একটি ফেসবুক সেশন

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ১৪/০১/২০১১ - ১:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গত সতেরো মিনিটে মাত্র ছয়টা নোটিফিকেশন। চারটা লাইক, একটা কমেন্ট, একটা পোস্ট। কোনো মেসেজ নাই মন খারাপ

বত্রিশটা ছবি আপলোড করে দুই দিনে পনেরোটা লাইক, নয়টা কমেন্ট। ব্যাড, ভেরি ব্যাড। মন খারাপ

সবুজ একটাতে কমেন্ট করেছে, ‘কুল, ডুড!’ দেঁতো হাসি লাইক দিলাম।

জামালের স্ট্যাটাস- ‘আরেকবার উপলব্ধি করলাম, একটা ব্যর্থতা শুধু পথ করে দেয় আরেকটা ব্যর্থতার...’
ইয়ে, মানে... লাইক।

ওর সাথে কথা ছিল কিছু। চ্যাটে বলতে চাচ্ছিলাম না। অনলাইন হলেই ফট করে পাঁচ-সাতটা উইনডো চলে আসে, হাই-হ্যালোর ফুটকিতে স্ক্রীণ ঢাকা পড়ে যায়- আমার অফলাইনই ভালো।

কি যেন জিঙ্গেস করার ছিল। ফোনে কথা হয়েছিল গত ঈদে, তারপর আর হয় নি।

মনু আমেরিকান হেজিমনি নিয়ে কি যেন একটা লিংক শেয়ার করেছে। লিখেছে, হিলারিয়াস। জোর করেও দু’লাইনের বেশি এগুতে পারলাম না। মন খারাপ ছাতার কিছুই বুঝি না। মনুকে একদিন পোক করতে হবে। ব্যাটা ফাউল! হাসি

রাজনীতি চেয়ারম্যান ইলেকশন ইটিসি নিয়ে এক বড় ভাইয়ের ওয়ালে ব্যাপক উত্তেজনা। টাইম নাই। দুই তিনটা কমেন্টে লাইক দিতে হলো না পড়েই। ভাইয়ারা খুশি হবে।

কলেজ পড়ুয়া মামতো ভাইয়ের পাকামো দিন দিন সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। আজকে স্ট্যাটাসে লিখেছে, ভালোবাসি না বাসি, বিয়ে করবো তোমাকে, এটাই ফাইনাল।

ইচ্ছে করছিলো, কষে চড় লাগাই। চড়ের কোনো বাটন নাই। থাকলে ভালো হত। এরপর দেখা হলে পাবলিক প্লেসে এমন বেয়াদবির জন্য প্রথমেই দশবার কান ধরে উঠবস করাবো।

তিনজনের দেয়ালে গিয়ে শুভ জন্মদিন লিখতে হলো। একজনকে চিনি না। প্রোফাইল পিক দেখেও চিনলাম না। সব পুরাতন আমলের ভিউকার্ড মার্কা ছবি। একটায় খালি একটা গোলাপ, আরেকটায় প্রেমিক-প্রেমিকার যুগল ছবি, দূরে আধখাওয়া চাঁদ। কয়েকটা বিখ্যাত পোর্ট্রেট। একটাও নিজের না। এই ব্যাটাকে ডিলিট মারতে হবে।

নাহ, থাক। পাপ্পুর ফ্রেন্ডলিস্টে অলরেডি সোয়া সাতশো হয়ে গেছে। আগামি এক মাসের মধ্যে ওকে ধরে ফেলতে হবে। এখন কোনো দুদকীয় অভিযান নেয়া ঠিক হবে না।

ইয়ামিনের শেয়ার দেয়া ভিডিওটা জোশ! লিখলাম, ভেরি ফানি! ওএমজি!!! হি সুডন্ট হ্যাভ ডান দ্যাট, হি হি হি।

শমি ভাই তার ভিয়েতনাম ট্যুরের ছবি এখনো শেয়ার দেন নাই। একটা মেসেজ দেই দেখি- আপ ইয়র পিক্স এএসএপি!

