হঠাৎ মেজাজ হারিয়ে ফেলা আবহাওয়া আমার জানলায়।
বাইরের ক্যানভাসটা ধূসর, বাতাসে বৃষ্টির ডিম,
হিজলের ডালে পায়ে মেহদির মত জলকণার ছাপ নিয়ে
দৌড়চ্ছেনা কোনো কাঠবেড়ালি, যার লেজতুলে পালানো দেখে
অকারণ হেসে উঠে আমার চারমাস বয়েসী ছেলেটা।
আজ, তিনমাসের বন্ধ্যাত্ব ফুরালো, আজ মেঘলা দিন
আজ জলরং নিয়ে বসার দিন, আজ ফেব্রুয়ারীর একুশ তারিখ।
কালো একটা ফতুয়া পড়িয়েছে ওর মা,
খালার খেয়ালি আলপনা কালোর মধ্যেও ফুটিয়েছে
বুকের বামপাশে একটা সাদা ফুল,
ছেলেটা আমার কোলে হাসছে, হাত নাড়ছে, খেলছে
আর আমরা জানালার পাশে অপেক্ষা করছি
প্রথমবার, কখন প্রথমবার
ছেলে আমাকে বাবা ডাকবে, মায়ের চোখে অশ্রু এনে বলবে, মা!
জানালার ঘোলা কাঁচ মুছে তাকালে দূরের রাস্তা-
সেখানে দেখা যায় একটা মিছিল
স্লোগানের মৃত্যু নেই জেনে দলে দলে ছুটে আসা মানুষ
মুখরিত রাজপথ, একেকটা প্রাণ - স্বপ্নচালিত বাস্তব
তাদের কয়েকটা যেন আতশবাজির ফুল হয়ে ফুটলো আকাশে
তারপর, তারা হয়ে গেল বর্ণমালার একেকটা অক্ষর
অক্ষর হয়ে জ্বলতে থাকলো বর্ণিল নক্ষত্রের মত, আজীবন।
বাবা, তুই কথা বলতে শিখ এই ফেব্রুয়ারীতেই।
মন্তব্য
- আপনার পোলা এখনো বাপ ডাকে নাই?
আজকে তোলা একটা ছবি দেখায়েন বাবুটার। খোমাখাতায় দেখছিলাম। হেব্বি স্মার্ট! মেম্বরের মেয়ের কী খবর? বিয়া কবে? আমি তো উকিল বাপ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই লন মেম্বরের বড় জামাইয়ের ছবি।
****
উকিল বাপ ঠিকাছেন, কিন্তু মেম্বর তো লুক খারাপ, কোনো আওয়াজ দেয় না, খোদা জানে কবে বউমাকে দেখবো, কবে শাদি। এইদিকে আমার পোলা কিন্তু বেচাইন হইয়া যাইতেছে।
খুব কিউট! খুব, খুবই! শোনেন, পাত্রীর কিন্তু অভাব নেই...বয়সে একটু বড় হলে কি সমস্যা আছে কিছু?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
এই পক্ষে কোনোই সমস্যা নাই কিন্তু বিপদ একটাই, মেম্বর লুক খ্রাপ। এমন পাত্র হাতছাড়া হৈতেছে দেখলে সে ঝালেমা পাকাইতে পারে
আপনার বাবুর (পাত্রীর) ছবি কৈ?
বেয়াই সাহেব, মেম্বররে আমি সামলামু। আপ্নে জামাইরে আমার মেয়ে দুইটার ছবি দেখান, সামনে অস্ট্রেলিয়া যাবার পথে সিঙ্গাপুরে যাত্রাবিরতি আছে। যারে পছন্দ তার লগে পান চিনি না হয় তখনই হয়ে যাবে। তারপর আমি মেলবোর্নে গিয়ে মেম্বররে খাটের পায়ার সাথে বাইন্ধা রাখুম ( ভাবীর সহায়তায়)। এখন পাত্রীদের ছবি দেখেন -
অফটপিকঃ কমিতা সোন্দর হইসে
বেয়াই আপনে আসবেন জরুর, মামণিরা তো খুবই কিউট! পোলা তো ধান্ধায় পড়ে যাবে, কাকে রেখে কাকে পছন্দ করবে!
- ৪টা তো মিয়া ধর্মেই জায়েজ আছে। আমার উকিল বাপ হৈতেও সমস্যা নাই। মাশাল্লা, ৪ - ৪টা মাইয়া পামু। মাগার আপসুস, মাইয়াগো ৩টা উকিল মা তো দূরের কথা, একটাও কপালে জটলো না এখনো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মেম্বর প্রচণ্ড খারাপ লুক। মনেহয় তাঁর কন্যাটাও বাপের মতোই। কথা রাখে না। তার প্যাম্পার্স পরা জামাই দন্তহীন মারিতে হা কইরা তারে পুকারতাছে আর ঐ বেটি স্বর্গের আরাম আয়েশ থুইয়া আসার নাম গন্ধই নিতাছে না।
মেম্বর, মিসেস মেম্বর আর কন্যা মেম্বর— তিনজনরেই কইষ্যা মাইনাস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উদ্ধৃতি
"তারা হয়ে গেলো বর্ণমালার একেকটা অক্ষর
অক্ষর হয়ে তারা জ্বলতে লাগলো নক্ষত্রের মতো, আজীবন"
কবিতায় এক আকাশ তারা!
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
অনেক ধন্যবাদ!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
আগুনের পরশমনি ছোয়াও প্রাণে...
ফারুক ভাই, তুলনাহীন এক আবেগের স্রোতে ভেসে গেলাম। জানলাম, জানালার বাইরে শুধু অন্ধকার নেই। এখনো সপ্ন দেখার মতো আলো জ্বলছে। কোথাও- কাছেই...
---- মনজুর এলাহী ----
আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো।
বাহ, চমৎকার তো।
বাবু এই ফেব্রুয়ারিতেই কথা শিখুক, এই প্রত্যাশায়।
কবিতায় লাইক।
- মুক্ত বয়ান
সেই আশাতেই আছি!
বাপ বেটা দুজনকেই অভিনন্দন
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সাধু সাধু
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
....................................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।
............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্ চিনে।
বয়স কত হলো ওর?
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
সাড়ে চার মাস
ভালো লাগল।
==============================
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
"ওঙ্কার" - আহমেদ ছফার গল্পটার কথা মনে পড়লো ফাহা ভাই।
... পিচ্চির জন্যে কাতুকুতু থাকলো।
_________________________________________
সেরিওজা
খুব ভালো লাগলো কবিতা, ফারুকসাহেব (খালি আলপনা থেকে চন্দ্রবিন্দুটা সরিয়ে দিন)। আর পুত্র তো দেখি বিরাট হ্যান্ডসাম, এর পাত্রী জোগাড় করা নিয়ে আপনাকে ভাবতে হবে না, বরং লাইন লেগে কী করে সামলাবেন সেই কথা ভাবেন।
নতুন মন্তব্য করুন