ভ্রমণ বলতে রাজী নই

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: বুধ, ০৮/০৯/২০১০ - ২:৪৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

সে এক প্রবীণ গাড়ি
হাজার মাইল পথ পাড়ি দিয়ে, ঝাঁ চকচকে দেহ কামড়ে
মুচড়ে, কাছিমের মত কাদার মরিচা ফেলে
এ রাস্তা সে রাস্তা করে এসে উঠেছে আমাদের ঢালে।
 
আকাশে জ্বলল নীল চাঁদ, মাটিতে ফুটল ঝিনুকের খোসা
হলুদ-লাল ফুটকি গায়ে ধানের পোকারা সাইরেন বাজাল
আমরা সঙ্গী হলাম।
 
ভ্রমণ বলতে রাজী নই, তবু হই শুধু এক বহমান ছায়া।
ভুল পারম্পর্য ভেবে ভস্ম হলো একটা পাথর, মনে হলো
তার অন্তঃস্থ জ্যোৎস্না উড়ে গেছে ভিনগ্রহে, বিচিত্র পোশাকে।
 
প্যাঁচার ডাক শুনে আমরা মুখ ঘোরালাম, ঘুরিয়ে ঘুরিয়ে
দেখলাম পুড়ে যাওয়া গমের ক্ষেত, ধুলোর পাহাড়ে ডুবে যাওয়া নগর
মেঘশূন্য ধূসর আকাশ, চূড়াহীন শৃঙ্গের ওপারে পারদ-লাল নদী।
 
মনে হলো
এক রহস্যঘেরা রাত আজ আমাদের স্পর্শ করতে যাচ্ছে।
ক্লান্তিহীন? ভুল।
ক্লান্তির জিন চাপানো ঘোড়া সে, সে এক বিহ্বলতা।

 


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

কবিতা-কিন্নরী তো আপনাকে ভালোই মায়া লাগিয়েছে ফাহা হাসি
চলুক। পড়ছি।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

মায়াটা কতটুকু ট্রান্সফার করতে পারছি সেটাই প্রশ্ন! পড়েছেন জেনে কৃতজ্ঞ।

অতিথি লেখক এর ছবি

অসাধারণ। উপমায়, বিন্যাসে, শব্দের কুশলী বুননে।

রোমেল চৌধুরী

ফারুক হাসান এর ছবি

কৃতজ্ঞতা!

জাহামজেদ এর ছবি

পড়ে ভালো লেগেছে।

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

__________________________________
মরণের পরপারে বড় অন্ধকার
এইসব আলো প্রেম ও নির্জনতার মতো
__________________________________

নাজনীন খলিল এর ছবি

এক রহস্যঘেরা রাত আজ আমাদের স্পর্শ করতে যাচ্ছে।
ক্লান্তিহীন? ভুল।
ক্লান্তির জিন চাপানো ঘোড়া সে, সে এক বিহ্বলতা।

ভাল লাগল।

সুরঞ্জনা এর ছবি

ভ্রমণ বলতে রাজী নই, তবু হই শুধু এক বহমান ছায়া।

অসাধারণ ভাইয়া।
আপনি হচ্ছেন, আমার শিক্ষকের ভাষায়- 'A poet in the soul'. হাসি

চলুক
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

ফারুক হাসান এর ছবি

আপনাকে ও আপনার শিক্ষককে উত্তম জাঝা!
হাসি

নীল রোদ্দুর এর ছবি

ভ্রমণ বলতে রাজী নই, তবু হই শুধু এক বহমান ছায়া।
ভুল পারম্পর্য ভেবে ভশ্ম হলো একটা পাথর, মনে হলো
তার অন্তঃস্থ জ্যোৎস্না উড়ে গেছে ভিনগ্রহে, বিচিত্র পোশাকে।

প্যাঁচার ডাক শুনে আমরা মুখ ঘোরালাম, ঘুরিয়ে ঘুরিয়ে
দেখলাম পুড়ে যাওয়া গমের ক্ষেত, ধুলোর পাহাড়ে ডুবে যাওয়া নগর
মেঘশূন্য ধূসর আকাশ, চূড়াহীন শৃঙ্গের ওপারে পারদ-লাল নদী।

মনে হলো
এক রহস্যঘেরা রাত আজ আমাদের স্পর্শ করতে যাচ্ছে।

সেই ছোঁয়া। আর ভালোলাগা। হাসি.
--------------------------------------------------------
দেখা হবে সত্য, সুন্দর আর মুক্তচিন্তার আলোকে;
যদি লক্ষ্য থাকে অটুট, দেখা হবে বিজয়ে।

-----------------------------------------------------------------------------
বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো- ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায়

সুহান রিজওয়ান এর ছবি

আমি সত্যিই কবিতা খুব ভালো বুঝি না...

সেকারণেই হয়তো আপনার আগের কবিতাটা আমায় টানেনি, কিন্তু এ কবিতাটা খুব ভালো লাগলো।

ক্লান্তির জিন চাপানো ঘোড়া সে, সে এক বিহ্বলতা।

এই লাইনটাই সবচেয়ে ভালো লাগলো। অথচ কেন ভালো লাগলো, সেটা জানিনে। কবিদের কৃতিত্বই বুঝি এটা...

_________________________________________

সেরিওজা

ফারুক হাসান এর ছবি

কবিতা বুঝতে চাওয়া আসলে একটা ভ্রান্ত ধারমা। আমার কাছে ভালো লাগা কিংবা কোনো বোধ তৈরি হওয়াটাই মূল ব্যাপার।

মূলত পাঠক এর ছবি

চমৎকার লাগলো ফাহাসাহেব।

দুখানা বানান শোধরানো যেতে পারে, কাঁদা > কাদা, আর ভশ্ম > ভস্ম। ভুল ধরলাম বলে কিছু মনে করবেন না।

ফারুক হাসান এর ছবি

থ্যাঙ্কু!!!

সিরাত এর ছবি

আমি কিন্তু বিশ্লেষণধর্মী লেখাই চাই!

ফারুক হাসান এর ছবি

সেও আসবে হাসি এর ফাঁকে দুয়েকটা কবিতা পড়াও খারাপ কিছু না চোখ টিপি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ভালো লাগলো বেশ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

লিখেছেন:
ক্লান্তির জিন চাপানো ঘোড়া সে, সে এক বিহ্বলতা।

সত্যিই অসাধারণ..!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।