এইমাত্র একটা নোটিফিকেশন আসলো। ঐশী আমার ওয়ালে লিখেছে, চেঞ্জ ইওর পিপি। ইটস কাইন্ডা ঃকড আপ!

ও কে! নেক্সট হাফেন আওয়ার নো ফেসবুকিং।


মন্তব্য

স্পর্শ এর ছবি

সুন্দরীবালিকাদের ব্যক্তিগত মেসেজে 'বন্ধু হতে চাই' আবেদন পাঠানোটা বাদ পড়েছে খাইছে


ইচ্ছার আগুনে জ্বলছি...

ফারুক হাসান এর ছবি

হুম, এইটা বাদ পড়ছে! তোমার কথা স্মরণে থাকলে বাদ পড়তো না দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ও কে! নেক্সট হাফেন আওয়ার নো ফেসবুকিং।

ফেসবুকিং না করে আধা ঘন্টা থাকেন কিভাবে?

অনীক_ইকবাল (darrel7756@gmail.com)

কৌস্তুভ এর ছবি

এইসব ছাড়েন মিয়া, ধম্মকম্মে মন দেন! দেঁতো হাসি

ফারুক হাসান এর ছবি

ধম্মকম্মই তো করি-খোমাধম্ম

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হে হে হে... মজা লাগছে! দেঁতো হাসি

অতিথি লেখক এর ছবি

ভাল লিখছেন।

সিরাত এর ছবি

হ্যাঁ, আপনি আমাকে ফাউল বললেন! দেঁতো হাসি

ফারুক হাসান এর ছবি

আরে নাহ। আপ্নে জাস্ট পরিস্থিতির শিকার চোখ টিপি

দ্রোহী এর ছবি

কুল, ড্যুড!

চলুক

অনুপম ত্রিবেদি এর ছবি

কুল, ড্যুড! দেঁতো হাসি

==========================================================
ফ্লিকারফেসবুক500 PX

পান্থ রহমান রেজা এর ছবি

জীবনঘনিষ্ঠ গল্প! হাসি

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

ও কে! নেক্সট হাফেন আওয়ার নো ফেসবুকিং।

দেঁতো হাসি

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

সাইফ তাহসিন এর ছবি

খোয়াব-নামার মত এতো দেখি খোমা-নামা, মডুদাদাগো কাছে আবেদন, এইটারে ক্যাটেগরি করা হউক। আপনারে মাইনাচ চোখ টিপি, ভালু পাই না খোমা-নামা দেঁতো হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রোমেল চৌধুরী এর ছবি

ভালো লেগেছে!

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

সুহান রিজওয়ান এর ছবি

হেহে, লাইক্স দিস !!

মাহবুব লীলেন এর ছবি

মাদ্রাসায় চান্দার রিকোয়েস্ট নাই? তাইলে তো জনপ্রিয় ফেসবুকার না

ফারুক হাসান এর ছবি

মাদ্রাসার চান্দা চাইতে আইসা বেশরিয়তি কাজ কারবার দেইখা আর চায় না চোখ টিপি

মুস্তাফিজ এর ছবি

লাইকাইলাম

...........................
Every Picture Tells a Story

সজল এর ছবি

OMG! হোয়াট অ্যা হিউমেরাস রাইটাপ।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

পাপ্পুর ফ্রেন্ডলিস্টে অলরেডি সোয়া সাতশো হয়ে গেছে। আগামি এক মাসের মধ্যে ওকে ধরে ফেলতে হবে। এখন কোনো দুদকীয় অভিযান নেয়া ঠিক হবে না।

হা...হা...!!
চরম লাগল। হো হো হো

--------------------------------
তৌফিক

ধুসর গোধূলি এর ছবি

সুবহানাল্লাহ্, হোয়াট্টা সেশন!
বুখে আসেন উকিল বেয়াই।

অতিথি লেখক এর ছবি

ভালো লাগলো।

--
কালো ও সাদা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।