে অফিসের। ভালো থাকবেন।

শুভাশীষ দাশ এর ছবি

কবিতাটা অনেক ভালো লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।