পৃথিবীর প্রতিটা মানুষের বুকে ভালোবাসার বোকাটে লাল পাতা
হেমন্তের আধখাওয়া রোদ, কিংবা এক একটা ঘূর্ণিপাক
বাস করে। তবু কোথায়ো পুড়ছে সংসার, তারো গভীরে জ্বলছে আগুনদাহ।
যতটুকু প্রাণ পুড়ে হয় অনির্বাণ শিখা, তারো বেশি
বিচিত্র বিন্যাস আমাকে আশ্রয় করেছে। আর, ক্রমাগত
শুদ্ধতার ধোঁয়া আমার আবেগের কন্ঠ ছুঁয়েছে
ভাটার মত পিছিয়ে পড়তে পড়তে জেনেছি- এর নাম গতি।
তীর থেকে, বিশুদ্ধ বালুকার বুক ছেড়ে
ক্রমাগত পিছিয়ে পড়তে পড়তে ধারণ করেছি
ফেনীল সাগর।
মন্তব্য
আরে অগ্রহায়ন মাসের শুরুতে এই কবি শীতনিদ্রা থেকে জেগে উঠেছেন দেখছি!
মাঝেমধ্যে এমন একটা কবিতা দিলে কী হয়?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
দিতে তো ইচ্ছে করে খুব। কিন্তু মাঝে মাঝে হাতশূন্য থাকে অনেকদিন।
সুন্দর কবিতা। অনেকদিন পর লিখলেন মনে হয়।
তা বেশ কিছুদিন তো হবেই। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
অনেক ভালো লাগল কবিতাটি।
_________________
[খোমাখাতা]
নিরব পাতা ঝরার গান শুনতে পেলাম। কবিতার ভাষায় আগুন লেগেছে......
হেমন্তের আধখাওয়া রোদ--- দারুণ !
facebook
খুব ভালো লাগলো কবিতাটি।
হেমন্তের অরণ্যে পরিচিত পোষ্টম্যান যেন বয়ে এনেছে চিঠির খামে পুরে জীবনের অনাবিল আস্বাদ।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
ভাটার মত পিছিয়ে পড়তে পড়তে জেনেছি- এর নাম গতি
______________________________________
পথই আমার পথের আড়াল
খুব সুন্দর!!!
_____________________
Give Her Freedom!
বাজে রকমের ভালো হইছে কবিতাটা। অদ্ভুত একটা আবহ তৈরি হইল। ধন্যবাদ।
রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক
অপূর্ব!
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
নতুন মন্তব্য করুন