চাইছি তোমার উষ্ণতা

ফারুক হাসান এর ছবি
লিখেছেন ফারুক হাসান (তারিখ: শুক্র, ১০/০৮/২০০৭ - ৫:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

এই ঘন ঘোর শীতে প্রেম বড় কম,
শৈশবের শরতের চরে
কাশবনের কথা মনে পড়ে
কুয়াশা বন্দী নগরে- সে রকম
চাইছি তোমার উষ্ণতারই ওম।

কিংবা এই শিশ্নতাপে গলে গিয়ে ভয়
করেছে ঘেরাও ঢের সহিসেরে
স্বভাবে নগ্ন পুরোবসনার ঘরে
লালসা লিপ্ত অধরে- চাইছি তোমায়
হেলেনের ন্যায় পরকীয়াময়।

এই দেহ পুরে যাক-
এই শীতের ভোরে প্রেম হয়ে থাক
ভরা যৌবনবতী পশমী খোলশ এক।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

উষ্ণতার ওম কি প্রেম বহির্ভুত,হে কবি?

-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ফারুক হাসান এর ছবি

উষ্ণতার ওম কি প্রেম বহির্ভুত?
- আমার তো মনে হয় এইদুটো একে অপরের পরিপূরক এবং সাহচার্য প্রত্যাশী।
ওম সর্বদা উষ্ণ হবে।
প্রেমে ওম আর ওমে প্রেম থাকবে।
আর আমরা বলবো - দারুণ!

-----------------------
জানেনিতো, ইহা নিতান্তই নিজস্ব মতামত

থার্ড আই এর ছবি

"লালসা লিপ্ত অধরে- চাইছি তোমায়
হেলেনের ন্যায় পরকীয়াময়।"

চালিয়ে যান ,উদ্দেশ্য শুভ, সফল একদিন হবেন।
কিন্তু হেলেনের দেশে তো এখন সামার চলছে..
----------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

ফারুক হাসান এর ছবি

পরকীয়া না মানে ঘর,
না মানে সামার।

এই বিষয়ে আরো বিতর্ক / মতামত পড়তে পারলে মন্দ হয় না!

হবে নাকি?

থার্ড আই এর ছবি

বলেছেন বেশ। ইতিহাসও তাই বলে। প্যারিসের ঘরে স্ত্রী থাকা সত্তেও কিন্তু ,প্যরিস সবচেয়ে সুন্দরী রমণীকে পাবার জন্য আফ্রেদিতির হাতে সোনার আপেল তুলে দিয়েছিলো।
------------------------------
জল ভরো সুন্দরী কইন্যা, জলে দিছ ঢেউ।
হাসি মুখে কওনা কথা সঙ্গে নাই মোর কেউ।

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।