আমাদের ঘর, তার অন্তঃস্থ ঝগড়া
একে অপরের কাছে একে অপরকে কেবল মানুষ করেছে।
আর আমাদের প্রেম দুজনকে মানুষ করেছে জগতের কাছে
আমরা ভুলেছি একটি পুঁই, কলাপাতা কিশোরির চুল, কিংবা কৃষ্ণচূড়া।
মুঠোয় বোনা বন্য গোলাপ আমাদের সমস্ত দেহ শুষে ধারালো হয়েছে
না মেটা কোলাহলগুলি ফুল হয়ে ফুটেছে শোধবোধের চাদরে।
ভাবনা মোর চমকিত, কখনো গভীর চোখে দেখেছে দুরন্তপনা
আমাদের গাওয়া গানের পংক্তিমালা
তারা হয়ে জ্বলছে আকাশে।
আমাদের ঘর, তার অন্তঃস্থ ঝগড়া
আমাদের মানুষ করেছে।
মন্তব্য
ঝগড়াঝাটির ফেইজ থেকে এখনো বহু দূরে আছি। তাই পুরাপুরি ভিতরে ঢুকতে পারলাম না। তবে কবিতাটা ভাল হইছে।
অনন্ত
অনন্ত, যেভাবে আপনি কবিতাকে বুঝেছেন, তা আগ্রহজাগানিয়া। তবে আমি বোধহয় অন্যভাবে ভেবেছি , অন্তঃস্থ ঝগড়াকে কি বোঝাপড়া বলা যায়? আপনার ঝগড়াঝাটির ফেইজ তাড়াতাড়ি চলে আসুক, সেই কামনা করি
প্রথম অংশটি খুব ভালো লাগলো! ...
____________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
কখনো গাভীর চোখে দেখেছে দুরন্তপনা
-একটু খাপছাড়া লাগলো যে কবি!
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হায় হায়, এইটা হইল ক্যামনে!!! চাবি-বিভাগ পিছলে যাওয়ার ভুলে হয়েছে। আসলে হবে 'গভীর চোখে'।
হে-হে আমিও অমনটা ভেবেছিলাম। তবে কবির উপর মাতব্বরী করার সাহস নাই, তাই জিজ্ঞেস করে নেয়াটাই ঠিক হবে ভেবেছি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আপনার জন্য রহিয়াছে (গুড়) এবং একসাথে।
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহের সাথে আমি একমত।
“আমাদের গাওয়া গানের পংক্তিমালা
তারা হয়ে জ্বলছে আকাশে।“
চমৎকার অনুভব।
...........................
Every Picture Tells a Story
ধন্যবাদ মুস্তাফিজ ভাই।
কবিতায় একটা মানুষকে দেখা গেল।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
রূপকগুলো নক্ষত্রের মতো জ্বলজ্বলে আর প্রথম স্তবকটিতো বহুবর্ণা বোগেনভিলিয়া!
রোমেল চৌধুরী
রোমাঞ্চিত হলাম!
ভালো লাগলো ফাহাসাহেব।
ফুঁটেছে > ফুটেছে
নতুন মন্তব্য করুন